Asia Cup 2025: গ্রুপ পর্ব ও সুপার ফোরের খেলায় ভারতের বিরুদ্ধে কোনো রকম প্রতিরোধই গড়ে তুলতে পারে নি পাকিস্তান। একপেশে ম্যাচে হাসতে হাসতে জিতেছিলেন সূর্যকুমাররা। কিন্তু এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে দেখা গেলো খানিক ভিন্ন ছবি। শেষ ওভার অবধি টিম ইন্ডিয়াকে অপেক্ষা করালো সবুজ জার্সিধারীরা। একটা সময় ‘অঘটন’-এর আশঙ্কাও জাঁকিয়ে বসেছিলো ভারতীয় সমর্থকদের মনে। শেষমেশ অবশ্য তা হয় নি। স্নায়ুর চাপ সামলে ‘মেন ইন ব্লু’কে বৈতরণী পার করান তিলক বর্মা (Tilak Varma)। খেলেন ৫৩ বলে ৬৯* রানের অসামান্য ইনিংস। পিছিয়ে থেকেই রবিবার মাঠে নেমেছিলো পাকিস্তান। কিন্তু তা সত্ত্বেও জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলো তারা। সাফল্যের সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ শোয়েব আখতার (Shoaib Akhtar)। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস ব্যর্থতার দায় চাপালেন কোচ ও অধিনায়কের কাঁধে।
Read More: Asia Cup 2025 Awards: অভিষেক থেকে কুলদীপ, টুর্নামেন্টের সেরার তালিকায় ভারতের দাপট !!
কোচের বিরুদ্ধে তোপ শোয়েবের-

ভারতকে হারিয়ে কেন এশিয়া কাপ (Asia Cup 2025) জিততে পারলো না পাকিস্তান? শোয়েব আখতার (Shoaib Akhtar) দায়ী করছেন কোচ মাইক হেসনের (Mike Hesson) গেমপ্ল্যানের ভুলত্রুটিকেই। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাডের স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে গতকাল হাজির ছিলেন তিনি। ম্যাচ শেষে জানান, “এটা ম্যানেজমেন্টের ভুল চিন্তাভাবনার ফলাফল। আমি নির্বোধের মত কোচিং-এর কথা বলছি। কঠিন ভাষায় কথা বলছি-তার জন্য আমায় ক্ষমা করে দেবেন। কিন্তু এটা সত্যিই নির্বোধের মত কোচিং।” কোথায় কোথায় ‘ভুল’ করেছেন কিউই কোচ? সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন শোয়েব। “ম্যাচ উইনার হাসান নওয়াজ সুযোগ পায় নি। সলমন মির্জা’কে খেলানো হয় নি। এই জন্যই বিষয়টি বেশ কঠিন হয়ে গিয়েছিলো। আমরা খুবই হতাশ। খুব খারাপ লাগছে। সুপার সান ডে ছিলো। গোটা দেশের নজর ছিলো (এই ম্যাচের দিকে)।”
একটা সময় ১ উইকেটের বিনিময়ে ১১৩ রান ছিলো পাকিস্তানের স্কোরবোর্ডে। মাত্র ৩৩ রানের মধ্যে শেষ ৯ উইকেট খোয়ায় তারা। দুই ওপেনার সাহিবজাদা ফারহান (৫৮), ফখর জামান (৪৬) ও তিনে নামা সাইম আইয়ুব (১৪) ছাড়া দশের গণ্ডীও পেরোতে পারেন নি কেউই। ব্যাটিং ব্যর্থতার বিরুদ্ধেও সরব হয়েছেন শোয়েব (Shoaib Akhtar)। বলেন, “আমাদের মিডল অর্ডারে সমস্যা রয়েছে। আমিও এটা জানি আর আপনারাও জানেন। বারবারই আমরা বলে এসেছি যে মাঝের তিন জন’কে নিয়ে সমস্যা হচ্ছে। মহম্মদ নওয়াজের থেকে যদি বেশী কিছু আশা কর হয় অথবা শাহীন শাহ আফ্রিদি বা ফাহিম আশরাফ’কে আগে ব্যাট করতে হয় তাহলে প্রশ্ন থেকেই যায়। ১৭৫ পেরোতে আপনি আশা করে থাকেন যে লোয়ার অর্ডার ৫০ রান যোগ করবে-সত্যিই প্রচুর ভুলভ্রান্তি হয়েছে। প্রচুর ভুল পদক্ষেপ নিয়েছে (পাকিস্তান দল)।”
আঙুল তুললেন সলমনের দিকেও-

অধিনায়ক সলমন আলি আঘা’র বিরুদ্ধেও তোপ দেগেছেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। “নেতৃত্ব নিয়েও প্রশ্ন থাকবে। বোলিং পরিবর্তন-যখন ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে সমস্যায় পড়ছেন, তখন কোনো প্রয়োজন ছিলো না হারিস রউফ’কে নিয়ে আসার। ও এক ওভারে ১৭ রান খরচ করে। যেটার আদতে কোনো দরকারই ছিলো না। অনেক কারণ রয়েছে হারের। কিন্তু ঠিকই আছে,” রীতিমত হতাশ শুনিয়েছে পাক প্রাক্তনীকে। সম্প্রচারকারী সংস্থা সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিশ্লেষক প্যানেলে ছিলেন ওয়াসিম আক্রম। সলমনের পারফর্ম্যান্স হতাশ করেছে তাঁকেও। ‘সুলতান অফ স্যুইং’ জানান, “পাকিস্তান অধিনায়ক প্রচুর ভুলভ্রান্তি করেছে। বিশেষ করে বোলিং পরিবর্তনের ক্ষেত্রে। হারিস রউফ ১৫ (১৭) রান খরচ করলো। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে ও রান খরচে সিদ্ধহস্ত। বিশেষত ভারতের বিরুদ্ধে। একা আমি নয়, গোটা দেশ ওর সমালোচনা করছে।”
Also Read: Asia Cup 2025: পাকিস্তানের ‘প্লেন’ মাটিতে নামালো টিম ইন্ডিয়া, তিলকের দুর্ধর্ষ ব্যাটিংয়ে এশিয়া কাপ সূর্যকুমারদের !!