Asia Cup

এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে কোনো রকম প্রতিরোধ গড়ে তুলতে পারে নি পাকিস্তান শিবির। ৭ উইকেটের ব্যবধানে হেরেছিলো তারা। সুপার ফোরে পর্বে যখন ফের মুখোমুখি হয় দুই দল, তখনও বাজিমাত করেছিলো ‘মেন ইন ব্লু’ই। ৬ উইকেটের ব্যবধানে জেতে তারা। ফাইনালেও বদলালো না ফলাফল। তিন সপ্তাহের মধ্যে তৃতীয়বার পাকিস্তানকে হারিয়ে মাঠ ছাড়লো টিম ইন্ডিয়া (Team India)। গতকাল টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। শেষ ১০ ওভার অসামান্য বোলিং করে পাকিস্তানকে ১৪৬-এ আটকে রাখেন কুলদীপ-অক্ষর’রা (Axar Patel)। রান তাড়া করতে নেমে একটা সময় বিপর্যয়ের মুখে পড়েছিলো ভারত। ২০ রানে ৩ উইকেট খুইয়েছিলো তারা। কিন্তু তিলক বর্মা’র (Tilak Varma) ৬৯*, সঞ্জু স্যামসনের ২৪ ও শিবম দুবে’র ৩৩-এর সৌজন্যে দুই বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে টিম ইন্ডিয়া।

Read More: Asia Cup 2025: নকভি’র হাত থেকে ট্রফি নয়, ফাইনাল জেতার পরেও অবস্থানে অনড় টিম ইন্ডিয়া !!

পহলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর এই এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাক প্রতিদ্বন্দ্বীতা কেবলমাত্র ক্রিকেটের বাইশ গজে সীমাবদ্ধ ছিলো না। তাতে লেগেছিলো রাজনৈতিক রঙ’ও। মর্যাদার যুদ্ধে জিততে তাই মরিয়া ছিলো দুই শিবির। শেষমেশ দক্ষতা ও স্নায়ুর চাপ সামলানোর ক্ষমতায় এগিয়ে থাকার দরুণ বাজিমাত ভারতের। শক্তিশালী প্রতিপক্ষকে বাগে পেয়েও খেতাব জিততে না পারায় হতাশা জমেছে ওয়াঘা সীমান্তের ওপারে। পাকিস্তানী নেটিজেনরা আক্রমণের নিশানা করেছেন পাক দলকেই। কোচ মাইক হেসন ও অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha) পড়েছেন তোপের মুখে। ট্রলিং-এর কাঁটায় বিন্ধ হয়ে চলেছেন সাইম আইয়ুব (Saim Ayub), হুসেইন তালাত’রাও। ২০২২-এ শেষ ভারতের বিরুদ্ধে জিতেছিলো পাকিস্তান। তারপর একচ্ছত্র দাপট দেখিয়ে চলেছে ভারতই। সেই যন্ত্রণার কথাও উঠে এসেছে নেটনাগরিকদের ট্যুইটে।

‘মাঠের বাইরে বড় বড় কথা না বলে মাঠের ভেতরেও কিছু করে দেখাও,’ ফুঁসে উঠেছেন এক পাকিস্তানী সমর্থক। ‘বারবার হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আদৌ ঘুরে দাঁড়ানো সম্ভব?’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আরও একজন। ‘আজ সুবর্ণ সুযোগ ছিলো জয়ের। কিন্তু পারলো না শাহীন-আবরার’রা,’ হতাশা ব্যক্ত করেছেন আরও একজন। ২১ তারিখ সুপার ফোরের ম্যাচে বাড়তি আগ্রাসন দেখিয়েছিলেন হারিস রউফ। তাঁর অঙ্গভঙ্গি নিয়েও আপত্তি জানিয়েছিলো ভারতীয় দল। ফাইনালে ৩.৪ ওভারে ৫০ রান খরচ করে পাকিস্তানকে ডোবালেন পেস তারকাই। তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন ‘মেন ইন গ্রিন’ সমর্থকেরা। ‘এক্ষুণি ওকে বাদ দেওয়া হোক,’ লিখেছেন একজন। ‘খেলার ক্ষমতা নেই, শুধু ফাঁকা আগ্রাসন,’ ব্যঙ্গ আরেকজনের। ‘ভারত খেলার মাঠে আমাদের বাপ,’ আত্মপোলব্ধিও করেছেন কয়েকজন।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: Asia Cup 2025: পাকিস্তানের ‘প্লেন’ মাটিতে নামালো টিম ইন্ডিয়া, তিলকের দুর্ধর্ষ ব্যাটিংয়ে এশিয়া কাপ সূর্যকুমারদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *