shoaib-on-how-pakistan-can-beat-india-in-asia-cup-final

এশিয়া কাপের (Asia Cup 2025) গত ১৬ সংস্করণের মধ্যে ভারত জিতেছে ৮টি। দুইবার সেরার শিরোপা জিতেছে পাকিস্তান’ও। কিন্তু কখনই খেতাবী দ্বৈরথে মুখোমুখি হয় নি উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ক্রিকেটপ্রেমীদের সেই আক্ষেপ মিটতে চলেছে এইবার। সুপার ফোরে পরপর দুই ম্যাচ জিতে বুধবারই ফাইনালের টিকিট নিশ্চিত করে নিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ পাকিস্তান শুরুতে খানিক ধাক্কা খেয়েছিলো ঠিকই। কিন্তু দ্রুত ঘুরে দাঁড়িয়েছে তারা। শ্রীলঙ্কা আর বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পা রেখেছে সলমন আলি আঘা’র (Salman Ali Agha) দল। ভারত-পাক ক্রিকেটীয় যুদ্ধ ঘিরে সবসময়ই তুঙ্গে থাকে উত্তেজনা। এবার পহলগাম সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের কারণে সেই প্রতিদ্বন্দ্বীতায় লেগেছে রাজনীতির রঙ’ও। ধিকি ধিকি জ্বলতে থাকা আগুন রবিবারের ফাইনালে দাবানল হয়ে ওঠে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

Read More: IND vs WI টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা পেসার, চিন্তায় দল !!

পাকিস্তানকে পরামর্শ দিলেন শোয়েব-

IND vs PAK | Asia Cup 2025 | Image: Getty Images
IND vs PAK | Asia Cup 2025 | Image: Getty Images

এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) এর মধ্যেই দুইবার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান (IND vs PAK)। মাঠের লড়াইতে একপেশে দাপটই দেখিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), অভিষেক শর্মা’রা। গ্রুপ পর্বে তাঁরা জিতেছিলেন ৭ উইকেটের ব্যবধানে আর সুপার ফোরে জয়ের ব্যবধান ছিলো ৬ উইকেট। মাঠের বাইরের লড়াইতে অবশ্য চলেছে সেয়ানে সেয়ানে টক্কর। ১৪ তারিখ খেলার শেষে পাক ক্রিকেটারদের সাথে হাত মেলান নি ভারতীয় তারকারা। পহলগামে পাক-মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হানায় নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতেই এই সিদ্ধান্ত, স্পষ্ট জানিয়েছিলেন সূর্যকুমার যাদব। এরপর অভিযোগ-পাল্টা অভিযোগ, বিতর্কিত অঙ্গভঙ্গি বা সেলিব্রেশন-অনেক কিছুই ঘটে গিয়েছে এশিয়া কাপের (Asia Cup 2025) আঙিনায়। যা অন্ধকার বাড়িয়েছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে।

টিম ইন্ডিয়াকে শেষ জবাব’টা পাকিস্তান দল মাঠেই দিক, চান শোয়েব আখতার (Shoaib Akhtar)। গেম অন হ্যায় নামে একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। মেগা ফাইনালের আগে সলমন আলি আঘা’র দল’কে তাঁর পরামর্শ, “পাকিস্তানের উচিৎ ভারতের ইগোকে হত্যা করা। পাকিস্তানের এই একই মানসিকতা নিয়ে মাঠে নামা উচিৎ। সাফল্যের জন্য ঝাঁপাও, ভারতকে বুঝিয়ে দাও তোমরা কী দিয়ে তৈরি। ভারত যেন বুঝতে পারে যে তারা সমস্যায় রয়েছে।” গতকাল বাংলাদেশের বিরুদ্ধে জেতার জন্য পাকিস্তান (PAK vs BAN) দলকে শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব। “আজ পাকিস্তান দল ক্ষুধার্ত ছিলো। সবকিছুর জন্য খেলোয়াড়রা লড়াই করছিলেন। ফাইনালে ভারতকে হারাতে হলে আমাদের মধ্যে সেই লড়াইটা বজায় রাখতে হবে।”

ট্রফিজয়ের গেমপ্ল্যান তৈরি শোয়েবের-

PAK vs BAN | Asia Cup 2025 | Image: Getty Images
PAK vs BAN | Asia Cup 2025 | Image: Getty Images

এই মুহূর্তে ভারতীয় ব্যাটিং বড় বেশী অভিষেক শর্মা (Abhishek Sharma) নির্ভর, মনে করছেন শোয়েব। তাঁকে ফেরালেই ম্যাচ ছিনিয়ে নিতে পারে পাকিস্তান, জানিয়ে দিয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেছেন, “আমার কথা মিলিয়ে নেবেন, যদি অভিষেক শর্মা প্রথম দুই ওভারের মধ্যেই আউট হয়…যেভাবে ওরা (ভারত) শুরু করছে…ওরা সমস্যায় পড়বে অভিষেক দ্রুত আউট হলে। অভিষেকের টাইমিং-এ ভুল হবে না, তেমনটা নয়। ও ঠিকই ভুল করবে। আপনাকে জয়ের জন্য ঝাঁপাতে হবে। যদি পাকিস্তান শুরু থেকেই আক্রমণের পথে হাঁটে তাহলে ভারতও বুঝে যাবে যে প্রত্যেকটা রানের জন্য ওদের লড়াই করতে হবে।” ফাইনালে সেরা ক্রিকেটটাই খেলবে পাকিস্তান, টিম ইন্ডিয়াকে (Team India) কার্যত হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন শোয়েব।

Also Read: PAK vs BAN Asia Cup 2025: “এদের কোনো যোগ্যতা নেই…” এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশ, সোশ্যাল মিডিয়ায় ট্রলের বন্যা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *