T20 World Cup 2022: ৩ জন ফাস্ট বোলার যারা টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দলে জায়গা পাবেন !! 1
DUBAI, UNITED ARAB EMIRATES - SEPTEMBER 08: Bhuvneshwar Kumar of India celebrates with team mates after dismissing Rahmanullah Gurbaz of Afghanistan during the DP World Asia Cup match between India and Afghanistan at Dubai Cricket Stadium on September 08, 2022 in Dubai, United Arab Emirates. (Photo by Francois Nel/Getty Images)

T20 World Cup 2022: বর্তমানে ভারতীয় দল (Team India) দুবাইয়ের মাটিতে এশিয়া কাপের মঞ্চে অংশগ্রহন করেছে বলে আমরা সবাই জানি। এই বছর এশিয়া কাপের আসর শ্রীলংকার মাটিতে হবার কথা থাকলেও পরবর্তীতে তা দুবাইয়ের মাঠিতে অনুষ্ঠিত করানো হয়েছে। এই বছর এশিয়া কাপের আসর টি-২০ ফরম্যাটে করানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেট সমস্থা আইসিসি কারণ এই বছরের শেষেই অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট ইতিহাসে সব থেকে ফরম্যাটের বিশ্বকাপের আসর। তাই এই বছর এশিয়া কাপের গুরুত্ব প্রত্যেকটা এশিয়া মহাদেশের দলগুলির কাছে সমান কারণ তারা এই মঞ্চ থেকেই নিজেদের সেরা ক্রিকেটারদের আসন্ন বিশ্বকাপের জন্য বেছে নেবে যাতে করে তারা বিশ্বকাপের জন্য নিজেদের সেরাটা দিতে পারে এবং দেশকে বিশ্বকাপ জয়ের বিজয় মুকুট মাথায় তুলে দিতে পারে।

T20 World Cup 2022: ৩ জন ফাস্ট বোলার যারা টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দলে জায়গা পাবেন !! 2
DUBAI, UNITED ARAB EMIRATES – SEPTEMBER 08: Bhuvneshwar Kumar of India celebrates with team mates after dismissing Rahmanullah Gurbaz of Afghanistan during the DP World Asia Cup match between India and Afghanistan at Dubai Cricket Stadium on September 08, 2022 in Dubai, United Arab Emirates. (Photo by Francois Nel/Getty Images)

ভারতীয় দল এই বছর এশিয়া কাপের মঞ্চে নিজেদের সেরা পারফর্মেন্স করে দেখাতে পারেই বলে মনে করা যাচ্ছে কারণ তারা গ্রুপ পর্বে লড়াই করে সুপার ফোর রাউন্ডে উঠলেও পরস্পর দুটি ম্যাচে হেরে এই বছর এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে। এই বছর এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের বোলিং বিভাগকে যেমন দুর্বল দেখিয়েছে ঠিক তেমনি বেশ কিছু ব্যাটসম্যান নিজেদের ব্যাটিং প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন। এইবছর এশিয়া কাপের মঞ্চে ভারতীয় পেস বোলাররা একেবারেই জ্বলে উঠতে পারেনি সে কথা বলাই যায় যার কারণে ভারতীয় দল বিপক্ষ দলের সামনে মুখ থুবড়ে পড়েছে। এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের অন্যতম অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার নিজের সেরা বোলিং পারফর্মেন্স করে দেখাতে ব্যর্থ হয়েছেন। এখন দেখে নেয়া যাক আসন্ন t20 বিশ্বকাপের মঞ্চে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে যে ৩ জন ভারতীয় পেস বোলারকে টীম ম্যানেজমেন্ট অবশ্যই দলে পেতে চাইবে বলে মনে করা যাচ্ছে।

উমরান মালিক

T20 World Cup 2022: ৩ জন ফাস্ট বোলার যারা টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দলে জায়গা পাবেন !! 3

ডানহাতি ফাস্ট বোলার উমরান মালিক আইপিএল এর মঞ্চে সর্বাধিক গতিতে বল করে ইতিহাস তৈরি করেছেন এবং তার এই গতির জাদুতে বিশ্ববাসী মুগ্ধ হয়েছে বলেই মনে করা যাচ্ছে। জম্মু কাশ্মীরের এই ফাস্ট বোলার যে ভাবে নিজের বোলিং পারফর্মেন্স দেখিয়েছেন তাতে করে নিশ্চিত ভাবে বলা যেতেই পারে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করার জন্য তিনি নিশ্চিত ভাবে প্রস্তুত। তাই আসন্ন বিশ্বকাপের মঞ্চে ভারতীয় টীম ম্যানেজমেন্ট দ্রুতগতির এই ফাস্ট বোলারকে অগ্রাধিকার দিতে পারেই বলে মনে করা যাচ্ছে।

Read More: Asia Cup 2022: বিরাট কোহলি ফর্মে ফিরতেই ভঙ্গ হল এই ৩ ক্রিকেটারের বিশ্বকাপে খেলার স্বপ্ন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *