চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে লাগানো থাকবে মাইক্রো চিপ, তা নিয়েই মাঠে নামবেন ব্যাটসম্যানরা ! 1

আর কয়েক ঘন্টার মধ্যে ইংল্যান্ডে বেজে যাবে যুদ্ধের দামামা। যদিও সে যুদ্ধ চ্যাম্পিয়ন্স ট্রফির ২২ গজের। যেখানে অংশগ্রহণ করতে চলেছে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সেরা আটটি ক্রিকেটখেলিয়ে দল। যদিও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আকর্ষণ বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে আইসিসি। এবারের এই প্রতিযোগিতার প্রযুক্তির ব্যবহারে বিশেষ গুরুত্ব দিতে গিয়ে ‘ইনটেল’-এর সঙ্গে গাঁটছড়া বাঁধলো তারা। সূত্রের খবর, আগামী ১লা জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে আয়োজিত হতে চলা এই মিনি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর ব্যাটসম্যানের ব্যাটে লাগানো হবে মাইক্রো চিপ। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, এর ফলে দর্শকদের কাছে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনেকবেশি আকর্ষণীয় হয়ে উঠবে।

কুম্বলের পাশে দাঁড়িয়ে এবার বোর্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো লোধা কমিশন

নতুন এই বিবর্তনের ফলে ব্যাটের হ্যান্ডেলে লাগানো থাকবে একটা ছোট্ট চিপ। এর মাধ্যমে বোঝা যাবে ব্যাটসম্যানরা শট খেলার ক্ষেত্রে কোথায় কি ভুল করছেন। তা দেখে তাঁদের কোচেরা সহজে ভুল শুধরে দিতে পারবেন। কোনও বোলারের বাউন্সারে কোনও ব্যাটসম্যান কত দ্রুত প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তা সহজে দর্শকদের কাছে পৌঁছে যাবে। কিংবা কোনও ব্যাটসম্যানের ব্যাট থেকে বল কত দ্রুত গতিতে বাউন্ডারির দিকে পৌঁছল, সেটাও জানা যাবে মাইক্রো চিপের সাহায্যে। ব্যাটের হ্যান্ডেলে লাগানো চিপ খুলে নিয়ে সহজে ল্যাপটপের সাহায্যে সব সমস্যার সমাধান ঘটিয়ে নেওয়া যাবে বলে আইসিসি’র তরফ থেকে জানানো হয়েছে।

এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালিন প্রতিটি দলের ৩ জন ব্যাটসম্যানের ব্যাটে লাগানো থাকবে এই মাইক্রো চিপ। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘স্মাট ব্যাট’। আগামী ৪ঠা জুন বার্মিংহ্যামে চ্যাম্পিয়ন্স ট্রফির নিজেদের প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। শোনা গিয়েছে, ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে এবং খুব সম্ভবত রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে বিশেষ এই চিপ লাগানো থাকবে। উল্লেখ্য, ২০১৬ সালে আমেরিকায় এনএফএল রাগবি লিগে বলে বিশেষ মাইক্রোচিপ ব্যবহার করা হয়েছিল।

ভিডিও – সাউদির সাথে ধাক্কা-ধাক্কি করার পর ধোনি যা করলেন তা নজির!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *