আগামীকাল থেকে এশিয়া কাপ (Asia Cup 2025) অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। গ্রুপ পর্বে পাকিস্তান ও ওমানের মুখোমুখিও হবে তারা। গত ১৯ অগস্ট এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলো বিসিসিআই। তাঁদের মধ্যে কোন এগারো জনকে মাঠে নামার ছাড়পত্র দেন কোচ গৌতম গম্ভীর, তা নিয়ে কৌতূহল রয়েছে। নীল-কমলা জার্সি গায়ে ইনিংসের শুরুটা কারা করবেন তা নিয়ে চলছে বিস্তর চর্চা। গত কয়েক মাসে কুড়ি-বিশের ফর্ম্যাটে সঞ্জু স্যামসন (Sanju Samson) ও অভিষেক শর্মা’কে (Abhishek Sharma) দেখা গিয়েছে ওপেনার হিসেবে। কিন্তু এশিয়া কাপে শুভমান গিলের (Shubman Gill) প্রত্যাবর্তন ঘিরে দানা বেঁধে রহস্য। গিল-অভিষেক? গিল-সঞ্জু নাকি শুভমান-অভিষেক? কোন জুটিতে আস্থা রাখবে দল? সংশয়ে ক্রিকেটদুনিয়া।
Read More: তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিতে লক্ষ-লক্ষ টাকা উপহার, বড়ো মনের পরিচয় দিলেন সঞ্জু স্যামসন !!
সঞ্জুকে শুরুতে চান শাস্ত্রী-

এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতের ওপেনার হওয়ার দৌড়ে তিনটি নাম-সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও শুভমান গিল। গৌতম গম্ভীর কোচের আসনে বসার পর থেকে নিয়মিত টি-২০তে ওপেন করেছেন সঞ্জু (Sanju Samson)। বাংলাদেশ ও দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে তিনটি শতরানও এসেছে তাঁর ব্যাট থেকে। ছন্দে রয়েছেন অভিষেকও। জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বিপক্ষে তাঁর একের পর এক ঝোড়ো ইনিংসের সুবাদে উল্কার গতিতে আইসিসি র্যাঙ্কিং-এর শীর্ষস্থান দখল করে নিয়েছেন তিনি। মাসখানেক আগে অবধিও এশিয়া কাপ (Asia Cup 2025) ও আগামী বছরের টি-২০ বিশ্বকাপে ভারতের ওপেনার হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন তাঁরা দু’জনই। কিন্তু প্রত্যাবর্তন বদলে দিয়েছে সব সমীকরণ। পাঞ্জাবের তরুণকে কেন্দ্র করেই ভবিষ্যত পরিকল্পনা সাজাতে চায় বোর্ড। ওপেনিং স্লটে ফেরানো হবে তাঁকে, চলছে কানাঘুষো।
শুভমান যদি ওপেন করেন তাহলে সঞ্জু ও অভিষেকের (Abhishek Sharma) মধ্যে একজনকে যে টপ-অর্ডারে নিজের জায়গা ছাড়তে হবে তা দিনের আলোর মত পরিষ্কার। যদি তাই হয়, সেক্ষেত্রে প্রথম জনের উপরেই ভরসা রাখুক টিম ম্যানেজমেন্ট, চাইছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “সঞ্জু স্যামসন প্রথম তিনজনের মধ্যে খেললেই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ও যেখানে রয়েছে ওকে সেখানেই রেখে দেওয়া হোক। অন্য কারও জায়গায় শুভমান গিল দলে আসুক।” এক্ষেত্রে ‘অন্য কারও’ বলতে তিনি অভিষেককেই (Abhishek Sharma) বুঝিয়েছেন বলে মনে করছে নেটজনতা। আইসিসি র্যাঙ্কিং-এ এক নম্বরে থাকা সত্ত্বেও এশিয়া কাপের একাদশে কি সত্যিই জায়গা হারাবেন বাম হাতি ব্যাটার? উত্তরের খোঁজে টিম ইন্ডিয়ার সমর্থককূল।
শাস্ত্রীর সাথে সহমত নন গম্ভীর ?

রবি শাস্ত্রী প্রকাশ্যেই সওয়াল করেছেন সঞ্জু স্যামসনের (Sanju Samson) হয়ে। তাঁকে টপ-অর্ডারে খেলানো হোক, আর্জি রেখেছেন টিম ম্যানেজমেন্টের কাছে। কিন্তু ভারতীয় দল সেই পরামর্শ আদৌ মানবে কিনা তা নিয়ে থাকছে ধোঁয়াশা। দুবাইতে আইসিসি অ্যাকাডেমিতে চলছে টিম ইন্ডিয়ার অনুশীলন। সেখানে অভিষেক শর্মা ও শুভমান গিলকেই দেখা গিয়েছে শুরুতে নেটে ঢুকতে। এরপর ব্যাটিং অর্ডার অনুযায়ী একে একে প্রবেশ করেন তিলক বর্মা, সূর্যকুমার যাদবেরা। জিতেশ শর্মা’কে (Jitesh Sharma) দেখা গিয়েছে মূল নেটে অনুশীলন সারতে। পক্ষান্তরে সঞ্জু সুযোগ পান নি মূল নেটে ব্যাটিং করার। পাশের অন্য একটি নেটে রিঙ্কু সিং-দের সাথে অনুশীলন সারেন তিনি। যা থেকে অনেকেরই ধারণা যে বিদর্ভের তারকাকেই উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে মাঠে নামানো হতে পারে এশিয়া কাপে (Asia Cup 2025)। সঞ্জুকে বসতে হতে পারে রিজার্ভ বেঞ্চে।