Asia Cup

Asia Cup 2025: সংযুক্ত আরব আমিরশাহী বা পাকিস্তান যা পারে নি তাই আজ আবু ধাবির বাইশ গজে করে দেখালো ওমান। খাতায়-কলমে গ্রুপ-এ’র সবচেয়ে দুর্বল দল ছিলো তারাই। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে এশিয়া কাপে (Asia Cup 2025) কঠিন পরীক্ষার মুখে ফেললেন যতীন্দর সিং, আমির কালীমরাই। টসে জিতে আজ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষানিরীক্ষা চালান কোচ গম্ভীর। শুভমান, হার্দিক, শিবমরা ব্যর্থ হলেও কার্যকরী ইনিংস খেলেন অভিষেক শর্মা, তিলক বর্মা’রা। সর্বোচ্চ স্কোর সঞ্জু স্যামসনের (Sanju Samson)। তিন নম্বরে নেমে অর্ধশতক করেন তিনি। ১৮৮-এ থামে ভারত। জবাবে সবাইকে অবাক করে ১৬৭ তুলে ফেলে ওমান’ও। শেষমেশ ২১ রানে টিম ইন্ডিয়া জিতলেও আজ ক্রিকেটজনতার হৃদয় জিতেছে মধ্যপ্রাচ্যের অ্যাসোসিয়েট দেশই।

Read More: Asia Cup 2025: দুর্বল ওমানের বিরুদ্ধে কোনোক্রমে জয় ভারতের, সুপার ফোর পর্বের আগে বাড়লো দুশ্চিন্তা !!

মাসখানেক আগেও ভারতীয় টি-২০ দলে ওপেনিং স্লটে জায়গা পাকা ছিলো সঞ্জু স্যামসনের (Sanju Samson)। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসের সূচনা করতে নেমে তিনটি শতরানও করেছিলেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু এশিয়া কাপে (Asia Cup 2025) পছন্দের জায়গা ছাড়তে হয়েছে তাঁকে। ওপেনিং-এ অভিষেক শর্মার সঙ্গী হিসেবে ভারত বেছে নিয়েছে শুভমান গিল’কে (Shubman Gill)। গত দু’টি ম্যাচে প্রথম একাদশে থাকলেও তাই ব্যাট হাতে নামার সুযোগ আসে নি সঞ্জুর সামনে। আজ ভাগ্যে শিকে ছেঁড়ে তাঁর। তিনি যে প্রস্তুত তা আবু ধাবির বাইশ গজে প্রমাণ করে দিয়েছেন কেরলের ক্রিকেটার। পরিস্থিতি বুঝে ব্যাটিং করেন তিনি। প্রথমে খানিক সময় নেন ক্রিজে থিতু হতে। তারপর হাত খুলতে দেখা যায় তাঁকে। শেষমেশ ৪৫ বলে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে করেন ৫৬।

সঞ্জু’র (Sanju Samson) ইনিংসটিই তফাৎ গড়ে দিলো আজ। তাই ম্যাচের সেরাও তিনি। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বেশ আত্মবিশ্বাসী শোনালো তাঁকে। বলেন, “প্রচণ্ড আর্দ্রতা ছিলো, গরমও ছিলো খুব। আমি নিজের ফিটনেস নিয়ে খাটছি গত কয়েক সপ্তাহ। আমাদের দলে নতুন ট্রেনার (আদ্রিয়ান লে রু) যোগ দিয়েছেন। ব্রঙ্কো টেস্টও দিয়েছি। আজ যে মাঠে নেমে কিছুক্ষণ সময় কাটাতে পারলাম তাতে আমি খুশি।” প্রতিপক্ষ ক্রিকেটারদের প্রশংসাও করেছেন সঞ্জু। জানান, “ওরা (ওমান) সত্যিই ভালো বোলিং করেছে। ওমানকে কৃতিত্ব দিতেই হবে। পাওয়ার-প্লেতেও ভালো বোলিং করেছে। দারুণ স্যুইং করাচ্ছিলো।” যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাস খোয়াতে চান না ভারতীয় তারকা। বলেছেন, “আমি নিজের উপর ভরসা রাখি। ইতিবাচক থাকার চেষ্টা করি। দেশের হয়ে ব্যাট আছে যে কোনো অবদান রাখতে পারলেই সেটাকে ইতিবাচক ভাবে গ্রহণ করা উচিৎ।”   

Also Read: IND vs OMAN ASIA CUP 2025 HIGHLIGHTS: ওমানকে হারিয়ে গ্রুপ শীর্ষে টিম ইন্ডিয়া, সুপার ফোরের আগে দুরন্ত জয় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *