india-vs-uae-team-india-probable-xi

Asia Cup 2025: বুধবার এশিয়া কাপ অভিযান শুরু করছে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ ভারত। গ্রুপ-এ’র প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরশাহী। আগামী রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে হবে ‘মেন ইন ব্লু’কে। তার আগে আমিরশাহী ম্যাচ কোচ গৌতম গম্ভীরের কাছে সঠিক টিম কম্বিনেশন খুঁজে নেওয়ার সেরা সুযোগ। এখনও পর্যন্ত সংবাদমাধ্যম সূত্রে যা জানা গিয়েছে তা থেকে পরিষ্কার যে ওপেনিংয়ে সঞ্জু স্যামসন নয়, বরং অভিষেক শর্মা’র সাথে দেখা যাবে শুভমান গিলকে (Shubman Gill)। তিন নম্বরে নামবেন তিলক বর্মা। দারুণ ফর্মে রয়েছেন হায়দ্রাবাদের তরুণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছেন জোড়া শতরান। এশিয়া কাপেও সেই ছন্দ ধরে রাখুন তিনি, চাইছেন অনুরাগীরা। প্রত্যাশামতই চার নম্বরে দেখা যাবে অধিনায়ক সূর্যকুমারকে (Suryakumar Yadav)। পাঁচে থাকবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

ওপেনিং স্লটের পাশাপাশি ভারতীয় একাদশে সম্ভবত জায়গাও হারাচ্ছেন সঞ্জু স্যামসন। গতকালের প্র্যাক্টিস সেশনে প্রধান নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছিলো জিতেশ শর্মা’কে (Jitesh Sharma)। উইকেটরক্ষক হিসেবে হয়ত অগ্রাধিকার পাবেন তিনিই। দুবাইয়ের বাইশ গজের কথা মাথায় রেখে স্পিনকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ‘মেন ইন ব্লু।’ থাকছেন স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)। পাশাপাশি দুই ফ্রন্টলাইন স্পিনার হিসেবে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকেও একাদশে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। এক বছরেরও বেশী সময় জাতীয় দলের হয়ে টি-২০ খেলেন নি জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। আমরশাহী ম্যাচ দিয়েই প্রত্যাবর্তন ঘটানোর সম্ভাবনা তাঁর। বুমরাহ’র সাথে পেস ব্যাটারির ধার বাড়াতে দেখা যাবে আর্শদীপ সিং-কে। তৃতীয় পেস বিকল্প হিসেবে থাকছেন হার্দিক। কোচ গম্ভীরের পছন্দের হর্ষিত রাণাকে সম্ভবত বসতে হবে রিজার্ভ বেঞ্চেই।

Read More: কোথায় বিনামূল্যে দেখা যাবে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচগুলি, জানুন বিস্তারিত !!

Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-

ভারত (IND) বনাম সংযুক্ত আরব আমিরশাহী (UAE)

ম্যাচ নং- ০২

তারিখ- ১০/০৯/২০২৫

ভেন্যু- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

Dubai International Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Dubai International Cricket Stadium, Dubai | Image: Getty Images
Dubai International Cricket Stadium, Dubai | Image: Getty Images

এশিয়া কাপে (Asia Cup 2025) মুখোমুখি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী (IND vs UAE)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ম্যাচটি। এই মাঠে ইনিংসের শুরুতে দ্রুত রান তোলার সুযোগ পান ব্যাটাররা। তবে খেলা যত গড়ায় ততই মন্থর ও স্পিনসহায়ক হয়ে পড়ে বাইশ গজ। তখন ছড়ি ঘোরান স্পিনাররা। পরিসংখ্যান বলছে যে আজ অবধি সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে মোট ১১০টি টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে ৫১টিতে জিতেছে প্রথম ব্যাটিং করা দল। আর রান তাড়া করতে নামা দলের জয়ের সংখ্যা ৫৮। প্রথম ইনিংসে দুবাইতে গড় স্কোড় ঘোরাফেরা করে ১৩৯-এর আশেপাশে। আর দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা দাঁড়ায় ১২৩-এ। টসজয়ী অধিনায়ক বুধবারের ম্যাচে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

IND vs UAE, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs UAE | Asia Cup 2016 | Image: Getty Images
IND vs UAE | Asia Cup 2016 | Image: Getty Images
  • মোট ম্যাচ- ০১
  • ভারতের জয়- ০১
  • আমিরশাহীর জয়- ০০
  • অমীমাংসিত- ০০
  • শেষ সাক্ষাতে ফলাফল- ভারত ৯ উইকেটের ব্যবধানে জয়ী

Key Players (সম্ভাব্য তারকা)-

অভিষেক শর্মা-

এই মুহূর্তে আইসিসি বিশ্বর‍্যাঙ্কিং-এর শীর্ষস্থানে রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। গত কয়েকমাসে ধূমকেতুর মত উত্থান হয়েছে পাঞ্জাবের বাম হাতি ব্যাটারের। ইতিমধ্যেই কুড়ি-বিশের ফর্ম্যাটে জোড়া শতরানও করে ফেলেছেন তিনি। ধারে ও ভারে অনেক পিছিয়ে থাকা সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধেও (IND vs UAE) জ্বলে উঠতে পারে তাঁর ব্যাট। পাওয়ার-প্লে’তেই প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিতে পারেন তরুণ ওপেনার।

জসপ্রীত বুমরাহ-

গত বছর অসামান্য পারফর্ম্যান্স করে ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তারপর আর দেশের হয়ে কুড়ি-বিশের ক্রিকেটে দেখা যায় নি তাঁকে। প্রায় ১৫ মাস পর ক্ষুদ্রতম ফর্ম্যাটে কামব্যাক করছেন তারকা পেসার। আকাশছোঁয়া প্রত্যাশা থাকবে তাঁর কাছে। তবে এশিয়া কাপের (Asia Cup 2025) চ্যালেঞ্জ নিতে তিনি যে তৈরি তা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বুঝিয়ে দিয়েছেন বুমরাহ। লিডস, লর্ডসের মত মাঠে নিয়েছেন ফাইফার। বুধবারের ম্যাচে নতুন বল তাঁর হাতেই তুলে দেবেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

বরুণ চক্রবর্তী-

দুবাইয়ের বাইশ গজ সাধারণত স্পিন সহায়ক হয়ে থাকে। বিশেষ করে মাঝের ওভারগুলিতে কার্যকরী হন ঘূর্ণি বোলাররাই। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পরিবেশ ও পরিস্থিতির ফায়দা তুলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। মাসখানেক আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুবাইয়ের মাঠেই দুর্দান্ত সাফল্য পেয়েছিলেন তামিলনাড়ুর রহস্য স্পিনার। মাত্র তিন ম্যাচে নিয়েছিলেন ৯ উইকেট। চাইবেন এশিয়া কাপের (Asia Cup 2025) শুরুতেও সেই আগুনে ফর্ম ধরে রাখতে।

সম্ভাব্য একাদশ-

Indian Cricket Team | Asia Cup 2025 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

ওপেনার- অভিষেক শর্মা, শুভমান গিল

মিডল অর্ডার- তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া

ফিনিশার- জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল

বোলার- আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী

উইকেটরক্ষক- জিতেশ শর্মা

এক নজরে সম্ভাব্য একাদশ-

অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

Also Read: কোনো সৌজন্য নয়, এশিয়া কাপের অনুশীলনে এই কারণে হাত মেলালেন না ভারত-পক ক্রিকেটাররা‌ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *