dj-plays-jalebi-baby-instead-of-pak-anthem

Asia Cup 2025: সাম্প্রতিক অতীতে পাকিস্তান বারবার নাস্তানাবুদ হয়েছে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে। ছবিটা বদলালো না গতকালও। এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচে ৭ উইকেটের ব্যবধানে সহজ জয় পেলো ভারত। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। টপ-অর্ডারে কাঁপুনি ধরান বুমরাহ, অক্ষররা। দাপুটে বোলিং করেন কুলদীপ’ও। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৭-এর বেশী এগোতে পারে নি ‘মেন ইন গ্রিন।’ স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে ১৫.৫ ওভারের বেশী অপেক্ষা করতে হয় নি ভারতকে। ১৩ বলে ৩১ করে যে মঞ্চ গড়ে দিয়ে গিয়েছিলেন অভিষেক শর্মা, তার সদ্ব্যবহার করেন তিলক বর্মা (৩১), সূর্যকুমার যাদব’রা (৪৭*)। পহলগাম সন্ত্রাসবাদ ও অপারেশন সিঁদুরের কারণে এমনিতেই গতকালের ম্যাচ ছিলো বিতর্কিত। সেই আগুনে ঘি ঢাললো জাতীয় সঙ্গীত ও হ্যান্ডশেক বিতর্কও।

Read More: Asia Cup 2025: খড়কুটোর মত উড়ে গেলো পাকিস্তান, ৭ উইকেটে জিতে সুপার ফোরে টিম ইন্ডিয়া !!

বদলে গেলো পাকিস্তানের জাতীয় সঙ্গীত-

Salman Ali Agha and Suryakumar Yadav | Asia Cup 2025 | Image: Getty Images
Salman Ali Agha and Suryakumar Yadav | Asia Cup 2025 | Image: Getty Images

গতকালের ভারত-পাক (IND vs PAK) ম্যাচ শুরুর আগেই দেখা গেলো বিপত্তি। প্রথামাফিক সারিবদ্ধ ভাবে দাঁড়িয়েছিলেন দুই দেশের ক্রিকেটাররা। মাঠের সাউন্ড সিস্টেমে ঘোষণা করা হয় যে প্রথমে পাকিস্তানের ও পরে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হবে। সেই মত উঠে দাঁড়িয়েছিলেন গ্যালারিতে উপস্থিত দুই দলের সমর্থকেরাও। কিন্তু শুরুতেই দেখা গেলো বড়সড় বিপত্তি। কাওয়ামি তারানার বদলে পপ তারকা জেসন ডুরেলো ও টেশারের ‘জলেবি বেবি’ গানটি বাজিয়ে দেন ডিস্ক জকি। বেশ কয়েক সেকেন্ড সেই গান চলায় অপ্রস্তুত হয়ে পড়েন পাকিস্তানী ক্রিকেটাররাও। একে অপরের দিকে খানিক অবাক হয়েই তাকাচ্ছিলেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ভুল শুধরে নেন ডিজে। বেজে ওঠে পাক জাতীয় সঙ্গীত। জন গণ মন বাজানোর সময় অবশ্য কোনো সমস্যা হয় নি। নির্বিঘ্নেই গলা মেলান সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা।

রবিবারের ভারত-পাক (IND vs PAK) ম্যাচের দ্বিতীয় বিতর্কের কেন্দ্রে ‘হ্যান্ডশেক।’ পহলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর এমনিতেই চোরা টেনশন রয়েছে উপমহাদেশের দুই রাষ্ট্রের মধ্যে। তার প্রতিফলন দেখা গেলো খেলার মাঠেও। টসের সময় পাক অধিনায়ক সলমন আলি আঘার সাথে হাত মেলান নি ভারতীয় দলের ‘ক্যাপ্টেন’ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। খেলা শেষেও অপরিবর্তিত ছিলো তাঁর অবস্থান। ছক্কা হাঁকিয়ে ম্যাচ ‘ফিনিশ’ করে সটান ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন তিনি। সঙ্গে ছিলেন শিবম দুবেও (Shivam Dube)। কয়েক সেকেন্ডের মধ্যেই সাজঘরের দরজাও বন্ধ করে দেয় ‘মেন ইন ব্লু।’ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক স্পষ্ট জানিয়েছেন যে সচেতন হয়েই ‘হ্যান্ডশেক’ এড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। জয় পহলগামে নিহতদের উৎসর্গ করেন তিনি। পাশাপাশি ‘অপারেশন সিদুর’-এর জন্য ধন্যবাদ জানান সামরিক বাহিনীকেও।

বাজলো ‘জলেবি বেবি’, দেখুন ভিডিও-

ক্ষুব্ধ পাকিস্তান, বিজ্ঞপ্তি জারি PCB-র-

Suryakumar Yadav and Shivam Dube | Asia Cup 2025 | Image: Getty Images
Suryakumar Yadav and Shivam Dube | Asia Cup 2025 | Image: Getty Images

ভারতীয় ক্রিকেটাররা হাত না মেলানোয় ক্ষোভ ছড়িয়েছে পাক শিবিরে। গতকালের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা। সাংবাদিক সম্মেলনে কোচ মাইক হেসন (Mike Hesson) সমালোচনা করেছেন ‘মেন ইন ব্লু’র। “খেলা শেষে আমরা হাত মেলাতে প্রস্তুত ছিলাম। কিন্তু আমাদের প্রতিপক্ষ তা না করায় আমরা হতাশ। আমরা গিয়েছিলাম হাত মেলাতে। কিন্তু ততক্ষণে ওরা সকলেই সাজঘরে ফিরে গিয়েছিলো,” জানান তিনি। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে একটি অভিযোগপত্র’ও জমা দিয়েছেন পাক দলের ম্যানেজার নভীদ আক্রম চীমা। একটি বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, “ভারতের আচরণে পাক দল ক্ষুব্ধ। এহেন ব্যবহার ক্রিকেটীয় মানসিকতার পরিপন্থী।” পড়শি দেশ ক্ষোভ প্রকাশ করলেও তাতে বিশেষ পাত্তা দিতে অবশ্য রাজী নয় টিম ইন্ডিয়া। দলের সিদ্ধান্তকে সমর্থনই করেছেন কোচ গম্ভীর।

Also Read: Asia Cup 2025: ‘হ্যান্ডশেক’ না করেই মাঠ ছাড়লেন সূর্য-শিবম, ভারত-পাক ম্যাচ ঘিরে জ্বললো বিতর্কের আগুন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *