Asia Cup 2025: গত রবিবার যবনিকা পড়েছে এশিয়া কাপে (Asia Cup 2025)। রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে নবম খেতাব জিতেছে টিম ইন্ডিয়া। তিলক বর্মা, শিবম দুবেদের সৌজন্যে ভারতীয় দল সাফল্য ছিনিয়ে নিলেও বিতর্ক থামে নি এশিয়া কাপ’কে (Asia Cup 2025) ঘিরে। হ্যান্ডশেকে আপত্তি, অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে এমনিতেই সরগরম ছিলো মহাদেশীয় মেগা টুর্নামেন্টের আবহে। ফাইনালের পর ট্রফি হস্তান্তরের বিষয়টিকে কেন্দ্র করে ফের জ্বলে ওঠে আগুন। এই মুহূর্তে এসিসি’র সভাপতি পদে রয়েছেন মহসীন নকভি (Mohsin Naqvi)। তিনি পিসিবির চেয়ারম্যান, পাশাপাশি পাকিস্তানের একজন মন্ত্রীও। তাঁর হাত থেকে ট্রফি ও পদক নিতে অস্বীকার করেন ভারতীয় খেলোয়াড়রা। অন্য কোনো কর্তার হাত দিয়ে ট্রফি দেওয়ানো যেত সূর্যকুমারদের। কিন্তু রাজী হন নি নকভি। ট্রফি ও পদক সঙ্গে নিয়েই মাঠ ছেড়ে চলে যান তিনি।
Read More: IND vs WI 1st Test Pitch and Weather: আহমেদাবাদ টেস্টে থাকছে বৃষ্টির ভ্রুকুটি? ফলাফলে কতটা প্রভাব ফেলবে পিচ? জেনে নিন সব প্রশ্নের উত্তর !!
ক্ষিপ্ত ভারত, শর্ত দিলেন নকভি-

এশিয়া কাপ (Asia Cup 2025) জেতার পরেও ট্রফি হাতে পান নি টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। শেষে কাল্পনিক ট্রফি হাতেই সেলিব্রেশন করেন “এতবছর ক্রিকেট দেখছি। জীবনে দেখি নি চ্যাম্পিয়ন দল ট্রফি পায় নি। উনি (মহসীন নকভি) ট্রফি নিয়ে চলে গিয়েছেন,” সাংবাদিক সম্মেলনে এসিসি সভাপতিকে খোঁচা দিয়ে বলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাক ক্রিকেট প্রশাসকের আচরণে ক্ষুব্ধ বিসিসিআই-ও। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে নকভি’কে কড়া ভাষায় আক্রমণ করেন ভারতীয় বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া (Devajit Saikia)। “আমরা এসিসি সভাপতির হাত থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ উনি পাকিস্তানের একজন প্রমুখ রাজনৈতিক নেতা। কিন্তু তার মানে এই নয় যে উনি ট্রফি এবং পদকগুলি নিয়েই চলে যাবেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। নভেম্বরে আইসিসি’র বৈঠক রয়েছে। সেখানে এর প্রতিবাদ করা হবে,” জানিয়েছেন তিনি।
এশিয়া কাপ (Asia Cup 2025) ট্রফির ভবিষ্যত কি? স্পষ্ট নয় এখনও। যত দ্রুত সম্ভব প্রাপ্য পুরষ্কার ভারতের পাঠানো হোক, সাফ জানিয়ে দিয়েহেন দেবজিৎ সইকিয়া। নকভি (Mohsin Naqvi) এখন কী অবস্থান নেন সেদিকেই তাকিয়ে সককে। সংবাদসংস্থা ক্রিকবাজে প্রকাশিত একটি রিপোর্টে দাবী করা হয়েছে যে ট্রফি হস্তান্তরে রাজী হয়েছেন তিনি। কিন্তু রেখেছেন জোড়া শর্ত। ট্রফি প্রদানের জন্য একটি অনুষ্ঠান আয়োজন করতে হবে। আর অন্য কোনো এসিসি কর্তা নয়, বরং তিনি নিজে ট্রফি তুলে দিতে চান সূর্যকুমারদের (Suryakumar Yadav) হাতে। তবে এই মুহূর্তে ভারত-পাক সম্পর্ক যে পর্যায়ে রয়েছে তাতে তাঁর একটি শর্ত’ও বিসিসিআই মানবে বলে মনে করছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। ফলে বিষয়টির দ্রুত নিষ্পত্তির কোনো সম্ভাবনা দেখছেন না তাঁরা। শেষমেশ হয়ত আরও একবার হস্তক্ষেপ করতে হবে বিশে ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসিকেই।
বিশ্বজয়ীকে পাশে পেলেন না সূর্য’রা-

গত এপ্রিলের পহলগাম সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। পাক মদতপুষ্ট সেই জঙ্গীহামলা গভীর ক্ষত তৈরি করেছে ভারতীয়দের মনে। সেই কারণেই এশিয়া কাপে (Asia Cup 2025) পড়শি দেশের খেলোয়াড়দের সাথে কোনোরকম সৌজন্য বিনিময় করেন নি টিম ইন্ডিয়ার তারকারা। সূর্যদের অবস্থানকে দেশের অধিকাংশ প্রাক্তনীই সমর্থন করেছেন। কিন্তু ব্যতিক্রম সৈয়দ কিরমানি (Syed Kirmani)। ১৯৮৩’র বিশ্বকাপ জয়ী দলের সদস্য প্রকাশ্যেই সমালোচনা করেছেন ‘মেন ইন ব্লু’র। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “যেভাবে ক্রিকেট খেলা হচ্ছে তাতে ভদ্রলোকচিত কোনো ব্যাপারই আর নেই। উদ্ধত, অসম্মানজনক অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে মাঠে। আমি নানা জায়গা থেকে বার্তা পাচ্ছি যে ভারতীয় দল এটা কী করছে? মাঠে কিসের রাজনীতি চলছে? আমি এই ধরণের বার্তা পড়ে লজ্জিত। কী হয়েছে এখনকার ক্রিকেটারদের? এশিয়া কাপে যা হয়েছে সেটা জঘন্য।”
দেখুন কিরমানি’র সাক্ষাৎকার-
#WATCH | Bengaluru, Karnataka | Former Indian cricketer Syed Kirmani says, “The way cricket is being played all around…, there has been no gentleman-ness in the game. There have been very rude, arrogant gestures on the field… I’m getting messages from all over… The Indian… pic.twitter.com/YkM9P1CMGo
— ANI (@ANI) September 30, 2025