Asia Cup

Asia Cup 2025: কলম্বোর ফাইনালে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে ২০২৩-এর এশিয়া কাপ’কে (Asia Cup 2023) বিদায় জানিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ দুবাইয়ের মাঠে ২০২৫-এর টুর্নামেন্টের শুরুটাও একই রকম দাপটের সঙ্গে করলো তারা। গ্রুপ-এ’র প্রথম ম্যাচে স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে ভারতীয় দল জিতলো ৯ উইকেটের বিশাল ব্যবধানে। টসে জিতে প্রথম বোলিং বেছে নিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বুমরাহ-কুলদীপ-শিবম দুবেদের বিরুদ্ধে কোনোরকম প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না আমিরশাহী ব্যাটাররা। ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানেই গুটিয়ে যান তাঁরা। রান তাড়া করতে নেমে লক্ষ্যে পৌঁছতে কোনোরকম সমস্যার সম্মুখীন হতে হয় নি টিম ইন্ডিয়াকে (Team India)। ৪.৩ ওভারে কেবল ১ উইকেট খুইয়েই স্কোরবোর্ডে ৬০ তুলে ফেলে তারা। ২ পয়েন্ট ছিনিয়ে নিয়ে এক পা এগিয়ে যায় সুপার ফোরের দিকে।

Read More: Asia Cup 2025: “ফিটনেস নিয়েও খেটেছি…” আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচের সেরা কুলদীপ, ফাঁস করলেন সাফল্যের রহস্য !!

ধারে-ভারে অনেক পিছিয়ে থাকা আমিরশাহীর বিরুদ্ধে ভারত যে জিতবে সে বিষয়ে কার্যত নিশ্চিতই ছিলো ক্রিকেটমহল। তবে এশিয়া কাপের (Asia Cup 2025) আগামী ম্যাচগুলির দিকে তাকিয়ে আজ টসে জিতে কি বোলিং-এর বদলে ব্যাটিং বেছে নিতে পারতেন না সূর্যকুমার (Suryakumar Yadav)? খেলা চলাকালীন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিলো সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে খেলা শেষে প্রশ্নের সম্মুখীনও হতে হয় ভারতীয় অধিনায়ককে। নিজের সিদ্ধান্তের স্বপক্ষে মুখ খুলেছেন মুম্বইয়ের তারকা। তিনি বলেছেন, “আমরা দেখতে চেয়েছিলাম যে বাইশ গজ কেমন আচরণ করছে। দ্বিতীয় ইনিংসেও তার চরিত্র বিশেষ বদলায় নি।” জয়ের কৃতিত্ব সতীর্থদের দিয়েছেন তিনি। জানিয়েছেন, “দুর্দান্ত পারফর্ম্যান্স করেছে ছেলেরা। আমরা উদ্যম আর ইতিবাচক মানসিকতা সঙ্গে নিয়ে মাঠে নামতে চেয়েছিলাম। সেটাই পেয়েছি।”

দুবাইয়ের পিচের দিকে ভারতীয় টিম ম্যানেজমেন্টের যে নজর রয়েছে তা স্পষ্ট সূর্যের সাক্ষাৎকার থেকে। তিনি জানিয়েছেন, “দলের বেশ কয়েকজন কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এখানে এসেছিলো। পিচ দেখে শুরুতে ভালোই মনে হয়েছিলো। কিন্তু তা বেশ মন্থর ছিলো। তাই স্পিনাররা কার্যকরী ভূমিকা নিয়েছে।” ৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে আজ ম্যাচের সেরা কুলদীপ। তাঁকে প্রশংসায় ভরিয়েছেন অধিনায়ক। “এখানে প্রচণ্ড গরম। তার মধ্যেও কুলদীপ দারুণ পারফর্ম করেছে। ওকে সাহায্য করেছে হার্দিক (পান্ডিয়া), (শিবম) দুবে ও (জসপ্রীত) বুমরাহ,” মন্তব্য সূর্যকুমারের (Suryakumar Yadav)। অভিষেক শর্মা প্রসঙ্গে তাঁর সংযোজন, “ও এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ব্যাটার। ২০০ বা ৫০, যাই তাড়া করি না কেন, ওই ম্যাচের সুর বেঁধে দেয়।” আমিরশাহীকে হারিয়ে উঠে সূর্যের ভাবনায় এখন পাকিস্তান। “সবাই মুখিয়ে রয়েছে ঐ ম্যাচের জন্য,” জানিয়েছেন তিনি।

Also Read: Asia Cup 2025: গুঁড়িয়ে গেলো আমিরশাহী, ৯ উইকেটে জিতে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *