Team India

শাহাবাজ আহমেদ

NZ vs IND: ৩ জন ভারতীয় ক্রিকেটার যারা এই সিরিজে সুযোগ পেলেও গোটা টুর্নামেন্টে বাইরে বসে থাকবে বলেই মনে করা যাচ্ছে !! 1

এই বছর ভারতীয় ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্মেন্স করে দেখিয়েছেন তরুণ স্পিন বোলিং অলরাউন্ডার শাহাবাজ আহমেদ (Shahbaz Ahmed)। ২৭বছর বয়সী এই তরুণ অলরাউন্ডার ৩১টি ম্যাচ খেলে ৬৬৩রান করার পাশাপাশি ২৮টি উইকেট নিয়েছেন এবং এই বছর আইপিএল এর মঞ্চে ১৬টি ম্যাচ খেলে ২১৯রান করে ৪টি উইকেট নিয়েছেন। তার এই পারফর্মেন্সের পরেই ভারতীয় নির্বাচক মন্ডলী তাকে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে অভিষেক করার সুযোগ দিয়েছিলো এবং তিনি সেখানেও একদিবসীয় সিরিজে ২টি ম্যাচ খেলে ৩টি উইকেট নিয়েছিলেন। তার এই পারফর্মেন্সের ওপর ভিত্তি করে তাকে পুনরায় নিউজিল্যান্ড সিরিজে একদিবসীয় ফরম্যাটে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু তিনি এই টুর্নামেন্টে দলের হয়ে মাঠে নামার সুযোগ পাবেননা বলেই মনে করা যাচ্ছে কারণ তার পরিবর্তে ভারতীয় টীম ম্যানেজমেন্ট ওয়াশিংটন সুন্দর এবং যুজবেন্দ্র চাহালকে অগ্রাধিকার দিতে পারেই বলে মনে করা যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *