asia-cup-saim-will-smash-bumrah-says-tanvir

Asia Cup 2025: গতকাল সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ (Asia Cup 2025) অভিযান শুরু করলো টিম ইন্ডিয়া। দুবাইয়ের মাঠে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রতিপক্ষকে মাত্র ৫৭ রানে গুটিয়ে দেন ভারতীয় বোলাররা। ৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ৪ রানের বিনিময়ে ৩টি সাফল্য জমা পড়ে শিবম দুবের ঝুলিতে। রান তাড়া করতে নেমে ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুভমান গিল। ৪.৩ ওভারে মাত্র ১ উইকেট খুইয়েই লক্ষ্যে পৌঁছে যায় ‘মেন ইন ব্লু।’ ৯ উইকেটে জয়ের পর তাদের নেট রান রেট এখন +১০.৪৮৩। আমিরশাহী বধের পর ভারতের ফোকাসে এখন পাকিস্তান (IND vs PAK)। আগামী ১৪ তারিখ দুবাইতেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ক্রিকেটের এল-ক্লাসিকো ঘিরে এখন থেকেই তুঙ্গে উত্তেজনা।

Read More: IND vs PAK: পাকিস্তানের বিপক্ষে একাদশ থেকে বাদ সঞ্জু, নিশ্চিত করলেন ক্যাপ্টেন সূর্যকুমার !!

বুমরাহকে কটাক্ষ তনবীর আহমেদের-

Jasprit Bumrah | Asia Cup 2025 | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

২০২২-এর এশিয়া কাপে (Asia Cup 2022) শেষবার ভারতকে হারাতে পেরেছিলো পাকিস্তান। তারপর থেকেই পড়শি দেশের বিরুদ্ধে কার্যত একচ্ছত্র দাপট দেখিয়ে এসেছে ‘মেন ইন ব্লু।’ ২০২৩-এর এশিয়া কাপে (Asia Cup 2023) গ্রুপ পর্বের একটি ম্যাচ ভেস্তে গিয়েছিলো বৃষ্টির কারণে। তাছাড়া যখনই দেখা হয়েছে দুই শিবিরের, শেষ হাসি হেসেছেন নীল জার্সিধারীরাই। ওয়ান ডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়তে হয়েছে পাক বাহিনীকে। ফর্মের বিচারে ১৪ তারিখের ম্যাচেও এগিয়ে থেকেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সম্প্রতি টি-২০ সিরিজ জিতেছে পাকিস্তান। আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও বাজিমাত করেছে তারা। কিন্তু তা সত্ত্বেও ছন্দে থাকা ভারতের মোকাবিলা করা কঠিন হবে সলমন আলি আঘা’র দলের পক্ষে, মত বিশেষজ্ঞমহলের।

অধিকাংশ ক্রিকেটবোদ্ধাই রবিবারের ম্যাচে (IND vs PAK) ভারত’কে ‘ফেভারিট’ বেছে নিয়েছেন। কিন্তু তাঁদের সাথে একমত নন পাক প্রাক্তনী তনবীর আহমেদ (Tanvir Ahmed)। মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে জায়গা করে নেন তিনি। এশিয়া কাপের (Asia Cup 2025) ‘এক-ক্লাসিকো’র আগেও ব্যতিক্রম ঘটে নি তার। টিম ইন্ডিয়ার সেরা পেস অস্ত্র জসপ্রীত বুমরাহ’কে নিয়ে ছেলেখেলা করবেন ‘মেন ইন গ্রিন’ ব্যাটাররা, ভবিষ্যদ্বাণী করেছেন তনবীর। “বুমরাহ’কে ছয় ছক্কা হাঁকাবে সাইম আইয়ুব,” বলতে শোনা গিয়েছে তাঁকে। সাইম’কে নিয়ে আশাবাদী শোয়েব আখতার’ও। “ভারত-পাক ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক হবে ও,” জানিয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। টি-২০তে অলরাউন্ডারদের বিশ্বর‍্যাঙ্কিং-এ এক নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁকেও খোঁচা দিয়েছেন তনবীর। বলেছেন, “মহম্মদ নওয়াজ আদতে হার্দিক পান্ডিয়ার থেকে বড় অলরাউন্ডার।”

মুখিয়ে রয়েছে ভারত, জানালেন সূর্যকুমার-

Suryakumar Lauds Teammates After Win vs UAE | Image: Twitter
Suryakumar Lauds Teammates After Win vs UAE | Image: Twitter

৯৩ বল বাকি থাকতেই গতকাল ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে বোলিং নেওয়ার আদৌ প্রয়োজন ছিলো কিনা তা নিয়ে খেলা শেষে প্রশ্নের মুখে পড়তে হয়েছিলো অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। নিজের সিদ্ধান্তের স্বপক্ষে মুখ খুলেছেন তিনি। জানান, “আমরা দেখতে চেয়েছিলাম যে বাইশ গজ কেমন আচরণ করছে। দ্বিতীয় ইনিংসেও তার চরিত্র বিশেষ বদলায় নি।” দাপুটে জয়ের কৃতিত্ব সতীর্থদের দিয়েছেন তিনি। বলেন, “এখানে প্রচণ্ড গরম। তার মধ্যেও কুলদীপ দারুণ পারফর্ম করেছে। ওকে সাহায্য করেছে হার্দিক (পান্ডিয়া), (শিবম) দুবে ও (জসপ্রীত) বুমরাহ।” তারিফ করেছেন অভিষেক শর্মারও। “পরিস্থিতি যাই হোক না কেন, আমরা ৫০ তাড়া করি বা ২০০-ওই ম্যাচের সুর বেঁধে দেয়। ও অবিশ্বাস্য,” বলতে শোনা গিয়েছে তাঁকে। পাকিস্তানকে নিয়ে ভাবনা শুরু করে দিয়েছেন তিনি। “সবাই মুখিয়ে রয়েছে ঐ ম্যাচের জন্য,” স্বীকারোক্তি সূর্যের।

Also Read: Asia Cup 2025: গুঁড়িয়ে গেলো আমিরশাহী, ৯ উইকেটে জিতে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *