Asia Cup

Asia Cup 2025: গ্রুপ পর্বে পাকিস্তানকে হারাতে বিশেষ ঘাম ঝরাতে হয় নি টিম ইন্ডিয়াকে। ২৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিলো তারা। আজ সুপার ফোরের ম্যাচে খানিক লড়াই উপহার দিয়েছে প্রতিবেশী দেশ। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। সাহিবজাদা ফারহানের অর্ধশতক, মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ’দের ক্যামিও’র সৌজন্যে ২০ ওভারে ১৭১ রান স্কোরবোর্ডে তুলতে পেরেছে পাক শিবির। জবাবে ব্যাট করতে নেমে ভারত অবশ্য শুরু করেছিলো ধুন্ধুমার মেজাজে। দুই ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুভমান গিলের (Shubman Gill) আক্রমণের মুখে পড়ে একটা সময় রীতিমত দিশাহারা দেখাচ্ছিলো পাকিস্তানের বোলারদের। নবম ওভারে শতক’ও ছুঁয়ে ফেলে ‘মেন ইন ব্লু।’ অবশেষে দশম ওভারে সাফল্যের মুখ দেখে সলমন আলি আঘার দল। ২৭ বলে ৪৮ করে আউট হন শুভমান।

Read More: Asia Cup 2025: অভিষেকের আক্রমণে দিশাহারা হারিস, মেজাজ হারিয়ে জড়িয়ে পড়লেন বাগ্‌বিতণ্ডায় !!

সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম ম্যাচটিতে ২০ করে অপরাজিত ছিলেন শুভমান গিল (Shubman Gill)। পাকিস্তান ও ওমানের বিপক্ষে পরবর্তী দুই ম্যাচে রান পান নি তিনি। টি-২০ দলে আদৌ প্রয়োজন রয়েছে তাঁকে? উঠতে শুরু করেছিলো প্রশ্ন। আজ সুপার ফোরের ম্যাচে জবাবটা যেন ব্যাট হাতেই দিলেন পাঞ্জাবের তরুণ। অভিষেক শর্মা’র সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করালেন তিনি। আজ ছক্কা হাঁকান নি শুভমান। তাঁর ব্যাট থেকে এসেছে ৮টি বাউন্ডারি। শেষমেশ আন্তর্জাতিক কুড়ি-বিশের কেরিয়ারের চতুর্থ অর্ধশতকটির থেকে ঠিক দুই রান দূরেই থামতে হলো তাঁকে। দশম ওভারে মোটেই স্বস্তিতে ছিলেন না ভারতীয় সহ-অধিনায়ক। পেশীর টানের কারণে কয়েক মুহূর্ত আগেই ফিজিওর সাহায্য নিতে হয়েছিলো তাঁকে। ফাহিম আশরাফের ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ডান হাতি ব্যাটার।

গুড লেন্থে ডেলিভারিটি রেখেছিলেন পাক অলরাউন্ডার ফাহিম (Faheem Ashraf)। দ্রুত ভিতরের দিকে এসেছিলো তা। ড্রাইভের জন্য ব্যাট বাড়িয়েছিলেন শুভমান। কিন্তু ফাঁক রয়ে গিয়েছিলো ব্যাট ও প্যাডের মধ্যে। সেই ফাঁক দিয়েই স্টাম্পে আছড়ে পড়ে বল। ভাঙে টিম ইন্ডিয়ার ১০৫ রানের ওপেনিং জুটি। শুভমান সাজঘরে ফেরার পর ক্রিজে এসেছিলেন সূর্যকুমার যাদব। ওমানের বিপক্ষে একাদশে থাকলেও ব্যাট করতেই নামেন নি ভারত অধিনায়ক। আজ কী করেন সেদিকে আগ্রহ নিয়ে তাকিয়ে ছিলেন সকলে। গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশই করলেন মুম্বইয়ের ব্যাটার। হারিস রউফকে লেগ সাইডে ফ্লিক করতে চেয়েছিলেন তিনি। কিন্তু পছন্দের শট’ই ডেকে আনে বিপদ। সঠিক সংযোগ হয় নি ব্যাট ও বলের। থার্ড ম্যানে ক্যাচ ধরতে ভুল করেন নি আবরার আহমেদ। খাতা না খুলেই ফেরেন তিনি। অল্প সময়ের ব্যবধানে দুই উইকেট হারাতে হয় ‘মেন ইন ব্লু’কে।

দেখে নিন শুভমানের উইকেটটি-

Also Read: Asia Cup 2025: অর্ধশতক সাহিবজাদার, এল-ক্লাসিকো জিততে ভারতের প্রয়োজন ১৭২ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *