gambhir-urges-team-india-to-shake-hands-with-umpires

Asia Cup 2025: ভারত ও পাকিস্তানের মধ্যে মানের তফাৎ ঠিক কতটা তা ফের একবার স্পষ্ট হলো গতকাল। এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বে ৭ উইকেটে হারতে হয়েছিলো পাক শিবির’কে। গতকাল সুপার ফোরের দ্বৈরথে ভারত জয় ছিনিয়ে নিলো ৬ উইকেটের ব্যবধানে (IND vs PAK)। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ ফিল্ডাররা তিনটি ক্যাচ ফস্কালেও ১৭১-এর বেশী প্রতিপক্ষকে এগোতে দেন নি শিবম দুবে, বরুণ চক্রবর্তীরা। জবাবে ব্যাট করতে নেমে পাক বোলিং নিয়ে রীতিমত ছেলেখেলা করেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুভমান গিল। তাঁদের ওপেনিং জুটিতেই স্থাপিত হয়েছিলো জয়ের ভিত। বাকি কাজটুকু সম্পূর্ণ করেন হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা’রা (Tilak Varma)। ৭ বল বাকি থাকতেই ২ পয়েন্ট নিশ্চিত করে ফেলে ভারত। এক পা এগিয়ে যায় ফাইনালের দিকে।

Read More: ভারত-পাক ম্যাচে উত্তপ্ত পরিস্থিতি, হারিস রাউফ‌‌‌ এবং অভিষেক শর্মার হলো জরিমানা !!

আম্পায়ারদের সাথে হ্যান্ডশেক ভারতের-

Hardik Pandya and Tilak Varma | Asia Cup 2025 | Image: Twitter
Hardik Pandya and Tilak Varma | Asia Cup 2025 | Image: Twitter

১৪ তারিখের ম্যাচের পর প্রথা মেনে প্রতিপক্ষ খেলোয়াড়দের সাথে করমর্দন করেন নি ভারতীয় তারকারা। পহলগাম হামলায় নিহতদের শ্রদ্ধার্ঘ্য জানাতেই এই অবস্থান, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানেই জানিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পরে সাংবাদিক সম্মেলনেও একই কথা শোনা গিয়েছিলো তাঁর মুখে। টিম ইন্ডিয়ার আচরণ’কে ‘অখেলোয়াড়োচিত’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলো পিসিবি। তারা কাঠগড়ায় তুলেছিলো ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকেও *(Andy Pycroft)। তাঁর অপসারণ চেয়ে চিঠি লিখেছিলেন মহসীন নকভিরা। সেই নিয়ে একপ্রস্থ নাটক চলেছে গত কয়েকদিনে। আইসিসি’র সাথে অবধি সংঘাতে জড়িয়েছে পাক বোর্ড। এই আবহে সুপার ফোরের ম্যাচে কী দাঁড়ায় পরিস্থিতি সেদিকে নজর ছিলো সকলের।

শাহীনকে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ ‘ফিনিশ’ করার পর দ্রুত মাঠ ছেড়েছিলেন তিলক বর্মা (Tilak Varma)। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আম্পায়ারদের সাথে ‘হ্যান্ডশেক’ করলেও সৌজন্য প্রদর্শনের কথা মাথায় আসে নি হায়দ্রাবাদের তরুণের। করমর্দন করেন নি ডাগ-আউটে থাকা ভারতীয় দলের বাকি সদস্যরাও। শেষমেশ আম্পায়ারদের সাথে হ্যান্ডশেকের জন্য তাঁদের ডেকে আনেন খোদ কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। একটি ভাইরাল ভিডিওতে তাঁকে ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে, “আরে আম্পায়ারদের সাথে তো হাত মিলিয়ে যা।” কোচের কথায় মাঠে ফেরেন ক্রিকেটাররা। দুই আম্পায়ার সোহেল গাজি ও আহমেদ শাহ পাখতিনের সাথে হাত মিলিয়ে ফের সাজঘরে ফিরে যান তাঁরা। পাকিস্তানের জন্য বরাদ্দ থাকে উপেক্ষাই। থমথমে মুখেই মাঠ ছাড়েন সলমল আলি আঘা’রা।

দেখে নিন সেই ভিডিও-

ম্যাচ জিতে পাকিস্তানকে খোঁচা সূর্যের-

Suryakumar Yadav | Asia Cup 2025 | Image: Twitter
Suryakumar Yadav | Asia Cup 2025 | Image: Twitter

১৪ তারিখ জয়ের পর সাংবাদিক সম্মেলনে পহলগাম হামলা ও অপারেশন সিঁদুরের উল্লেখ করেছিলেন সূর্যকুমার যাদব। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিলো পাকিস্তানে। নেটদুনিয়ায় আক্রমণের মুখেও পড়তে হয় তঁকে। তবে তাতে বিশেষ বিচলতি নন সূর্য। চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) দ্বিতীয়বার পাকিস্তানকে হারানোর ফের একবার পড়শি দেশকে খোঁচা দিলেন ভারত অধিনায়ক। তিনি বলেন, “আমার মতে কোনো দুই দল যদি ১৫-২০টা ম্যাচ খেলে এবং ফলাফল ৭-৭ হয় বা কোনো এক পক্ষ এগিয়ে থাকে ৮-৭ ফলে, তাহলে সেটাকে প্রতিদ্বন্দ্বীতা বলা যায়। আমি সঠিক পরিসংখ্যানটা জানি না, কিন্তু কোনো এক পক্ষ যদি ১৩-০ বা ১০-১ এগিয়ে থাকে তাহলে সেটা আর প্রতিদ্বন্দ্বীতা থাকে না। হ্যাঁ, আমি মনে করি যে আজ আমরা ওদের (পাকিস্তান) থেকে ভালো ক্রিকেট খেলেছি।”  

Also Read: Asia Cup 2025: পাত্তাই পেলো না পাকিস্তান, অভিষেকের তাণ্ডবে আরও একবার দাপুটে জয় ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *