KKRvsMI: জেতা ম্যাচে পাওয়া নাটকীয় হারে আহত শাহরুখ খান, টুইট করে চাইলেন ক্ষমা

বলিউডের কিং খান নামে জনপ্রিয় শাহরুখ খান ক্রিকেটের একজন বড়ো ফ্যান। আইপিএলে কেকেআরের দলের মালিক শাহরুখ খান প্রায়ই নিজের দলের আত্মবিশ্বাস বাড়াতে স্টেডিয়ামে উপস্থিত থাকেন। শাহরুখ খানের দল কেকেআর এই মরশুমের প্রথম ম্যাচ জিতে দুর্দান্ত শুরু করেছিল, কিন্তু গতকাল হওয়া ম্যাচে তাকে মুম্বাইয়ের হাতে ১০ রানে ম্যাচ হারতে হয়। এই হারে শাহরুখ খান যথেষ্ট খুশি। […]