asia-cup-2025-india-restricts-uae-for-57

Asia Cup 2025: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এশিয়া কাপ (Asia Cup 2025) অভিযান শুরু করেছে ভারত। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। সাম্প্রতিক অতীতে পাকিস্তান-আফগানিস্তানের মত প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই উপহার দিয়েছে আমিরশাহী। আজ টিম ইন্ডিয়ার বিরুদ্ধেও চমক দিতে পারেন মহম্মদ ওয়াসিম, রাহুল চোপড়ারা, আশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু হতাশই হতে হলো তাঁকে। তারকাখচিত ভারতীয় (Team India) বোলিং লাইন-আপের বিরুদ্ধে রীতিমত অসহায় আত্মসমর্পণ করলো মধ্যপ্রাচ্যের দেশ। প্রথম উইকেটের জন্য চতুর্থ ওভার অবধি অপেক্ষা করতে হয়েছিলো ‘মেন ইন ব্লু’কে। কিন্তু এরপর কুলদীপ যাদব ও শিবম দুবের তাণ্ডবে তাসের ঘরের মত ভেঙে পড়ে আমিরশাহী ব্যাটিং। ১৩.১ ওভারে ৫৭ তুলেই থামতে হয় তাদের।

Read More: Asia Cup 2025: “ওদের নিয়ে ছেলেখেলা করলো…” ৫৭ রানেই গুটিয়ে গেল UAE’এর ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

দুবাইয়ের মাঠে অসম লড়াই-

Suryakumar Yadav and Kuldeep Yadav | Asia Cup | Image: Getty Images
Suryakumar Yadav and Kuldeep Yadav | Asia Cup | Image: Getty Images

ভারতের বিরুদ্ধে ইনিংসের শুরুটা ভালোই করেছিলো সংযুক্ত আরব আমিরশাহী। প্রথম ওভারেই জোড়া বাউন্ডারি হাঁকিয়েছিলেন ওপেনার আলিশান শরাফু। তিন ওভার শেষে তাদের স্কোরবোর্ডে ছিলো বিনা উইকেটে ২৫ রান। ভাঙনের শুরুটা হয় চতুর্থ ওভারে। জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) ঘাতক ইয়র্কার ছিটকে দেয় শরাফুর অফস্টাম্প। ১৭ বলে ২২ করে ফেরেন তিনি। পঞ্চম ওভারে সাফল্য পেয়েছিলেন বরুণ চক্রবর্তী। তিনে নামা মহম্মদ জোহায়েবকে সাজঘরের রাস্তা দেখান তামিলনাড়ুর রহস্য স্পিনার। পাওয়ার প্লে’র ঠিক পরে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) হাতে বল তুলে দিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আমিরশাহীর লড়াইতে ফেরার যাবতীয় পথ বন্ধ করে দেন তিনিই। এক ওভারেই তুলে নেন রাহুল চোপড়া, মহম্মদ ওয়াসিম ও হর্ষিত কৌশিকের উইকেট। একপেশে হয়ে পড়ে প্রতিদ্বন্দ্বীতা।

ধুঁকতে থাকা আমিরশাহীকে আরও অন্ধকারে আজ ঠেলে দিলো শিবম দুবে’র (Shivam Dube) গোল্ডেন আর্ম। ২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৪ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন তিনি। আসিফ খান, ধ্রুব পরাশর ও জুনেইদ সিদ্দিকি আজ মুম্বই অলরাউন্ডারের শিকার হয়ে ফেরেন সাজঘরে। ১২তম ওভারে একটি উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল’ও। ৫ বলে ১ রান করে উইকেট হারান সিমরণজিৎ সিং। ১৪তম ওভারে দ্বিতীয় স্পেলের জন্য কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) ফিরিয়েছিলেন সূর্যকুমার। শেষ উইকেটটি তুলতে এক বলের বেশী খরচ করেন নি চায়নাম্যান স্পিনার। সঞ্জু স্যামসনের হাতে ধরা পড়েন হায়দার আলি। ২.১ ওভারে ৭ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে আজ মাঠ ছাড়েন কুলদীপ। ২০২৩-এর এশিয়া কাপ ফাইনালে মহম্মদ সিরাজের দাপটে ৫৫ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছিলো ভারত। আজ আমিরশাহীকে তারা থামিয়ে দিলো ৫৭ রানেই।

বোলিং-এর সিদ্ধান্ত আদৌ সঠিক ?

Shivam Dube and Hardik Pandya | Asia Cup | Image: Getty Images
Shivam Dube and Hardik Pandya | Asia Cup | Image: Getty Images

আগামী রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে (IND vs PAK)। তার আগে আজকের পারফর্ম্যান্স নিঃসন্দেহে স্বস্তি যোগাবে টিম ম্যানেজমেন্টকে। পাশাপাশি টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়ে উঠবে প্রশ্ন’ও। ধারে-ভারে অনেক পিছিয়ে থাকা আমিরশাহীর বিরুদ্ধে ‘মেন ইন ব্লু’ যে জিতবে তা একপ্রকার নিশ্চিতই ছিলো। তাই আসন্ন পাকিস্তান ম্যাচের কথা মাথায় রেখে ব্যাটিং অর্ডারকে ২০ ওভার দুবাইয়ের বাইশ গজের সাথে সড়গড় হওয়ার সুযোগ দেওয়াই কি উচিৎ ছিলো না? ধন্ধে বিশেষজ্ঞমহল। অধিনায়ক সূর্যকুমার (Suryakumar Yadav) অবশ্য এসব নিয়ে আপাতত ভাবতে রাজী নন। টসের সময় সাক্ষাৎকারে তিনি জানান, “প্রয়োজনে ব্যাটিং করতে আমাদের কোনো অসুবিধা নেই। সব রকমের পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুত। তবে আজকে আমরা প্রথমে বোলিং-ই করব।”

Also Read: Asia Cup 2025: “উপেক্ষার যোগ্য জবাব…” কুলদীপের ঘূর্ণিতে ধরাশায়ী আমিরশাহী, হইচই নেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *