Asia Cup

Asia Cup 2025: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডে ছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। কিন্তু একটি টেস্টেও তাঁকে মাঠে নামার সুযোগ দেয় নি টিম ম্যানেজমেন্ট। সৌরভ গঙ্গোপাধ্যায়, রবিচন্দ্রণ অশ্বিনের মত প্রাক্তনীরা প্রকাশ্যেই কুলদীপের হয়ে সওয়াল করলেও, রিজার্ভ বেঞ্চেই থাকতে হয়েছিলো তাঁকে। আজ এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচে অবশেষে একাদশে ফেরানো হয় তাঁকে। আর মাঠে নেমেই বাজিমাত করলেন উত্তরপ্রদেশের চায়নাম্যান স্পিনার। তাঁর ঘূর্ণিতেই কুপোকাত সংযুক্ত আরব আমিরশাহী। পাওয়ার-প্লে’র ঠিক পরে কুলদীপকে (Kuldeep Yadav) আক্রমণে এনেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। স্পেলের প্রথম ওভারেই তিন উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলেন তিনি। পরে তুলে নেন আরও একটি উইকেট। আজ ২.১ ওভারে ৭ রানের বিনিময়ে তাঁর ঝুলিতে ৪ টি সাফল্য। সঙ্গত কারণেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কুলদীপই।

Read More: Asia Cup 2025: গুঁড়িয়ে গেলো আমিরশাহী, ৯ উইকেটে জিতে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের !!

নবম ওভারের প্রথম বলে রাহুল চোপড়াকে সাজঘরে ফেরান কুলদীপ (Kuldeep Yadav)। ফ্লাইটের ফাঁদ পেতেছিলেন তিনি। তাতে পা দিয়ে বসেন আমিরশাহী উইকেটরক্ষক-ব্যাটার। চতুর্থ বলে তাঁর শিকার হন মহম্মদ ওয়াসিম। ভারতের বোলিং আক্রমণ সামলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু কুলদীপকে স্যুইপ মারতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। বল প্যাডে আছড়ে পড়ার পর আঙুল তুলতে বেশী দেরী করেন নি আম্পায়ার। ১৯ করে থামতে হয় তাঁকে। ঐ ওভারের অন্তিম ডেলিভারিতে যেভাবে হর্ষিত কৌশিককে বোল্ড করেছেন কুলদীপ (Kuldeep Yadav), তা চমকে দিয়ে ক্রিকেটদুনিয়াকে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে কুর্নিশ জানিয়েছেন ইরফান পাঠানের মত তারকা প্রাক্তনী। আমিরশাহী ইনিংসে দাঁড়িও টানেন কুলদীপই। ১৪তম ওভারের প্রথম বলে হায়দার আলি’কে আউট করেন তিনি। ১ রানের মাথায় সঞ্জু স্যামসনের হাতে ধরা পড়েন আমিরশাহী তারকা।

২০২৩-এর এশিয়া কাপে (Asia Cup 2023) ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ পুরষ্কার পেয়েছিলেন কুলদীপ যাদব। ২০২৫-এর এশিয়া কাপের (Asia Cup 2025) শুরুটাও তিনি করলেন দুর্দান্ত ভাবে। ম্যাচের সেরার পুরষ্কার পাওয়ার পর সাক্ষাৎকারে সাফল্যের কৃতিত্ব টিম ইন্ডিয়ার নয়া স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু’কে দিয়েছেন তিনি। জানান, “আমাদের ট্রেনার আদ্রিয়ান (লে রু)কে ধন্যবাদ। আমার বোলিং-এর পাশাপাশি ফিটনেস নিয়েও খাটছিলাম। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছে।” কোন মন্ত্রে এলো ৪ উইকেট? প্রশ্নের উত্তরে কুলদীপ জানিয়েছেন, “সঠিক লেন্থ বজায় রাখতে চেয়েছিলাম। প্রতিপক্ষ ব্যাটারের পরিকল্পনা বোঝার চেষ্টা করা বা ওরা কি করতে চায় তা অনুধাবন করতে পারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আজও ব্যাটাররা পরের বলে কি করতে পারে তা আন্দাজ করে সেই অনুযায়ীই পরিকল্পনা করেছি।”

কুলদীপের ঘূর্ণিতে মাত আমিরশাহী, দেখুন ভিডিও-

Also Read: Asia Cup 2025: কুলদীপ-শিবম যুগলবন্দীতে নাজেহাল আমিরশাহী, ইনিংস থামলো মাত্র ৫৭ রানেই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *