এশিয়া কাপ ২০২৫–এর (Asia Cup 2025) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দল তাদের প্রথম দুই ম্যাচ জিতে সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে। ভারতকে আগামী রবিবার শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। সূত্রের খবর, ওমানের বিরুদ্ধে ম্যাচে দলে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। ভারতের যা নেট রানরেট রয়েছে তাতে ভারতীয় দল হামেশায় এ গ্রুপের শীর্ষ স্থানে বিরাজমান থাকবে। এই পরিস্থিতিতে শেষ ম্যাচে একাদশে পরিবর্তন আনতে চলেছেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দলীয় সূত্রে জানা গিয়েছে, ওমানের বিপক্ষে ম্যাচে দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করছে ম্যানেজমেন্ট।
ওমানের বিরুদ্ধে বিশ্রামে থাকবেন বুমরাহ

যেহেতু, ইতিমধ্যেই ভারত সুপার ফোরে জায়গা নিশ্চিত করে ফেলেছে। সেই কারণে চলতি টুর্নামেন্টের বড় ম্যাচগুলির আগে বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকেই নজর দিচ্ছে কোচ ও অধিনায়ক। ভারতের গত কয়েক বছরের সাফল্যে বুমরাহর অবদান অপরিসীম। বিশেষ করে এই ফরম্যাটে বুমরাহ বিশ্ব সেরা। নতুন বল হোক কিংবা পুরানো, পিচ সমতল হোক বা টার্নার সব জায়গাতেই বুমরাহ তার শ্রেষ্ঠত্ব প্রমান করেছেন। এমনকি, এবারের এশিয়া কাপেও তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। সুপার ফোরে ভারতকে হয়তো পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের মতন প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াই করতে হবে। যে কারণে, টিম ম্যানেজমেন্ট বাড়তি কোনো ঝুঁকি নিতে চাইছে না।
Read More: “ভারত অনেক এগিয়ে…” পাকিস্তানের পারফর্ম্যান্সে বিরক্ত অশ্বিন, তোপ দাগলেন নেটদুনিয়ায় !!
হার্ষিত বা অর্ষদীপ পেতে পারেন জায়গা

তাই এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। বুমরাহর জায়গায় দলে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh) এবং হর্ষিত রানা (Harshit Rana)। দু’জনেই তরুণ এবং আলাদা ধরনের অস্ত্র ভারতীয় শিবিরকে দিতে সক্ষম। অর্শদীপ ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। শেষ দুটি আইসিসি টি-টোয়েন্টি ইভেন্টে অর্ষদীপ ছিলেন ভারতের সেরা পেসার। নতুন বলে সুইং এবং পুরানো বলে তার ইয়র্কার ব্যাটসম্যানদের সম্পূর্ণরূপে ব্যাকফুটে ঠেলে দেয়। তাঁর উপস্থিতি ভারতীয় বোলিং আক্রমণে বৈচিত্র্য আনে, যা প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলতে পারে। অন্যদিকে, হর্ষিত রানাও এই মুহূর্তে ভারতীয় দলের তিন ফরম্যাট বোলার হয়ে উঠেছেন। ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলের মঞ্চে নিজের ছাপ ফেলেছেন হার্ষিত। ওমানের বিরুদ্ধে সুযোগ পেলে হর্ষিত নিজের আন্তর্জাতিক কেরিয়ার শুরু করার দুর্দান্ত মঞ্চ পেয়ে যাবেন।