Asia Cup

Asia Cup 2025: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি ভারতের। রবিবাসরীয় ফাইনালে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ও ফখর জামানের সৌজন্যে একটা সময় ঝড়ের গতিতে এগোচ্ছিলো পাকিস্তান দল। কিন্তু দশম ওভারের পর থেকে মোড় বদলায় ম্যাচ। দুর্দান্ত পারফর্ম করে প্রতিপক্ষকে ১৪৬-এ গুটিয়ে দেন কুলদীপ, অক্ষর, বরুণ, বুমরাহরা (Jasprit Bumrah)। জবাবে ব্যাট করতে নেমে ফের চাপে পড়েছিলো ‘মেন ইন ব্লু।’ ২০ রানের মধ্যে হারিয়েছিলো ৩ উইকেট। কিন্তু কঠিন পরিস্থিতিতে এরপর সঙ্কটমোচন হয়ে ওঠেন তিলক বর্মা (Tilak Varma)। অপরজিত ৬৯ রানের ইনিংস খেলেন তিনি। কার্যকরী অবদান রাখেন সঞ্জু স্যামসন ও শিবম দুবে’ও। শেষমেশ দুই বল বাকি থাকতে এশিয়া কাপ (Asia Cup 2025) ঘরে তোলে টিম ইন্ডিয়া।

Read More: Asia Cup 2025: “আমিই জেতাব…” ফলে গেলো রিঙ্কু’র ভবিষ্যদ্বাণী, ফিনিশারের ব্যাটেই এশিয়া কাপ ভারতের !!

২০২৫-এর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত ও পাকিস্তানের মধ্যে মাঠের লড়াই যতটা না প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়েছে, তার চেয়ে অনেক বেশী টানটান উত্তেজনা দেখা গিয়েছে মাঠের বাইরের দ্বৈরথে। পহলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর দুই দেশের সম্পর্কে টেনশনের চোরাস্রোত ছিলোই, তাই যেন দাবানলে পরিণত হয়েছিলো এশিয়া কাপ চলাকালীন। অভিযোগ-পাল্টা অভিযোগ, হাত মেলানোয় অনীহা, আগ্রাসী উদ্‌যাপন, বিতর্কিত অঙ্গভঙ্গি-বাদ যায় নি কিছুই। ফাইনালের পরেও সেই দড়ি-টানাটানি রইলো অব্যাহতই। এই মুহূর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান মহসীন নকভি (Mohsin Naqvi)। তিনি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং একইসঙ্গে পাক সরকারের মন্ত্রীও। তাঁর হাত থেকে কোনো মূল্যেই ট্রফি নেবে না ভারত, আগেই স্পষ্ট করেছিলেন সূর্যকুমাররা। খেলা শেষেও সেই অবস্থানে অনড় রইলেন তাঁরা।

মঞ্চে প্রস্তুত ছিলেন নকভি (Mohsin Naqvi)। কিন্তু ট্রফি নিতে এগিয়ে যান নি ভারতীয় খেলোয়াড়রা। শেষমেশ পাক খেলোয়াড়দের রানার্স-আপ পদক নেওয়া শেষ হলে বিজিত অধিনায়ক সলমন আলি আঘা’র হাতে পুরষ্কারের চেক তুলেই সরে দাঁড়াতে হয় তাঁকে। এরপর টুর্নামেন্টের সেরা বোলারের পুরষ্কার নিতে মঞ্চে ওঠেন কুলদীপ যাদব। সেরা খেলোয়াড়ের পুরষ্কার নিতে যান অভিষেক শর্মা। কয়েক মিটার দূরে দাঁড়ানো মহসীনের দিকে ঘুরেও তাকান নি কেউই। ট্রফি বা চেক সংগ্রহ করার পর তাঁরা সাক্ষাৎকার দেন নিউজিল্যান্ডের প্রাক্তনী সাইমন ডুল’কে (Simon Doull)। কখন বিজয়ী অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে ট্রফি? কে দেবেন পুরষ্কার? অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন দর্শকেরা। শেষমেশ ডুল জানান যে আজ আর ট্রফি নেবেই না ভারত। অর্থাৎ বিতর্ক জিইয়ে রেখেই শেষ হলো এবারের এশিয়া কাপ (Asia Cup 2025)।

নকভি’কে বয়কট ভারতের, দেখুন ভিডিও-

Also Read: Asia Cup 2025: পাকিস্তানের ‘প্লেন’ মাটিতে নামালো টিম ইন্ডিয়া, তিলকের দুর্ধর্ষ ব্যাটিংয়ে এশিয়া কাপ সূর্যকুমারদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *