ভারতের বিরুদ্ধে আরও একবার অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের (IND vs PAK)। গত রবিবার এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। বুমরাহ-অক্ষর-কুলদীপদের বিপক্ষে কোনো রকম প্রতিরোধই গড়ে তুলতে পারে নি তাদের মিডল অর্ডার। সাইম আইয়ুব, ফখর জামান’রা দ্রুত ফেরেন সাজঘরে। অধিনায়ক আঘা ৩ রানের বেশী করতে পারেন নি। শেষমেশ সাহিবজাদা ফারহানের ৪৪ বলে ৪০ ও শাহীন শাহ আফ্রিদির ১৬ বলে ৩৩*-এর সৌজন্যে ২০ ওভারে ১২৭ অবধি পৌঁছেছিলো পাকিস্তান। ছন্দে থাকা ভারত মাত্র ১৫.৫ ওভারেই তাড়া করে ফেলে ১২৮ রানের লক্ষ্য। ১৩ বলে ৩১ রানের ধুন্ধুমার ইনিংস খেলেন অভিষেক শর্মা। অধিনায়ক সূর্যকুমারের (Suryakumar Yadav) ব্যাট থেকে আসে ৪৭*। একপেশে ম্যাচ দেখে বেশ হতাশ ক্রিকেটমহল। হতশ্রী পারফর্ম্যান্সের কারণে তোপের মুখে পাক শিবির।
Read More: ভারতের কাছে হারের পর আইসিসির কাছে দরবার, পাকিস্তানের নাকে-কান্না ক্রিকেট মহলে চর্চায় !!
পাকিস্তানকে আক্রমণ সুনীল গাওস্করের-

এশিয়া কাপে (Asia Cup 2025) ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাওস্কর (Sumil Gavaskar)। সাম্প্রতিক অতীতে পাকিস্তানের ক্রিকেটে যে অধঃপতন দেখা গিয়েছে তা মেনে নিতে পারছেন না তিনি। রবিবার খেলা শেষে তিনি জানান, “আমি ১৯৬০ থেকে পাকিস্তান দলকে দেখে আসছি। একটা সময় লোকাল ট্রেন ধরে চার্চ গেট স্টেশনে নেমে দৌড়ে যেতাম ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হানিফ মহম্মদ সাহেবের খেলা দেখার জন্য। এই প্রথম মনে হলো যে এটা কোনো পাকিস্তান দলই নয়।” সলমন আলি আঘা, শাহীন শাহ আফ্রিদিদের ‘পোপটওয়াড়ি দল’ বলে ব্যঙ্গও করেছেন গাওস্কর। পাকিস্তানের পারফর্ম্যান্স মন ভরাতে পারে নি সৌরভ গঙ্গোপাধ্যায়েরও (Sourav Ganguly)। সোমবার তিনি বলেন, “যা দেখলাম তাতে আমি মোটেও অবাক হই নি। প্রথম ১৫ ওভার দেখার পর আমি (ভারত-পাক ম্যাচ) বন্ধই করে দিয়েছিলাম। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ম্যাঞ্চেস্টার সিটির ম্যাচ দেখছিলাম।”
ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে হারের পর নিজেদের দেশেই তোপের মুখে পড়েছেন পাক ক্রিকেটাররা (IND vs PAK)। একটি টিভি শো’তে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার (Shoaib Akhtar) বলেন, “আমি ভাষা হারিয়েছি।” বিশ্বের সেরা দলগুলি যে স্তরের ক্রিকেট এই সময় খেলছে তার ধারেকাছেও পৌঁছতে পারছে না পাকিস্তান, আক্ষেপ তাঁর। সাইম আইয়ুব, ফখর জামান’রা ‘ক্লাব ক্রিকেটের স্তরে রয়েছেন’, বলেও কটাক্ষ করেছেন তিনি। রবিবারের ম্যাচে পাকিস্তানের তরফে টি-২০ সুলভ ইনিংস একমাত্র খেলেচেন শাহীন শাহ আফ্রিদি। যিনি কিনা ‘ফ্রন্টলাইন’ ব্যাটার’ই নন। “ব্যাটিং বিভাগের অবস্থা তো এর থেকেই স্পষ্ট হয়,” খোঁচা শোয়েবের। ‘বিরক্ত’ ওয়াসিম আক্রম’ও। বলেছেন, “পাকিস্তান ৬৩টা ডট বল খেলেছে-অর্থাৎ ১০ ওভার ডট হয়েছে। ভারতীয় বোলারদের কৃতিত্ব দিতে হবে কিন্তু মহম্মদ নওয়াজ, মহম্মদ হারিস আর আমাদের অধিনায়ককে দেখে খারাপ লাগছে।”
কটাক্ষ গাওস্করের, দেখুন ভিডিও-
Sunny G: No chill edition 🤭🔥
Agree with his take on Pakistan?
Watch the #DPWorldAsiaCup2025, from Sept 9-28, 7 PM onwards, LIVE on the Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork #INDvPAK pic.twitter.com/oPblRNgJBk
— Sony Sports Network (@SonySportsNetwk) September 15, 2025
হ্যান্ডশেক বিতর্কে সূর্যের পাশেই সানি-

পহলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম ক্রিকেটের বাইশ গজে মুখোমুখি হওয়ার কথা ছিলো দুই দেশের। এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচ ঘিরে তাই চোরা টেনশন ছিলোই। ধিকি ধিকি জ্বলতে থাকা আগুন দাবানলের আকার ধারণ করে খেলা শেষ হওয়ার পর। ছক্কা হাঁকিয়ে ম্যাচ ‘ফিনিশ’ করে সটান সাজঘরে ফিরে যান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। প্রথা মেনে প্রতিপক্ষের সাথে হাত মেলাতে এগিয়ে আসেন নি টিম ইন্ডিয়ার কেউই। পাকিস্তান এই আচরণ’কে ‘অক্রিকেটীয়’ বললেও মানতে রাজী নন সুনীল গাওস্কর। সূর্যদের পাশে দাঁড়িয়েই তিনি জানিয়েছেন, “আমি নিজে ব্যাপারটা দেখি নি। তবে কে কার সাথে হাত মেলাবে, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি জানি না মাঠে কি হয়েছিলো। কোনো ঝামেলা হয়েছিলো কিনা। কিন্তু কেউ হাত মেলাতে না চাইলে সেটা তার অধিকারের মধ্যেই পড়ে।”