Asia Cup 2025: রবিবারের ভারত-পাক ম্যাচ শুরুর আগে থেকেই চলছিলো তীব্র বিতর্ক। পহলগাম সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের পর টিম ইন্ডিয়ার আদৌ পড়শি দেশের বিরুদ্ধে মাঠে নামা উচিৎ কিনা তা নিয়েই দ্বিধাবিভক্ত ছিলো ক্রিকেটমহল। তোপের মুখে পড়তে হয়েছিলো বিসিসিআই ও ভারতীয় ক্রিকেটারদের। সমালোচনা এড়াতে পারে নি কেন্দ্রীয় সরকারও। সেই যাবতীয় বিতর্ক মাথায় নিয়েই গতকাল দুবাইয়ের বাইশ গজে অনুষ্ঠিত হয় ক্রিকেটের এল-ক্লাসিকো। একপেশে দ্বৈরথে ৭ উইকেটের ব্যবধানে জয়ও ছিনিয়ে নেয় ‘মেন ইন ব্লু।’ ম্যাচ থামলেও বিতর্কের আগুন কিন্তু স্তিমিত হয় নি এখনও পর্যন্ত। বরং তাতে ঘি ঢেলেছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকারাই। প্রথা মেনে পাক ক্রিকেটারদের সাথে হাত না মিলিয়েই মাঠ ছাড়েন তাঁরা। ভারতের এই পদক্ষেপ আপাতত জায়গা করে নিয়েছে চর্চার কেন্দ্রে। ওয়াঘা সীমান্তের দুই পাড়েই চলছে চাপান-উতোর।
Read More: Asia Cup 2025: ‘হ্যান্ডশেক’ না করেই মাঠ ছাড়লেন সূর্য-শিবম, ভারত-পাক ম্যাচ ঘিরে জ্বললো বিতর্কের আগুন !!
সিদ্ধান্তের নেপথ্যে কোচ গম্ভীর ?

গত এপ্রিল মাসে কাশ্মীরের পহলগামে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। এর মধ্যে ২৫ জন ছিলেন ভারতীয় নাগরিক এবং ১ জন ছিলেন নেপালের। নারকীয় সেই হত্যাকাণ্ড কাঁপিয়ে দিয়েছিলো আসমুদ্র হিমাচল’কে। ঘটনার মাসপাঁচেক পরেও যন্ত্রণা যে ভুলতে পারেন নি ক্রিকেটাররা, তার প্রমাণ মিললো গতকাল। ছক্কা মেরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষ করে আর দাঁড়ান নি টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নন-স্ট্রাইকার শিবম দুবের সাথে ফিস্ট-বাম্প করে মাঠ ছাড়েন তিনি। হ্যান্ডশেকের জন্য অপেক্ষারত পাক দল’কে এড়িয়ে সাজঘরে ঢুকে যান তিনি। কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় ভারতীয় ড্রেসিংরুমের দরজা। পরে সাংবাদিক সম্মেলনে সূর্য জানান, “আমরা সচেতন ভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম। মাঠে জবাব দিয়েছি। কিছু কিছু বিষয় খেলোয়াড়ি মানসিকতারও উর্দ্ধে।”
পাকিস্তান ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক না করার ক্ষেত্রে কোচ গৌতম গম্ভীরেরও (Gautam Gambhir) যে প্রত্যক্ষ সমর্থন ছিলো তা স্পষ্ট হয়েছে খেলা শেষে। সম্প্রচারকারী সংস্থা সোনি স্পোর্টস নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “দল হিসেবে আমরা পহলগাম জঙ্গী হামলায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। সেটাই করে দেখিয়েছি। আমরা অপারেশন সিঁদুরের সাফল্যের পর আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতেও চেয়েছিলাম।” গতকাল সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করেছেন সহ-অধিনায়ক শুভমান গিল’ও। লিখেছেন, “আজকের জয় পহলগাম হানায় নিহতদের ও আমাদের বীর সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করছি যাঁরা নিরন্তর আমাদের রক্ষা করে চলেছেন। মাঠে হোক বা তার বাইরে-ভারতের আত্মা সর্বত্র বিরাজমান। জয় হিন্দ।”
দেখুন শুভমানের পোস্ট’টি-
Today’s win is dedicated to the victims of Pahalgam and to our brave armed forces who continue to safeguard us. The spirit of India lives on both on and off the field. Jai Hind 🇮🇳 pic.twitter.com/HZWC1TDdr0
— Shubman Gill (@ShubmanGill) September 14, 2025
ভারতকে নিশানা ক্ষুব্ধ পাকিস্তানের-

‘হ্যান্ডশেক’ বিতর্ক ঘিরে উত্তপ্ত উপমহাদেশের ক্রিকেট। পাকিস্তান দলের ম্যানেজার নভীদ আক্রম চীমা ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে একটি অভিযোগপত্র জমা করেছেন। একটি বিবৃতি জারি করেছে পাক ক্রিকেট নিয়ামক সংস্থাও। তারা জানিয়েছে, “টসের সময় পাকিস্তান অধিনায়ক সলমল আলি আঘা’কে ম্যাচ রেফারী অ্যান্ডি পাইক্রফট নির্দেশ দেন সূর্যের সাথে হাত না মেলাতে। একই কথা বলা হয়েছিলো সূর্যকুমারকেও। ম্যাচ রেফারীর নির্দেশেই ভারতীয় খেলোয়াড়রা ম্যাচ শেষেও পাক ক্রিকেটারদের সাথে হাত মেলান নি। পাকিস্তান দল এই ঘটনায় ক্ষুব্ধ। আমরা এর প্রতিবার করছি। এই ব্যবহার ক্রিকেটীয় মানসিকতার পরিপন্থী।” পিসিবি আরও জানিয়েছে যে ভারত ‘হ্যান্ডশেক’ এড়ানোয় প্রতিবাদস্বরূপ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছেন সলমন আলি আঘা। এই মুহূর্তে এসিসি’র শীর্ষপদে রয়েছেন পিসিবি প্রধান মহসীন নকভি। তাঁর অঙ্গুলিহেলনে সূর্যকুমার বা টিম ইন্ডিয়ার কোনো শাস্তি হয় কিনা তা নিয়েই এখন চলছে জল্পনা।