Asia Cup 2025: এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। জমজমাট লড়াইতে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। মহাদেশীয় মেগা টুর্নামেন্টে এর আগের প্রায় প্রত্যেকটি ম্যাচেই পাওয়ার-প্লে’তে ভারতীয় দল’কে উইকেট এনে দিয়েছেন বোলাররা। কিন্তু আজ সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ও ফখর জামানের (Fakhar Zaman) দাপটে বেশ ব্যাকফুটেই দেখাচ্ছিলো তাঁদের। বারবার অনুভূত হচ্ছিলো হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি। উইকেটের জন্য হাপিত্যেশ করে থাকা টিম ইন্ডিয়ার সামনে হঠাৎ’ই সুযোগ চলে আসে নবম ওভারে। ক্যাচ তুলে ছিলেন কুলদীপের ঘূর্ণিতে দিশা হারিয়ে বসা ফখর জামান। কিন্তু স্টাম্পের পিছনে সেই বল দস্তানাবন্দী করতে ব্যর্থ হন সঞ্জু স্যামসন (Sanju Samson)। আরও একবার ভারতীয় শিবিরে জাঁকিয়ে বসে হতাশা।
Read More: পাকিস্তানের বিপক্ষে ফাইনালে আউট ছিলেন না সূর্যকুমার, সামনে এলো চাঞ্চল্যকর ভিডিও !!
কুলদীপের (Kuldeep Yadav) বিরুদ্ধে স্টেপ-আউট করেছিলেন ফখর জামান (Fakhar Zaman)। কিন্তু ভারতীয় স্পিনার লেন্থের হেরফের ঘটানোয় বড় শট আর মারতে পারেন নি তিনি। বরং চেষ্টা করেন রক্ষণাত্মক ভঙ্গিতে তাঁর মোকাবিলা করার। তাতেও পুরোপুরি সক্ষম হন নি পাক ওপেনার। তাঁর ব্যাট স্পর্শ করে নি বল। সরাসরি প্যাড ছুঁয়ে সঞ্জুর (Sanju Samson) মাথার উপর দিয়ে চলে যায় তা। যদি সঠিক সময় হাত উপরের দিকে তুলতে পারতেন ভারতীয় উইকেটরক্ষক তাহলে হয়ত তা দস্তানাবন্দী করা যেত। এরপর তাঁর হাতে যথেষ্ট সময়ও থাকত ফখরকে (Fakhar Zaman) স্টাম্পড করার। কিন্তু এত দ্রুত ব্যাপারটি ঘটে যায় যে প্রতিক্রিয়া দেওয়ার সময়টুকুও পান নি কেরলের তারকা। সঞ্জু বল ধরতে ব্যর্থ হওয়ায় দৌড়ে একটি রান নেন দুই পাক ওপেনার। লেগ বাইয়ের ইশারা করেন আম্পায়ার।
উইকেটের জন্য অবশ্য এরপর বেশীক্ষণ অপেক্ষা করতে হয় নি ‘মেন ইন ব্লু।’ দশম ওভারেই সাহিবজাদা ফারহানকে (Sahibzada Farhan) ফেরান বরুণ চক্রবর্তী। মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে তিলক বর্মা’র হাতে ধরা পড়েন তিনি। তারপর সাইম আইয়ুবের (Saim Ayub) সাথে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ফখর জামান। কিন্তু কুলদীপ ও বরুণ তাঁদের সাজঘরে ফেরানোর পর ধস নামে পাকিস্তান ইনিংসে। সলমন আলি আঘা, হুসেইন তালাত, মহম্মদ হারিসরা বিশেষ সুবিধা করতে পারেন নি ভারতীয় বোলিং-এর বিরুদ্ধে। মাত্র ৩৩ রানের মধ্যে শেষ নয় উইকেট হারায় পাকিস্তান। একটা সময় তাদের স্কোরবোর্ডে ১ উইকেটের বিনিময়ে ছিলো ১১৩ রান। সেখান থেকে ১৪৬-এই অল-আউট হয় তারা। সম্পূর্ণ ২০ ওভারও খেলতে পারে নি পাক বাহিনী। থামে ১৯.১ ওভারেই।
দেখে নিন ভিডিও-
कुलदीप यादव को ये विकेट मिलना चाहिए था,#INDvsPAK pic.twitter.com/dI4Aywg5H4
— ANIL (@AnilYadavmedia1) September 28, 2025
Also Read: Asia Cup 2025: ফাইনালে ‘ফ্লপ’ অভিষেক, ইনিংসের শুরুতেই সাজঘরে ফিরলেন ভারতীয় ওপেনার !!