irfan-pathan-picks-indian-asia-cup-xi

বেজে গিয়েছে এশিয়া কাপের (Asia Cup 2025) দামামা। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছে গিয়েছেন ভারতীয় তারকারা। যোগ দিয়েছেন অনুশীলনে। আগামী ১০ তারিখ থেকে অভিযান শুরু করবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ‘মেন ইন ব্লু।’ প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দেশ আমিরশাহী। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে আট বারের চ্যাম্পিয়নরা। পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার বাইশ গজে সম্মুখসমরে নামছে উপমহাদেশের দুই হেভিওয়েট ক্রিকেটীয় শক্তি। ম্যাচ ঘিরে এখন থেকে আঁচ করা যাচ্ছে উত্তাপ। ১৯ তারিখ গ্রুপ পর্বে শেষ ম্যাচ রয়েছে ভারতের। প্রতিপক্ষ ওমান। মহাদেশীয় মেগা টুর্নামেন্টে কাদের গায়ে দেখা যাবে টিম ইন্ডিয়ার নীল জার্সি? এক সাক্ষাৎকারে সম্ভাব্য প্রথম একাদশ বেছে নিয়েছেন প্রাক্তনী ইরফান পাঠান।

Read More: “বন্ধুত্ব নয়….. সুযোগসন্ধানী!”, যুবরাজের সঙ্গে সম্পর্ক নিয়ে বিরাটকে বেনজির আক্রমণ যোগরাজের !!

রিঙ্কুকে ছাড়াই দল গড়ছেন গম্ভীর-

Rinku Singh Unlikely to Find a Place in Indian XI in Asia Cup | Image: Getty Images
Rinku Singh Unlikely to Find a Place in Indian XI in Asia Cup | Image: Getty Images

এশিয়া কাপে (Asia Cup 2025) কে হবেন অভিষেক শর্মা’র (Abhishek Sharma) ওপেনিং পার্টনার? দ্বিধাবিভক্ত ক্রিকেট বিশেষজ্ঞরা। ইরফান কিন্তু বাজি ধরেছেন সহ-অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) উপর। আইপিএলে অসামান্য খেলেছেন পাঞ্জাবের তরুণ। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও গড়েছেন রানের পাহাড়। আসন্ন টুর্নামেন্টেও তাঁর থেকে ভালো পারফর্ম্যান্সের আশা রাখছেন প্রাক্তন অলরাউন্ডার। তিন নম্বরে তিনি রেখেছেন তিলক বর্মা’কে (Tilak Varma)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত বছর জোড়া শতরান করেছিলেন হায়দ্রাবাদের তরুণ। কাউন্টি ক্রিকেটেও রানের মধ্যে ছিলেন তিনি। চাইবেন এশিয়া কাপেও (Asia Cup 2025) সেই বিধ্বংসী ফর্ম ধরে রাখতে। চার নম্বরে ইরফান রেখেছেন অধিনায়ক সূর্যকুমার’কে (Suryakumar Yadav)। এখনও পর্যন্ত তাঁর নেতৃত্বে কোনো টি-২০ সিরিজ হারে নি ‘মেন ইন ব্লু।’ এশিয়া কাপে সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রী।’

গত কয়েক মাসে ভারতের হয়ে টি-২০তে ওপেন করেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার মত প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁর পরিসংখ্যানও ছিলো চমকপ্রদ। তিনবার শতকের মাইলস্টোন স্পর্শ করেছিলেন কেরলের উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু শুভমানের প্রত্যাবর্তনে তিনি ওপেনিং স্লটে নিজের জায়গা হারাতে চলেছেন বলেই মনে করছেন ইরফান (Irfan Pathan)। সঞ্জু’কে তিনি রেখেছেন পাঁচ নম্বরে। ছয়ে থাকছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বরাবরই বড় মঞ্চে জ্বলে ওঠেন টিম ইন্ডিয়ার পেস বোলিং অলরাউন্ডার। এশিয়া কাপেও (Asia Cup 2025) তাঁর দিকে তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। কোচ গম্ভীরের অত্যন্ত পছন্দের ক্রিকেটার রিঙ্কু সিং (Rinku Singh)। কেকেআর ‘মেন্টর’ থাকাকালীন উত্তরপ্রদেশের বাম হাতি’কে ফিনিশার হিসেবে ব্যবহার করে বহু সাফল্য পেয়েছেন তিনি। কিন্তু টিম কম্বিনেশনের জন্য এশিয়া কাপের একাদশে ঠাঁই হবে না তাঁর, মত ইরফানের।

শক্তিশালী বোলিং বিভাগ চান ইরফান-

Jasprit Bumrah | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

তিন স্পিনার ও তিন পেসারে ছক সাজাক টিম ইন্ডিয়া, চাইছেন ইরফান পাঠান (Irfan Pathan)। পছন্দের একাদশে তিনি জায়গা দিয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে (Axar Patel)। নিয়ন্ত্রিত বোলিং-এর পাশাপাশি সাত নম্বরে নেমে ধুন্ধুমার ক্যামিও দল’কে উপহার দেবেন অক্ষর, আশাবাদী বরোদার প্রাক্তনী। এছাড়া দুই ফ্রন্টলাইন স্পিনার হিসেবে তাঁর পছন্দ উত্তরপ্রদেশের কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও তামিলনাড়ুর বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। পেস বিভাগের নেতা হিসেবে ইরফান চাইছেন জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। টি-২০ বিশ্বকাপের মত এশিয়া কাপেও (Asia Cup 2025) তফাৎ গড়ে দিতে পারেন তিনি, ধারণা তাঁর। বাম হাতি আর্শদীপ সিংকেও (Arshdeep Singh) তিনি রেখেছেন একাদশে। আসন্ন টুর্নামেন্টে ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করার হাতছানি রয়েছে পাঞ্জাবের তরুণের সামনে। ইরফানের পছন্দের দলে তৃতীয় পেস বিকল্প হিসেবে থাকছেন হার্দিক।

সম্ভাব্য প্রথম একাদশ-

অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ।

Also Read: “যুবরাজকে ধোনি‌ও ভয় পেতো..”, যোগরাজ সিং’এর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *