জয় দিয়েই গতকাল এশিয়া কাপ (Asia Cup 2025) অভিযান শুরু করলো টিম ইন্ডিয়া। গ্রুপ-এ’র প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গুঁড়িয়ে দিলো সংযুক্ত আরব আমিরশাহীকে। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। মাত্র ৫৭ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দেন ভারতীয় বোলাররা। ৪ উইকেট পান কুলদীপ যাদব (Kuldeep Yadav)। শিবম দুবে তুলে নেন ৩টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। ৯ উইকেটের বিশাল ব্যবধানে মেলে সাফল্য। ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক শর্মা। আরেক ওপেনার শুভমান গিল (Shubman Gill) অপরাজিত থাকেন ৯ বলে ২০ রান করে। তিন নম্বরে তিলক বর্মা নয় বরং নেমেছিলেন অধিনায়ক সূর্যকুমার স্বয়ং। ২ বলে ৭* করেন তিনি। গতকালের জয়ের পর ভারতের নেট রান রেট দাঁড়িয়েছে +১০.৮৩।
Read More: Asia Cup 2025, UAE vs IND: “শুরু হওয়ার আগেই শেষ…” অভিষেক-গিলের ঝড়ে উড়ে গেল UAE, টুইটারে ফ্যানদের ঝড় !!
এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম ম্যাচে ভারতীয় একাদশে সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিং আদৌ জায়গা পাবেন কিনা তা নিয়ে দ্বিধায় ছিলেন বিশেষজ্ঞরা। দু’জনকেই মূল নেটের পাশে অন্য একটি উইকেটে আলাদা অনুশীলন করতে দেখা গিয়েছিলো আমিরশাহী দ্বৈরথের আগের দিন। সেই ছবি সামনে আসার পর অনেকেই মনে করেছিলেন যে রিজার্ভ বেঞ্চে থাকতে হবে তাঁদের। শেষমেশ সঞ্জুকে (Sanju Samson) গতকাল প্রথম একাদশে রেখেছিলেন কোচ গৌতম গম্ভীর। ব্যাটিং-এর সুযোগ না পেলেও উইকেটকিপিং করেন তিনি। ধরেন একটি ক্যাচ’ও। তবে রিঙ্কু’র (Rinku Singh) ভাগ্যে সত্যিই ছেঁড়ে নি শিকে। গত বছরের টি-২০ বিশ্বকাপে ট্র্যাভিলিং রিজার্ভ হিসেবে ছিলেন বাম হাতি ‘ফিনিশার।’ এবার এশিয়া কাপেও (Asia Cup 2025) প্রথম একাদশের ভাবনায় তিনি যে নেই তা প্রথম ম্যাচেই স্পষ্ট করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
বাদ পড়লেও হতাশ নন রিঙ্কু (Rinku Singh)। আদ্যপান্ত ‘টিমম্যান’ হিসেবে সুখ্যাতি রয়েছে তাঁর। আইসিসি অ্যাকাডেমির মাঠে অনুশীলন চলাকালীন তাঁকে দেখা গেলো স্কোয়াডের অন্য সদস্যদের সাথে খুনসুটিতে মাততে। সংবাদমাধ্যমের সৌজন্যে ইতিমধ্যেই রিঙ্কুর (Rinku Singh) একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্সটাগ্রামে কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন তা। ‘লাইক’ করেছেন প্রায় ৪০ হাজার নেটিজেন। নীচু হয়ে জুতোর ফিতে বাঁধছিলেন তাঁর এক সতীর্থ। নীচের দিকে ঝুঁকে থাকায় তাঁর মুখ দেখা যায় নি ভিডিওতে। এগিয়ে এসে তাঁর নিতম্বে বেশ কয়েকবার চাপড় মারতে দেখা যায় রিঙ্কুকে (Rinku Singh)। মুখে ছিলো তাঁর ট্রেডমার্ক হাসি। ঠিক কার উপরে চললো রিঙ্কু’র ‘ভালোবাসার অত্যাচার?’ আপাতত তা জানতেই আগ্রহী নেটজনতা।