এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এই বছরের এশিয়া কাপ (Asia Cup 2025) সফলভাবে আয়োজন করার চেষ্টা করছে। তবে একাধিক বিতর্ক টুর্নামেন্টের পিছু ছাড়ছে না। সুপার ৪’এর প্রথম ম্যাচে ভারত এবং পাকিস্তান (IND vs PAK) আবারও একে অপরের বিপক্ষে মাঠে নামতে চলেছে। এই ম্যাচ নিয়ে এখন থেকে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। তবে গ্রুপ পর্বে যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল তখন ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা খুব একটা জমে ওঠেনি। কিন্তু ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক এখনও ক্রিকেট মহলে চর্চায় রয়েছে। এবার পাকিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়ার কথা বললেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)।
Read More: “জিততে কালঘাম ছুটে গেল…” ওমানের বিরুদ্ধে ২১ রানে ম্যাচ জিতেও সমাজ মাধ্যমে ট্রোলড টিম ইন্ডিয়া !!
বুমরাহের বিশ্রাম-

গতকাল গ্রুপ পর্বে ভারত ওমানের (IND vs OMAN) বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং বরুণ চক্রবর্তীকে (Varun Chakaravarthy) বিশ্রাম দেওয়া হয়। ভারতের তারকা পেসার বুমরাহ সাম্প্রতিক সময়ে একাধিক চোট সমস্যার মধ্যে দিয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরে এসেছেন। ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে সবকটি ম্যাচে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়নি। তার কাজের চাপ নিয়ন্ত্রণের বিষয়ে কর্মকর্তারা সবসময় খেয়াল রাখেন। এবার ওমানের পর পাকিস্তানের বিপক্ষেও বিশ্রাম দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)।
তিনি এক সাক্ষাৎকারে বলেন, “আমি বিশ্বাস করি জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়া উচিত। সম্ভব হলে পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষেও তাকে একাদশের বাইরে রাখা দরকার। ভারতীয় দলের বর্তমানে এটাই দেখার বিষয়। যদি জসপ্রীতকে ২৮ তারিখ ফাইনালে সম্পূর্ণরূপে পেতে হয় তাহলে এটা করতেই হবে।” উল্লেখ্য গতকাল ভারতীয় একাদশে জায়গা পেয়েছিলেন আর্শদীপ সিং (Arshdeep Singh) এবং হর্ষিত রানা (Harshit Rana)।
দুরন্ত ফর্মে ভারত-

এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ব্লু ব্রিগেডরা গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতের (IND vs UAE) বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে বিপক্ষদের মাত্র ৫৭ রানে অলআউট করে দেয় সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। দ্বিতীয় ইনিংসে ৪.৩ ওভারেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় ভারত। পাকিস্তানের বিপক্ষেও ব্লু ব্রিগেডদের দাপট অব্যাহত ছিল। এই ম্যাচে সালমান আলী আঘারা (Salman Ali Agha) প্রথম ইনিংসে ১২৭ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন ভারতীয় অধিনায়ক।
তার অপরাজিত ৪৭ রানে ব্লু ব্রিগেডরা ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয়। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমান (IND vs OMAN) এশিয়ার সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দলের বিপক্ষে দুরন্ত লড়াই করে। ভারতের করা ১৮৮ রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে নেমে ম্যাচ শেষ ওভার পর্যন্ত নিয়ে যায় তারা। শেষ পর্যন্ত ২১ রানে জয় পায় ব্লু ব্রিগেডরা। ফলে বর্তমানে ওমানের দুরন্ত লড়াই ক্রিকেট ভক্তদের কাছে রীতিমতো প্রসংশিত হচ্ছে।