Asia Cup

Asia Cup 2025: পহলগাম সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। আদৌ পড়শি দেশের বিরুদ্ধে মাঠে নামা উচিৎ কিনা তা নিয়ে তরজার মাঝেই চলছে ক্রিকেটীয় দ্বৈরথ। দুবাইয়ের মাঠে প্রথম টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha)। বুমরাহ-কুলদীপ-অক্ষরদের বিরুদ্ধে একটা সময় বেশ অসহায় দেখাচ্ছিলো তাঁর দলকে। শেষমেশ সাহিবজাদা ফারহানের ৪০ ও শাহীন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) ১৬ বলে ৩৩ রানের ঝোড়ো ক্যামিও’র সুবাদে ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৭ রান স্কোরবোর্ডে তুলেছে তারা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দ্রুরগতিতে করেছিলো ‘মেন ইন ব্লু।’ কিন্তু বেশীক্ষণ চাপ ধরে রাখতে পারলো না তারাও। সাইম আইয়ুবের শিকার হয়ে সাজঘরে ফিরতে হলো শুভমান গিল’কে (Shubman Gill)।

Read More: Asia Cup 2025:  পাক ব্যাটিংয়ে কাঁপুনি ধরালেন কুলদীপ-অক্ষর, ১২৭ রানেই থামলো ইনিংস !!

গত এক বছরে টি-২০তে টিম ইন্ডিয়ার (Team India) নিয়মিত ওপেনার ছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্তু আইপিএল ও সাম্প্রতিক ইংল্যান্ড সফরের ফর্মের নিরিখে এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ফেরানো হয়েছে শুভমান গিল’কে। সঞ্জু’কে সরিয়ে তাঁকেই ‘উপহার’ দেওয়া হয়েছে ওপেনিং স্লট। কিন্তু টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান আজ বাইশ গজে দিতে পারলেন না তিনি। পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) দ্বিতীয় ওভারের চতুর্থ ও পঞ্চম ডেলিভারিতে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে আশা জাগিয়েছিলেন অনুরাগীদের মনে। কিন্তু শেষ ডেলিভারিটিতে ভুল করে বসেন ভারতীয় সহ-অধিনায়ক। রক্ষণাত্মক শট খেলতে চেয়েছিলেন শুভমান (Shubman Gill)। কিন্তু শেষ মুহূর্তে কাঁটা বদলায় সাইম আইয়ুবের (Saim Ayub) ক্যারম বল। হতভম্ব ভারতীয় তারকার ব্যাটের পাশ দিয়ে গিয়ে তা জমা পড়ে পাক উইকেটরক্ষকের দস্তানায়। স্টাম্প করতে ভুল করেন নি মহম্মদ হারিস।

ভালো খেলার পরেও সঞ্জু’কে (Sanju Samson) সরতে হওয়ায় এমনিতেই ক্ষুব্ধ নেটদুনিয়ার একাংশ। আজ এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচে শুভমান (Shubman Gill) ৭ বলে ১০ করে আউট হওয়ায় সেই ক্ষোভ যেন বেড়ে গিয়েছে আরও কয়েক গুণ। ‘কি দরকার ছিলো ওপেনিং জুটি বদলানোর?’ প্রশ্ন তুলেছেন একজন। ‘আজ অবধি বড় মঞ্চে সাফল্য পেতে দেখা গেলো না ওকে,’ বিরক্তি স্পষ্ট আরেকজনের ট্যুইটে। ‘মর্যাদার লড়াইতে আরও একবার ব্যর্থ শুভমান। এরপরও ওকে কেন্দ্রে রেখে কি করে ভবিষ্যতের ভারতীয় দল কল্পনা করা হবে?’ চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন অন্য এক ক্রিকেটপ্রেমী। ‘এই ম্যাচে ১০ উইকেটের ব্যবধানে জেতাটাই পহলগামের ঘটনার যোগ্য জবাব হতে পারত। কিন্তু তা আর হলো না,’ জমা পড়েছে আক্ষেপ’ও। কেউ কেউ পাশেও দাঁড়িয়েছেন শুভমানের। ‘দুর্ভাগ্যের শিকার ও,’ লিখেছেন ট্যুইটারে।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs PAK: “কি করতে খেলে ওরা ?…” ভারতের সামনে ১২৭ রানে থমকে গেল পাকিস্তানের ব্যাটিং, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *