Asia Cup 2025: এশিয়া কাপের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। ওমানের বিপক্ষে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে পাহাড় সমান স্কোর খাড়া করবে ‘মেন ইন ব্লু,’ তেমনটাই আশা করেছিলেন সকলে। কিন্তু চমকে দিয়েছে ওমান। ভারতকে তারা বেঁধে রেখেছে ১৮৮’র মধ্যেই। রান তাড়া করতে নেমেও দুর্দান্ত পরিণতিবোধ দেখাচ্ছে তারা। অধিনায়ক যতীন্দর সিং ফিরেছিলেন নবম ওভারে। তারপর থেকে এখনও একটি উইকেটও হারায় নি তারা। দুর্দান্ত জুটি গড়েছেন হাম্মাদ মির্জা ও আমির কালিম। উইকেটের জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়ারা। দীর্ঘ অপেক্ষা শেষে ১৫তম ওভারে সুযোগ তৈরি করেছিলেন শিবম দুবে। কিন্তু ক্যাচ ধরতে পারেন নি অক্ষর প্যাটেল। বল তালুবন্দী করতে গিয়ে আহতও হন তিনি।
Read More: IND vs OMAN Asia Cup 2025: “কি করতে খেলতে গিয়েছে ?…” ওমানের বিরুদ্ধে ১৮৮ রান বানালো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
১৫তম ওভারের প্রথম ডেলিভারিটিই অফস্টাম্পের বাইরে খানিক ব্যাক অফ দ্য লেন্থ রেখেছিলেন শিবম দুবে। কাট মারার চেষ্টা করেন হাম্মাদ মির্জা। কিন্তু ব্যাট ও বলের মধ্যে সঠিক সংযোগ হয় নি। মিড অফ থেকে ক্যাচ ধরার জন্য দৌড়েছিলেন অক্ষর। বারদুয়েকের প্রচেষ্টা সত্ত্বেও বলকে আয়ত্বে আনতে পারেন নি টিম ইন্ডিয়ার অলরাউন্ডার। এরপর দেহের ভারসাম্য রাখতে না পেরে মাটিতে পড়ে যান তিনি। মাথায় আঘাত পান অক্ষর। আর মাঠে দাঁড়ান নি বাম হাতি তারকা। শ্রুশ্রূষার জন্য ডাগ-আউটে চলে যান। তাঁর ক্যাচ ফস্কানোর বড়সড় মূল্য অবশ্য চোকাতে হয়েছে টিম ইন্ডিয়াকে। যেখানে মিলতে পারত উইকেট, সেখানে তিন রান বাড়তি খরচ করতে হয় সূর্যকুমারের দল’কে। অক্ষরের ক্যাচ ফস্কানোর সুবাদে প্রান্ত বদল করতে পারেন ব্যাটার। আমির কলিম একটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে আরও ব্যাকফুটে ঠেলে দেন শিবমকে।
ওমান যখন প্রথম উইকেট হারিয়েছিলো, তখন তাদের স্কোরবোর্ডে ছিলো ৫৬ রান। প্রতিবেদন লেখার সময় সেই রানসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪১-এ। অর্থাৎ দ্বিতীয় উইকেটের জুটিতে ৮৫ রান স্কোরবোর্ডে যোগ করেছেন হাম্মাদ মির্জা ও আমির কলিম। এই দলটাই দিনকয়েক আগে পাকিস্তানের বিরুদ্ধে ৬৭তে অল-আউট হয়েছিলো তা যেন বিশ্বাস করতেও কষ্ট হয় আজকের খেলা দেখে। এখনও পর্যন্ত ১৮ বলে ওমানের প্রয়োজন ৪৮ রান। খাতায়-কলমে তাই ‘ফেভারিট’ বলতে হচ্ছে ভারতকেই। কিন্তু অ্যাসোসিয়েট নেশন আজ টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিং-এ শীর্ষস্থানে থাকা ‘মেন ইন ব্লু’র বিরুদ্ধে যে লড়াই উপহার দিলো আবু ধাবি’র বাইশ গজে, তা নিঃসন্দেহে আদায় করে নেবে ক্রিকেটদুনিয়ার কুর্নিশ। পাশাপাশি এশিয়া কাপের সুপার ফোর পর্বের আগে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের কপালে যে ভাঁজ ফেলবে তাও নিশ্চিত।