Asia Cup

Asia Cup 2025: ওমানের বিরুদ্ধে আজ গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি খেলতে নেমেছে টিম ইন্ডিয়া (Team India)। আমিরশাহী ও পাকিস্তানকে হারানোর সুবাদে আগেই সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে ‘মেন ইন ব্লু।’ তাই খাতায়-কলমে এই ম্যাচ শুরুই নিয়মরক্ষার। তা সত্ত্বেও আজকের কোনো রকম গা ছাড়া মনোভাব দেখাতে রাজী নন সূর্যকুমার যাদবেরা (Suryakmar Yadav)। নক-আউট পর্ব শুরু হওয়ার আগে আজ ব্যাটিং দক্ষতা ঝালিয়ে নিতে চান, টসে জিতে জানিয়েছিলেন ভারত অধিনায়ক। ওপেনিং জুটি আজও অপরিবর্তিতই রেখেছিলেন কোচ গম্ভীর (Gautam Gambhir)। অভিষেক শর্মা’র সাথে নেমেছিলেন শুভমান গিল (Shubman Gill)। বাম হাতি তরুণ চেনা ছন্দে শুরু করলেও আজ ফের একবার ব্যর্থ শুভমান। টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক সাজঘরে ফেরেন ৫ করেই।

Read More: IND vs OMAN ASIA CUP 2025 TOSS REPORT in BENGALI: টস জিতলো ভারত, নিয়মরক্ষার ম্যাচে দলে জায়গা হলো না ২ সুপারস্টারের !!

সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ২০ করে অপরাজিত ছিলেন শুভমান (Shubman Gill)। পাকিস্তানের বিপক্ষে ১০ করে স্টাম্পড হন তিনি। আজ ‘দুর্বল’ ওমানের বিপক্ষেও এলো না বড় রান। প্রথম ওভারে শাকিল আহমেদকে একটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ওভারেই ফিরতে হয় তাঁকে। শাহ ফয়জলের (Shah Faisal) ফুল লেন্থ ডেলিভারিতে ড্রাইভ মারতে গিয়েছিলেন ভারতীয় তারকা। কিন্তু ভুল করে বসেন তিনি। ব্যাটের ভিতরের দিকে লেগে বল আছড়ে পড়ে অফস্টাম্পে। মাত্র ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় ‘মেন ইন ব্লু।’ গত এক বছরে অধিকাংশ টি-২০ ম্যাচেই ভারতের হয়ে ওপেন করেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এশিয়া কাপে (Asia Cup 2025) তাঁকে সরিয়ে জায়গা করে দেওয়া হয়েছিলো শুভমানকে। কিন্তু তাঁর লাগাতার ব্যর্থতা নিঃসন্দেহে প্রশ্ন তুলে দিয়েছে কোচ গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় রীতিমত তোপের মুখে পড়তে হয়েছে শুভমান’কে (Shubman Gill)। ‘হাইওয়ে পিচ না হলে উনি রান করতে পারেন না,’ কটাক্ষ করেছেন একজন। ‘এ কেমন প্রিন্স যে অধিকাংশ ম্যাচেই রান করতে পারে না?’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আরও একজন। ‘এরপরও ওপেনিং-এ শুভমানকে কেন বয়ে বেড়ানো হবে? কোচ গম্ভীরের পছন্দের পাত্র বলে?’ লিখেছেন অন্য এক ক্রিকেটপ্রেমী। ’২১ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে ফের ম্যাচ রয়েছে। সেখানেও নিশ্চয়ই ডোবাবে শুভমান,’ তরুণ ওপেনারের সাম্প্রতিক ফর্মের দিকে তাকিয়ে আশাবাদী হতে পারছেন না আরও এক টিম ইন্ডিয়া সমর্থক।  উঠেছে তাঁকে বাদ দেওয়ার দাবীও। ‘সঞ্জুকেই ফেরানো হোক ওপেনিং। শুভমানের জায়গা রিজার্ভ বেঞ্চ,’ মন্তব্য এক ‘বিরক্ত’ নেটনাগরিকের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: নিয়ম ভাঙায় ICC’এর কড়া পদক্ষেপ, এশিয়া কাপ থেকে নিষিদ্ধ হতে চলেছে পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *