abhishek-sharma-wins-potm-vs-pakistan

Asia Cup 2025: এই ভারতের মোকাবলা করবে কে? এশিয়া কাপ (Asia Cup 2025) শুরুর আগে প্রশ্ন ভাসিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। কিংবদন্তি অলরাউন্ডারের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন ক্রিকেটমহলের একাংশ। আপত্তির অধিকাংশটাই এসেছিলো ওয়াঘা সীমান্তের ওপার থেকে। কিন্তু অশ্বিন যে আদতে ভুল কিছু বলেন নি তা ফের একবার আজ প্রমাণিত হলো দুবাইয়ের বাইশ গজে। গত রবিবার গ্রুপ পর্বের খেলায় পাকিস্তানকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছিলো টিম ইন্ডিয়া। আজ সুপার ফোর পর্বে জয়ের ব্যবধান দাঁড়ালো ৬ উইকেট। প্রথমে ব্যাটিং করে ১৭১ তোলার পর খানিক আত্মবিশ্বাস নিঃসন্দেহে পেয়েছিলো পাক শিবির। কিন্তু অভিষেক শর্মা’র (Abhishek Sharma) ধুন্ধুমার ইনিংসেই ধুয়েমুছে সাফ তাদের সাফল্যের যাবতীয় সম্ভাবনা। কার্যকরী ভূমিকা নিলেন শুভমান, তিলকরাও। ৭ বল বাকি থাকতেই বাজিমাত ‘মেন ইন ব্লু’র।

Read More: Asia Cup 2025: অর্ধশতক হাতছাড়া শুভমান গিলের, ধুন্ধুমার ইনিংসে দাঁড়ি টানলেন ফাহিম আশরাফ !!

অনবদ্য ব্যাটিং অভিষেক-শুভমানের-

IND vs PAK | Asia Cup 2025 | Image: Getty Images
IND vs PAK | Asia Cup 2025 | Image: Getty Images

আমিরশাহীর বিপক্ষে এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম ম্যাচে ৯ বলে অপরাজিত ২০ রান করেছিলেন শুভমান গিল (Shubman Gill)। গ্রুপ পর্বের পরবর্তী দু’টি খেলাতেই সাফল্য পান নি তিনি। আদৌ ওপেনার হিসেবে তাঁকে খেলানোর প্রয়োজন আছে কিনা তা নিয়ে উঠতে শুরু করেছিলো প্রশ্ন। জবাবটা আজ বাইশ গজে ব্যাট হাতেই দিলেন পাঞ্জাবের তরুণ। শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে দেখা গেলো তাঁকে। ছক্কা না মারলেও শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদদের একের বলে ডেলিভারি তিনি পাঠান বাউন্ডারিতে। অভিষেকের সঙ্গে জুটি বেঁধে নয় ওভারের মধ্যে টিম ইন্ডিয়াকে (Team India) ১০০’র মাইলস্টোনও পার করিয়ে দিয়েছিলেন তিনি। তবে কেরিয়ারের চতুর্থ টি-২০ অর্ধশতক থেকে মাত্র দুই রান দূরে থামতে হয় তাঁকে। মিডিয়াম পেসার ফাহিম আশরাফের ইনস্যুইং-এ ছিটকে যায় শুভমানের স্টাম্প।

সতীর্থকে ছাপিয়ে গেলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। কেন তিনি এই মুহূর্তে টি-২০ দুনিয়ার পয়লা নম্বর ব্যাটার আজ দুবাইয়ের বাইশ গজে তা ফের একবার প্রমাণ করে দিলেন বাম হাতি তরুণ। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ইনিংসের শুরুটা করেছিলেন বাউন্ডারি হাঁকিয়ে। আজ শাহীন শাহ আফ্রিদিকে শুরুতেই গ্যালারিতে আছড়ে ফেলেন তিনি। এক মুহূর্তের জন্যও অ্যাক্সিলারেটর থেকে পা সরান নি তিনি। হারিস রউফ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ-অভিষেক সুনামি রুখতে যাবতীয় অস্ত্র ব্যবহার করেছেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। কিন্তু কাজে আসে নি কিছুই। ভারত-পাক টি-২০ দ্বৈরথে দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের মালিকানা ছিনিয়ে নেন টিম ইন্ডিয়া ওপেনার। সবচেয়ে কম বল খেলে আন্তর্জাতিক টি-২০তে ৫০ ছক্কা হাঁকানোর রেকর্ডও আপাতত তাঁর ঝুলিতেই।

দাপুটে জয় টিম ইন্ডিয়ার-

Abhishek Sharma and Shubman Gill | Asia Cup 2025 | Image: Getty Images
Abhishek Sharma and Shubman Gill | Asia Cup 2025 | Image: Getty Images

১০৫ রানের ওপেনিং জুটি ভাঙার কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় সাফল্যও পেয়ে গিয়েছিলো পাকিস্তান। হারিস রউফকে ফ্লিক মারতে গিয়ে ব্যাটে-বলে সঠিক সংযোগ ঘটাতে পারেন নি সূর্যকুমার (Suryakumar Yadav)। ৩ বলে ০ করে তিনি ফেরেন সাজঘরে। আবরার আহমেদকে ছক্কা হাঁকাতে গিয়ে এরপর লং অনে ধরা পড়েন অভিষেক শর্মা’ও। ৩৯ বলে ৭৪ করে থামেন তিনি। ক্রিজে দীর্ঘস্থায়ী হন নি সঞ্জু স্যামসন’ও। ১৭ বলে ১৩ করে ফেরেন তিনি। তবে তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়াকে টলাতে পারেন নি পাক বোলাররা। ৭ বলে ৭ করে অপরাজিত থাকেন হার্দিক। আর শাহীনকে পরপর দুই বলে ছক্কা ও চার মেরে ভারতকে জয় এনে দেন তিলক (Tilak Varma)। তিনি অপরাজিত রইলেন ৩০ করে। সুপার ফোর পর্বে ভারতের পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ। ২৪ তারিখ জিতলেই ফাইনালের টিকিট কার্যত নিশ্চিত হয়ে যাবে তাদের।

Also Read: Asia Cup 2025: অভিষেকের আক্রমণে দিশাহারা হারিস, মেজাজ হারিয়ে জড়িয়ে পড়লেন বাগ্‌বিতণ্ডায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *