BCCI-এর টাকায় দুবাই ঘুরছেন এই তিন ক্রিকেটার, প্রথম একাদশে পাবেন না সুযোগ !! 1

গত বছর টি-২০ বিশ্বকাপ জিতেছিলো টিম ইন্ডিয়া। এবার লক্ষ্য এশিয়া কাপ (Asia Cup 2025)। মহাদেশীয় মেগা টুর্নামেন্টেও শুরুটা দুর্দান্ত করেছে ‘মেন ইন ব্লু।’ গ্রুপ-এ’র প্রথম ম্যাচে স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরশাহীকে তারা গুঁড়িয়ে দিয়েছে ৯ উইকেটের ব্যবধানে। টসে জিতে প্রথম বোলিং বেছে নিয়েছিলেন সূর্যকুমার যাদব। প্রতিপক্ষকে ভারত রুখে দেয় ৫৭ রানে। ২ পয়েন্ট নিশ্চিত করতে তাদের লেগেছিলো কেবল ২৭ বল। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও পাত্তা পায় নি টিম ইন্ডিয়ার সামনে। তাদের ছুঁড়ে দেওয়া ১২৮ রানের লক্ষ্যও ২৫ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে আটবারের এশিয়া কাপ (Asia Cup) জয়ীরা। যে গতিতে এগোচ্ছে ভারত, তাতে চলতি টুর্নামেন্টের তাদের অশ্বমেধের ঘোড়ার লাগাম আদৌ কোনো প্রতিপক্ষ টেনে ধরতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। আগামী ২৮ তারিখ সূর্যের হাতেই ট্রফি দেখছেন তাঁরা।

Read More: “রাহুল গান্ধী ভালো মানুষ…” ‘হ্যান্ডশেক’ বিতর্কের মাঝেই শাহীদ আফ্রিদির মন্তব্য ঝড় তুললো ভারতের রাজনীতিতে !!

একাদশে স্থান নেই তিন তারকার-

Jitesh Sharma and Rinku Singh | Image: Getty Images
Jitesh Sharma and Rinku Singh | Image: Getty Images

এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম দু’টি ম্যাচে একই একাদশ খেলিয়েছে ভারত। আগামী ম্যাচগুলিতেও একাদশে বড়সড় রদবদল দেখা না যাওয়ারই সম্ভাবনা। ফলে রিজার্ভ বেঞ্চেই সময় কাটার সম্ভাবনা রিঙ্কু সিং, জিতেশ শর্মা, হর্ষিত রাণাদের মত তারকাদের। রিঙ্কু (Rinku Sharma) ও হর্ষিত (Harshit Rana) ভারতের হেড কোচ গম্ভীরের অত্যন্ত পছন্দের খেলোয়াড়। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর থাকাকালীন দু’জনকেই নিয়মিত সুযোগ দিতেন তিনি। কিন্তু এই মুহূর্তে ভারতের যা টিম কম্বিনেশন তাতে তাঁদের জায়গা করে দেওয়া কঠিন বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। ‘ফিনিশার’ হিসেবে হার্দিক (Hardik Pandya) রয়েছেন দলে। এছাড়া সাতে নেমে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেন অক্ষর প্যাটেল’ও (Axar Patel)। ফলে বাইরে থাকতে হচ্ছে রিঙ্কু’কে। হর্ষিতের ‘পথের কাঁটা’ দুবাইয়ের বাইশ গজ। মন্থর পিচে একজন ফ্রন্টলাইন পেসার চাইছে ভারত। অগ্রাধিকার পাচ্ছেন জসপ্রীত বুমরাহই।

উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে এশিয়া কাপে (Asia Cup 2025) টিম ইন্ডিয়ার প্রথম পছন্দ হতে পারেন জিতেশ শর্মা (Jitesh Sharma), শোনা গিয়েছিলো টুর্নামেন্ট শুরুর আগে। আমিরশাহী ম্যাচের আগের দিন প্রধান নেটে অনুশীলনও সেরেছিলেন বিদর্ভের তারকা। কিন্তু শেষমেশ সঞ্জু স্যামসনের (Sanju Samson) অভিজ্ঞতার উপরেই আস্থা রেখেছেন কোচ গম্ভীর। পছন্দের ওপেনিং স্লট ছাড়তে হয়েছে কেরলের ক্রিকেটারকে। তবে তিনি থাকছেন ‘মেন ইন ব্লু’ মিডল অর্ডারে। স্কোয়াডে রয়েছেন আর্শদীপ সিং-ও (Arshdeep Singh)। তবে রিঙ্কু, জিতেশ বা হর্ষিতের তুলনায় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে খানিক এগিয়ে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে ওমানের বিরুদ্ধে আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাহকে। তাঁর বদলি হিসেবে আর্শদীপেরই মাঠে নামার কথা। আপাতত তাঁর ঝুলিতে রয়েছে ৯৯টি টি-২০ উইকেট। শুক্রবারই শতকের মাইলস্টোন ছুঁতে পারেন তিনি।

বিতর্কে আমল দিচ্ছে না বিসিসিআই-

Shivam Dube and Suryakumar Yadav | Asia Cup 2025 | Image: Getty Images
Shivam Dube and Suryakumar Yadav | Asia Cup 2025 | Image: Getty Images

পহলগাম হামলার প্রতিবাদস্বরূপ পাকিস্তান ক্রিকেটারদের সাথে হাত মেলান নি ভারতীয় তারকারা। তা নিয়ে আপাতত তুঙ্গে বিতর্ক। টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে অখেলোয়াড়োচিত আচরণের অভিযোগ এনেছে পিসিবি। ইতিমধ্যে এসিসি’র কাছে অভিযোগপত্রও জমা করেছে তারা। কিন্তু পড়শি দেশের তর্জনগর্জনকে বিশেষ আমল দিচ্ছে না বিসিসিআই। “কিছু কিছু বিষয় ক্রিকেটীয় স্পিরিটেরও উর্দ্ধে,” সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সংবাদসংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে নাম গোপন রাখার শর্তে বোর্ডের এক কর্মকর্তাও জানিয়েছেন, “নিয়মাবলী পড়লে দেখবেন যে প্রতিপক্ষের সাথে হাত মেলানোর কোনো বাধ্যবাধকতা নেই। বরং পুরোটাই সৌজন্যের বিষয়। এটা একটা প্রথা যেটা গোটা দুনিয়ার ক্রীড়াক্ষেত্রে মেনে চলা হয়। কিন্তু কখনই এটা নিয়ম নয়।”

Also Read: Asia Cup 2025 PAK vs UAE Preview: বয়কট জল্পনার মাঝেই মাঠে পাকিস্তান, অঘটনের স্বপ্ন দেখছে সংযুক্ত আরব আমিরশাহী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *