এশিয়া কাপের (Asia Cup 2025) আসরে ভারতের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের। রবিবারের দ্বৈরথে টিম ইন্ডিয়া জিতলো ৭ উইকেটের ব্যবধানে। টসে জিতে প্রথম ব্যাটিং করেছিলো পাকিস্তান। কুলদীপ, অক্ষর, বুমরাহদের দাপটে ৯ উইকেটের বিনিময়ে ১২৭ তুলে থামতে হয় তাদের। স্বল্প রানের লক্ষ্য ছন্দে থাকা টিম ইন্ডিয়া ১৫.৫ ওভারের মধ্যেই ছুঁয়ে ফেলে। ১৩ বলে ৩১ রান করেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিলক বর্মা’র ব্যাট থেকে আসে ৩১ বলে ৩১ রান। ৩৭ বলে ৪৭ করে অপরাজিত থাকেন অধিনায়ক সূর্যকুমার। ২০২২-এর এশিয়া কাপে (Asia Cup 2022) শেষবার ভারতকে হারিয়েছিলো পাকিস্তান। শেষ তিন বছরে এরপর আরও ছয়বার সম্মুখসমরে নেমেছে দুই দল। ৫ বার শেষ হাসি ‘মেন ইন ব্লু’র। ১টি ম্যাচ থেমেছে অমীমাংসিত। ভারতের এই একপেশে দাপটে জৌলুস হারাচ্ছে দুই পড়শি দেশের লড়াই, মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Read More: ধোপে টিকলো না পাকিস্তানের অভিযোগ, ‘হ্যান্ডশেক’ বিতর্কে ভারতেরই পাশে জয় শাহ’র আইসিসি !!
পাকিস্তানকে কটাক্ষ সৌরভের-

ভারতের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করতে নেমে ধস নেমেছিলো পাক টপ-অর্ডারে। সাইম আইয়ুব (Saim Ayub), ফখর জামানরা রান পান নি। হতাশ করেন অধিনায়ক সলমন আলি আঘা। মিডল অর্ডারে হাসান নওয়াজ, ফাহিম আশরাফদেরও বাইশ গজে খুব একটা সাবলীল মনে হয় নি। সাহিবজাদা ফারহানের মন্থর ৪০ আর টেল-এন্ডার শাহীন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) সাহসী ৩৩* কোনোক্রমে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিয়েছিলো পাকিস্তানকে। ব্যাটিং বিপর্যয়ের পর বল হাতেও আহামরি কিছু করে উঠতে পারে নি তারা। ম্যাচটা যে তারা হারতে চলেছে তা স্পষ্ট হয়ে পড়েছিলো সবুজ জার্সিধারী ক্রিকেটারদের শরীরী ভাষাতেই। ‘অতি সাধারণ’ পাকিস্তানকে আর টিম ইন্ডিয়ার ‘প্রতিন্দ্বন্দ্বী’ বলে মনে করতেই নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোমবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পড়শি দেশকে রীতিমত কটাক্ষই করেন তিনি।
“পাকিস্তান দল এখনও আর প্রতিদ্বন্দ্বীতা করতে পারে না। আমি ১৫ ওভারের পর আর ম্যাচ (ভারত-পাক) দেখি নি। বরং চোখ রেখেছিলাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দেখার বদলে আমি ভারতকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এমনকি আফগানিস্তানের বিপক্ষেও খেলতে দেখতে চাইব,” বলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। রবিবারের খেলায় ‘হ্যান্ডশেক’ করে নি দুই শিবির। তা নিয়ে চলছে বিতর্ক। সেই বিষয়ে সৌরভ (Sourav Ganguly) জানান, “এই নিয়ে সূর্যকুমার যাদবকেই প্রশ্ন করতে হবে আপনাদের।” সূর্যের মতামত জানার পর মহারাজ বলেন, “তাহলে তো হয়েই গেলো। সবার নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে।” পহলগাম হামলার প্রসঙ্গে টেনে এরপর তাঁর সংযোজন, “সন্ত্রাস বন্ধ করতেই হবে। শুধু ভারত-পাকিস্তানের ক্ষেত্রেই নয়। গোটা বিশ্বে। খেলা বন্ধ হতে পারে না। তবে সন্ত্রাস থামাতেই হবে।”
পাকিস্তানের অনুরোধ রাখলো না ICC-

ভারতীয় ক্রিকেটাররা করমর্দন না করায় ক্ষুব্ধ পাক শিবির। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এসিসি’র কাছে অভিযোগপত্র’ও দাখিল করেছিলেন পাক দলের ম্যানেজার নভীদ আক্রম চীমা। পিসিবি কাঠগড়ায় তুলেছিলো ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে (Andy Pycroft)। তিনিই নাকি খেলা শুরুর আগে পাক অধিনায়ককে জানিয়েছিলেন যে সূর্যের সাথে ‘হ্যান্ডশেক’ করার প্রয়োজন নেই। এশিয়া কাপের (Asia Cup 2025) বাকি অংশ থেকে পাইক্রফটকে সরিয়ে না দিলে টুর্নামেন্ট বয়কট করবে পাকিস্তান, আইসিসি’কে এক চিঠিতে জানায় পিসিবি। তবে সেই হুমকিতে বিশেষ কাজ হয় নি। পাইক্রফটকে সরাচ্ছে না কেন্দ্রীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। “গতকাল রাতে পিসিবি’কে তাদের চিঠির উত্তর দেওয়া হয়েছে। নাকচ হয়েছে তাদের আবেদন,” PTI-কে জানিয়েছেন এক আইসিসি সূত্র।