Asia Cup

Asia Cup 2025: দুবাইয়ের মাঠে আজ মহারণ। এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার খেতাবের জন্য সরাসরি লড়াই করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এবারের এশিয়া কাপে ইতিমধ্যেই দুইবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে উপমহাদেশের দুই ক্রিকেটীয় হেভিওয়েট। গ্রুপ পর্ব ও সুপার ফোর-দুই ম্যাচেই সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। আজকের ম্যাচেও সেই সাফল্যই ধরে রাখার চেষ্টায় ‘মেন ইন ব্লু।’ টসের মুদ্রাও পড়েছে তাদেরই পক্ষে। প্রথমে বোলিং বেছে নিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সমর্থকদের বড়সড় একটি দুঃসংবাদও দিয়েছেন তিনি। চোটের জন্য পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আজ নামতে পারবেন না মাঠে, আক্ষেপের সুরেই জানিয়েছেন সূর্য। তাঁর পরিবর্তে রিঙ্কু সিং-কে সামিল করা হয়েছে একাদশে।

Read More: IND vs PAK ASIA CUP 2025 TOSS REPORT in BENGALI: টস জিতলো ভারত, মেগা ফাইনাল থেকে ছিটকে গেলেন তারকা খেলোয়ার !!

শ্রীলঙ্কার বিরুদ্ধে গত পরশু সুপার ফোর পর্বে শেষ ম্যাচ ছিলো টিম ইন্ডিয়া’র। দুবাইয়ের গরম সেদিন সমস্যায় ফেলেছিলো হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। পেশীতে টান ধরে তাঁর। মাত্র এক ওভার বোলিং করার পরেই মাঠ ছেড়েছিলেন তিনি। আর তাঁকে দেখা যায় নি বোলিং রান-আপে। তাঁর অনুপস্থিতি চিন্তা বাড়িয়েছিলো ভারতীয় সমর্থকদের। ম্যাচ শেষে ভারতীয় বোলিং কোচ মর্ণি মর্কেল সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে হার্দিককে নিয়ে কোনো সিদ্ধান্তে আসার আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান তাঁরা। গতকাল বেশ কিছু অসমর্থিত সূত্র মারফত খবরও মিলেছিলো যে চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন তারকা অলরাউন্ডার। রবিবারের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে পারেন তিনি। কিন্তু শেষমেশ সেই খবর যে সত্য নয়, তা প্রমাণিত হলো আজ। গুরুত্বপূর্ণ ফাইনাল থেকে ছিটকেই গেলেন হার্দিক (Hardik Pandya)।

হার্দিকের মতই পেশীর টান সমস্যায় ফেলেছিলো অভিষেক শর্মাকেও (Abhishek Sharma)। তবে সুস্থ হয়ে মাঠে নামছেন তিনি। এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে ভারতীয় একাদশে তিন-তিনটি পরিবর্তনের পথে হেঁটেছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। তবে হার্দিকের ছিটকে যাওয়া ছাড়া বাকি দুই বদল অবশ্য প্রত্যাশিতই ছিলো। শ্রীলঙ্কার বিরুদ্ধে রোটেশন নীতিতে ভরসা রেখেছিলো টিম ম্যানেজমেন্ট। তাই সুযোগ পেয়েছিলেন আর্শদীপ সিং ও হর্ষিত রাণা। আজ তাঁদেরকে ছেঁটে ফেলেছে ‘মেন ইন ব্লু।’ তাঁদের বদলে একাদশে ফিরেছেন জসপ্রীত বুমরাহ ও শিবম দুবে। এশিয়া কাপের অধিকাংশ ম্যাচে বুমরাহ’র সাথে নতুন বলে ইনিংস শুরু করেছেন হার্দিক। আজ তিনি না থাকায় দ্বিতীয় পেস বিকল্প শিবম’ই। তাঁর হাতেই সূর্য নতুন বল তুলে দেন, নাকি শুরুতেই স্পিন আক্রমণের পথে হাঁটেন, সেদিকে নজর থাকবে ক্রিকেটজনতার।

Also Read: ফাইনাল জিতলে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবেন সূর্যকুমার? উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *