kuldeep-yadav-shines-vs-uae

Asia Cup 2025: ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টেও প্রথম একাদশে জায়গা পান নি কুলদীপ যাদব (Kuldeep Yadav)। অশ্বিন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত প্রাক্তনীরা বারবার তাঁর হয়ে সওয়াল করলেও উত্তরপ্রদেশের তারকাকে কোচ গৌতম গম্ভীর রেখেছিলেন রিজার্ভ বেঞ্চে। অবশেষে আজ এশিয়া কাপে (Asia Cup 2025) সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে শিকে ছিঁড়েছে কুলদীপের ভাগ্যে। দুবাইয়ের পিচ সাধারণত মন্থরই হয়। ব্যতিক্রম দেখা যায় নি আজও। সুবিধাজনক পরিস্থিতিকে কাজে লাগিয়ে ফের একবার দক্ষতার প্রমাণ দিলেন টিম ইন্ডিয়ার চায়নাম্যান স্পিনার। পাওয়ার-প্লে’র ঠিক পরেই কুলদীপের (Kuldeep Yadav) হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। স্পেলের প্রথম ওভারে সাফল্য না এলেও তিনি জ্বলে ওঠেন নিজের দ্বিতীয় ওভারে। তুলে নেন তিনটি উইকেট। কুলদীপের ঐ এক ওভারেই ম্যাচ কার্যত হাতের মুঠোয় নিয়ে নেয় ‘মেন ইন ব্লু।’

Read More: Asia Cup 2025 IND vs UAE Toss Report in Bengali: টসে জিতলো ভারত, আমিরশাহীর বিরুদ্ধে বুমরাহকে রেখেই ছক সাজিয়েছেন কোচ গম্ভীর !!

প্রথমেই রাহুল চোপড়াকে সাজঘরের রাস্তা দেখান কুলদীপ (Kuldeep Yadav)। বাড়তি ফ্লাইটের ফাঁদ পেতেছিলেন ভারতীয় লেগস্পিনার। তাতে পা দিয়ে বসেন সংযুক্ত আরব আমিরশাহীর উইকেটরক্ষক-ব্যাটার। ধরা পড়েন শুভমান গিলের হাতে। ৭ বলে ৩-এর বেশী আজ এগোতে পারেন নি তিনি। ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা চালাচ্ছিলেন আমিরশাহী অধিনায়ক মহম্মদ ওয়াসিম (Muhammad Wasim)। তাঁর ইনিংসেও দাঁড়ি টানেন কুলদীপ’ই (Kuldeep Yadav)। স্যুইপ মারতে গিয়ে ফস্কেছিলেন ওয়াসিম। বল আছড়ে পড়ে তাঁর প্যাডে। ভারতীয় ফিল্ডারদের আবেদনে সাড়া দিতে বিশেষ দেরী করেন নি আম্পায়ার। ২২ বলে ১৯ করে থামতে হয় তাঁকে। ওভারের একদম শেষ বলে হর্ষিত কৌশিককে আউট করেন কুলদীপ (Kuldeep Yadav)। তাঁর ব্যাটের ভিতরের দিকে লেগে বল সরাসরি আছড়ে পড়ে স্টাম্পে। ২ বলে ২ করে ফেরেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার।

২ ওভারে ৭ রানের বিনিময়ে ৩ উইকেট-এটাই আপাতত কুলদীপের (Kuldeep Yadav) বোলিং পরিসংখ্যান। দীর্ঘসময় ভারতীয় একাদশের বাইরে থাকার পর আজ দুবাইয়ের বাইশ গজে যেভাবে কামব্যাক করেছেন তিনি, তার প্রশংসায় পঞ্চমুখ নেটমাধ্যম। ইতিমধ্যেই ট্যুইটারের দেওয়াল স্তুতিবাক্যে ভরিয়েছেন অনুরাগীরা। ‘ও কোন জাতের বোলার আজ আবার প্রমাণ করে দিলো,’ লিখেছেন একজন। ‘গম্ভীরের মনে যদি কুলদীপকে নিয়ে বিন্দুমাত্র সংশয়ও থেকে থাকে, তা নিশ্চয়ই দূর হবে আজ,’ মন্তব্য অন্য এক ক্রিকেটপ্রেমী। ‘লাগাতার দুর্দান্ত পারফর্ম্যান্স সত্ত্বেও মাঝেমধ্যে কেন ওকে ছেঁটে ফেলা হয় তা আজও রহস্য,’ মত অন্য এক নেটনাগরিকের। ‘পাকিস্তানের বিরুদ্ধে একাদশের প্রথম নামটা কুলদীপের হওয়া উচিৎ। অনবদ্য বোলিং,’ জানিয়েছেন আরও এক টিম ইন্ডিয়া সমর্থক। ‘পিচে কণামাত্র টার্ন থাকলেও কুলদীপ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে,’ মত আরেকজনের।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: বিদেশের মাটিতে সৌরভ গাঙ্গুলীর দাদাগিরি, ধোনির প্রধান অস্ত্রকে ছোঁ মেরে নিলেন তুলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *