Asia Cup 2025: প্রথম সাক্ষাতে পাকিস্তানকে সহজেই হারিয়েছে টিম ইন্ডিয়া। চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) আজ দ্বিতীয় বার মুখোমুখি উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তি। দুবাইয়ের মাঠে টসের মুদ্রা পড়েছে সূর্যকুমার যাদবের পক্ষে। পরিসংখ্যান মাথায় রেখে প্রথম বোলিং করার সিদ্ধান্তই নিয়েছেন তিনি। গত রবিবার গ্রুপ পর্বের খেলায় পাকিস্তানকে দেখে মনে হয়েছিলো বেশ খানিকটা গুটিয়ে রয়েছে তারা। শট খেলার সময় দ্বিধায় ছিলেন ব্যাটাররা। আজ কিন্তু বেশ সপ্রতিভ লাগছে তাঁদের। সাইম আইয়ুব নয়, আজ পাকিস্তানের হয়ে সাহিবজাদা ফারহানের সাথে ওপেন করেছিলেন ফখর জামান (Fakhar Zaman)। পাওয়ার প্লে’তে জসপ্রীত বুমরাহ’র বিরুদ্ধেও আক্রমণের পথে হাঁটছিলেন দু’জনেই। যা কপালে চিন্তার ভাঁজ ফেলেছিলো ভারতীয় শিবিরের। শেষমেশ স্বস্তি এনে দিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ফখরকে সাজঘরে ফেরালো তাঁর স্লোয়ার।
Read More: সেক্স স্ক্যান্ডালে জড়িয়েছে শিরোনামে ক্রিস গেইল, ‘ইউনিভার্স বস’র জন্মদিনে ফিরে দেখা সেই অন্ধকার অধ্যায় !!
প্রথম ওভারেই হার্দিকের (Hardik Pandya) বলে বড় শট হাঁকাতে গিয়ে থার্ড ম্যানে ক্যাচ তুলে দিয়েছিলেন সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)। সামনের দিকে শরীর ছুঁড়ে সেই বল তালুবন্দী করতে পারেন নি অভিষেক শর্মা। দ্বিতীয় সুযোগের জন্য হার্দিককে অপেক্ষা করতে হয় তৃতীয় ওভার অবধি। শেষমেশ ধীর গতির ডেলিভারিতে বাজিমাত করলেন তিনি। ফুল লেন্থে পিচ করার পর শেষ মুহূর্তে আউটস্যুইং করেছিলো ভারতীয় অলরাউন্ডারের ডেলিভারি। ফখরের বাড়িয়ে দেওয়া ব্যাটের বাইরের কোণ ছুঁয়ে উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের (Sanju Samson) দস্তানায় জমা পড়ে বল। পাক ব্যাটারের আউটটি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। বল সঞ্জুর গ্লাভসে আশ্রয় নেওয়ার আগে মাটি স্পর্শ করেছিলো কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। পাক সমর্থক এমনকি ধারাভাষ্যকারও প্রশ্ন তুলতে শুরু করেছেন বিষয়টি নিয়ে।
মাঠে উপস্থিত দুই আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন নি। তাঁরা সাহায্য চান তৃতীয় আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে’র (Ruchira Palliyaguruge)। বেশ কয়েকবার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ফখর’কে আউটই ঘোষণা করেন শ্রীলঙ্কান আম্পায়ার। বলের তলায় সঞ্জুর দস্তানা রয়েছে, দাবী করেন তিনি। গত রবিবারের ভারত-পাক ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন পাল্লিয়াগুরুগে। তাঁর দেওয়া বেশ কয়েকটি লেগবিফোর উইকেটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিলো। ডিআরএস নিয়ে সেই যাত্রায় রক্ষা পেয়েছিলেন পাক ব্যাটার। আজ তাঁর ‘বিতর্কিত’ সিদ্ধান্তও ভারতের পক্ষেই যাওয়ায় উঠতে শুরু করেছে পক্ষপাতিত্বের অভিযোগ। তবে নেটদুনিয়ায় তা অবশ্য নস্যাৎ করে দিয়েছেন টিম ইন্ডিয়া ভক্তেরা। ভিডিও পোস্ট করে তাঁরা দাবী করছেন যে ভুল করেন নি পাল্লিয়াগুরুগে। সত্যিই সঞ্জু’র দস্তানা ছিলো বলের তলায়।
দেখে নিন উইকেটের ভিডিও-
#PAKvIND to all Pakistani crying..look at the video pic.twitter.com/TzEx79Fq7f
— Pranesh Upadhyay (@PraneshUpadhyay) September 21, 2025