আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025)। উপমহাদেশীয় ক্রিকেটের দুই হেভিওয়েট দল ভারত ও পাকিস্তান (IND vs AUS) রয়েছে একই গ্রুপে। আগামী রবিবার অর্থাৎ ১৪ তারিখ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই দেশের। টুর্নামেন্টের যা ফর্ম্যাট তাতে সুপার ফোর পর্ব ও ফাইনালেও সম্মুখসমরে নামতে পারে তারা। বাইশ গজে ভারত-পাক দ্বৈরথ ঘিরে সবসময়ই থাকে উত্তেজনা। এবার পহলগাম সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের পর ক্রিকেটীয় যুদ্ধে রাজনীতিও জুড়ে যাওয়ায় সেই উত্তেজনার পারদ আরও চড়বে বলেই আন্দাজ করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু মেলে নি সেই ভবিষ্যদ্বাণী। ম্যাচের আর বাকি মাত্র পাঁচ দিন। কিন্তু এখনও পর্যন্ত অবিক্রিত রয়েছে বহু টিকিট। ক্রিকেটের এল-ক্লাসিকো ঘিরে দর্শকদের মধ্যে এই অনীহার কারণ কি? উঠেতে শুরু করেছে প্রশ্ন।
Read More: ঋষভ পান্থের চোট নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য, এই সিরিজেই ফিরছেন তিনি !!
এখনও অবিক্রিত এল-ক্লাসিকোর টিকিট-

ভারত-পাক ম্যাচ মানেই চোখে পড়বে টিকিটের হাহাকার, লক্ষ-লক্ষ টাকা দাম হাঁকবেন কালোবাজারিরা-এমন দৃশ্যই দেখে অভ্যস্ত ক্রিকেটজনতা। কিন্তু এবার ছবিটা বেশ আলাদা। দুবাইয়ের গ্যালারি সোল্ড-আউট হয় নি এখনও। পহলগাম সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্ক বজায় রাখার বিপক্ষে ছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ। কেন্দ্রীয় সরকার টিম ইন্ডিয়াকে পড়শি দেশের বিরুদ্ধে মাঠে নামার ক্ষেত্রে সবুজ সংকেত দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তাঁরা। এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচ ‘বয়কট’ করে কি সেই ক্ষোভই ফের একবার প্রকাশ করছেন তাঁরা? মনে করছেন অনেকে। বিশেষজ্ঞমহলের আরেক অংশ আবার বলছে যে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত সুপারস্টারদের অনুপস্থিতিতে জৌলুস হারিয়েছে টুর্নামেন্ট। দর্শকদের অনীহার কারণও সেটিই।
দুবাইতে কান পাতলে অবশ্য শোনা যাচ্ছে অন্য কথা। আয়োজক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) নয়া নীতির কারণেই কমেছে টিকিট বিক্রির সংখ্যা, উঠছে অভিযোগ। এশিয়া কাপে (Asia Cup 2025) কোনো একটি নির্দিষ্ট ম্যাচের টিকিট ক্রয়ের ব্যবস্থা রাখে নি এসিসি। বরং আনা হয়েছে নতুন ‘প্যাকেজ সিস্টেম।’ অর্থাৎ ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট কেউ কিনতে চাইলে তাঁকে একসাথে সাতটি ম্যাচের প্রবেশপত্রই নিতে হবে। ক্রিকেটের এল-ক্লাসিকো ছাড়া অন্যান্য ম্যাচগুলিকে লাইমলাইটে আনতে সাহায্য করবে এই ব্যবস্থা, অনুমান করেছিলো মহাদেশীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। কিন্তু ব্যুমেরাং হয়ে ফিরেছে তা। সুপার ফোর পর্ব বা ফাইনালকে রাখা হয় নি এই ‘প্যাকেজ’-এর ভিতরে। গ্রুপ পর্বের সাতটি ম্যাচের জন্য বিপুল অর্থ খরচ করতে চাইছেন না ক্রিকেটপ্রেমীরা। আলাদা আলাদা ম্যাচের টিকিট বিক্রি শুরু হোক, উঠছে দাবী।
জোরকদমে অনুশীলন ভারতের-

শুক্রবার থেকে দুবাইতে অনুশীলন শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। আইসিসি অ্যাকাডেমির মাঠে প্রথমে বেশ কিছুক্ষণ ফিটনেস ঝালিয়ে নিতে ব্রঙ্কো ড্রিল করতে দেখা গিয়েছে সূর্যকুমার যাদব, শুভমান গিল’দের। রাগবি থেকে শারীরিক সক্ষমতা পরীক্ষার এই নয়া পদ্ধতি ক্রিকেটে আমদানি করেছেন টিম ইন্ডিয়ার নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু। মধ্যপ্রাচ্যের গরমে এরপর ফিল্ডিং অনুশীলন করেন ভারতীয় তারকারা। জোর দেওয়া হয়েছে ক্যাচিং-এর ক্ষেত্রে। সবশেষে শুরু হয় ব্যাটিং অনুশীলন। দক্ষতায় শান দিতে দেখা গিয়েছে অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মাদের। এশিয়া কাপে (Asia Cup 2025) উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সম্ভবত অগ্রাধিকার পেতে চলেছেন জিতেশ শর্মা। প্রথম সারির ব্যাটারদের সাথেই নেটে অনুশীলন করেন তিনি। সঞ্জু স্যামসন’কে বরং দেখা গেলো অনেক পরে নেটে প্রবেশ করতে।