Asia Cup 2025: গত রবিবার দুবাইয়ের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। আগামী রবিবার ফের একবার মুখোমুখি হবে দুই শিবির। এমনিতেই পহলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে। তার আরও অবনতি হয়েছে ১৪ তারিখের ম্যাচে টিম ইন্ডিয়া (team India) পড়শি দেশের ক্রিকেটারদের সাথে হাত না মেলানোয়। সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে ‘অখেলোয়াড়োচিত’ আচরণের অভিযোগ এনে আইসিসি’র কাছে অবধি চিঠি পাঠিয়েছে পিসিবি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকেও (Andy Pycroft) কাঠগড়ায় তুলেছিলো তারা। দিয়েছিলো টুর্নামেন্ট বয়কটের হুমকি। সেই বিদ্রোহ অবশ্য দীর্ঘস্থায়ী হয় নি। ক্ষতিপূরণের ভয়ে মাঠে ফিরলেও ক্ষোভ কমে নি সলমন আলি আঘাদের। দুই দেশের দ্বিতীয় দ্বৈরথ প্রতিদ্বন্দ্বীতার আগুনকে আরও উস্কে দেয় কিনা সেদিকেই তাকিয়ে সকলে।
Read More: এশিয়া কাপের উত্তাপে আইসিসির চমক, বড় তারকা ক্রিকেটার নিষিদ্ধ !!
বাদ শিবম, ফিনিশারের ভূমিকায় রিঙ্কু-

চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতের হয়ে ওপেনিং-এ দেখা যাচ্ছে অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুভমান গিল’কে (Shubman Gill)। আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধেও অটুট থাকছে সেই জুটিই। ইনিংসের শুরুতে ব্যাট হাতে দেখা যাবে পাঞ্জাবের দুই তরুণ তুর্কি’কে। তিন নম্বরে নামবেন অধিনায়ক সূর্যকুমার (Suryakumar Yadav)। তাঁর চওড়া ব্যাটে ভর দিয়েই গতবার পড়শি দেশকে পর্যুদস্ত করেছিলো ‘মেন ইন ব্লু।’ মর্যাদার লড়াইতে দ্বিতীয় বারও জ্বলে উঠতে চাইবেন মুম্বইয়ের তারকা। চার নম্বরে দেখা যাবে তিলক বর্মা’কে (Tilak Varma)। ধুন্ধুমার ব্যাটিংয়ে সিদ্ধহস্ত বাম হাতি তারকা। পাশাপাশি দরকার পড়লে ক্রিজে টিকে থেকে স্কোরবোর্ডকে সচল করার দক্ষতাও রয়েছে তাঁর। রবিবারের ম্যাচে গুরুত্বপূর্ণ হতে পারেন তিনি। পাঁচ নম্বরে নামবেন উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন।
নক-আউট পর্বে শিবম দুবে’কে (Shviam Dube) ছেঁটে ফেলতে পারেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বড় ভূমিকা নিতে পারেন তিনি। নতুন বলে উইকেট তোলার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। পাশাপাশি ডেথ ওভারে দ্রুত রান তোলার জন্যও হার্দিকের দিকেই তাকিয়ে থাকতে পারে ‘মেন ইন ব্লু।’ এছাড়া ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য একাদশে ‘ফিনিশার’ রিঙ্কু সিং-কে (Rinku Singh) জুড়তে পারে টিম ম্যানেজমেন্ট। লোয়ার অর্ডারে নেমে ম্যাচের মোড় বদলে দেওয়ার সক্ষমতা রয়েছে উত্তরপ্রদেশের তারকার। শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর বল হাতে একটি ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু। রবিবারও প্রয়োজনে অতিরিক্ত স্পিন বিকল্পও হয়ে উঠতে পারেন তিনি।
ফিরছেন বুমরাহ, ভাবনায় জোড়া পেসার-

সংযুক্ত আরব আমিরশাহী ও পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম দু’টি ম্যাচে ছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাঁকে ওমানের বিরুদ্ধে বিশ্রামে রাখা হবে বলে শোনা যাচ্ছে। রবিবার সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তিনি যে খেলবেন তাতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় ফ্রন্টলাইন পেস বিকল্প হিসেবে গম্ভীর জুড়ে দিতে পারেন হর্ষিত রাণাকেও। আমিরশাহীর বিরুদ্ধে গত পরশু শাহীন আফ্রিদির সাথে হারিস রউফকে খেলিয়ে সাফল্য পেয়েছে পাকিস্তান। সেই পরিকল্পনা গ্রহণ করতে পারে ভারতও। চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) এখনও অবধি সেরা ছন্দে পাওয়া যায় নি বরুণ চক্রবর্তীকে। ওমানের বিরুদ্ধেও তিনি যদি জ্বলে উঠতে না পারেন, সেক্ষেত্রে রবিবার বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। স্পিন বিভাগে সেক্ষেত্রে থাকবেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)।
এক নজরে সম্ভাব্য একাদশ-
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, হর্ষিত রাণা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ।