Asia Cup

Asia Cup 2025: এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ মুখোমুখি ভারত ও বাংলাদেশ (IND vs BAN)। পাঁজরের চোটে টাইগাররা পাচ্ছে না তাদের অধিনায়ক লিটন দাস’কে। তাঁর বদলে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি অনীক। টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফর্মে থাকা অভিষেক শর্মা (Abhishek Sharma) প্রথম ওভারেই সুযোগ দিয়েছিলেন বাংলাদেশকে। কিন্তু স্টাম্পের পিছনে সেই ক্যাচ হাতছাড়া করেন অনীক স্বয়ং। এরপর চেনা মেজাজে ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন তিনি। অপর প্রান্তে শুভমান গিলকেও (Shubman Gill) বেশ সপ্রতিভ লাগছিলো। কিন্তু রিশাদ হোসেনকে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন বছর ২৫-এর তরুণ। ২৯ করে ফেরেন তিনি। আজ তিন নম্বরে নামানো হয়েছিলো শিবম দুবে’কে (Shivam Dube)। কাজে আসে নি সেই পরিকল্পনাও। রিশাদকেই উইকেট উপহার দিয়ে সাজঘরে ফিরেছেন ভারতীয় অলরাউন্ডার।

Read More: Asia Cup 2025 IND vs BAN, Toss Report in Bengali: টস জিতলো বাংলাদেশ, অধিনায়ককে ছাড়াই ভারতের বিরুদ্ধে নামছে টাইগারবাহিনী !!

স্পিনের বিরুদ্ধে বড় শট মারার ক্ষেত্রে সুখ্যাতি রয়েছে শিবম দুবে’র (Shivam Dube)। সেই কথা মাথায় রেখেই আজ ব্যাটিং অর্ডারে রদবদল করেছিলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রথম উইকেটের পতনের পর অধিনায়ক সূর্যকুমার যাদবের বদলে তিনি ক্রিজে পাঠান মুম্বইয়ের অলরাউন্ডারকে। কিন্তু কোচের আস্থার দাম দিতে পারেন নি শিবম (Shivam Dube)। শুরু থেকেই বেশ নড়বড়ে দেখাচ্ছিলো তাঁকে। একবার রান-আউট প্রায় হয়েই গিয়েছিলেন। যে চাপ জাঁকিয়ে বসেছিলো তাঁর উপর, তা থেকে উদ্ধার পেতে গিয়েই উইকেট হারালেন তিনি। রিশাদের (Rishad Hossain) ডেলিভারি লং অফের উপর দিয়ে দুবাইয়ের গ্যালারিতে আছড়ে ফেলতে চেয়েছিলেন শিবম। কিন্তু সঠিক সংযোগ না ঘটায় বাউন্ডারি না পেরিয়ে তা জমা পড়ে তাওহিদ হৃদয়ের হাতে। ৩ বলে ২ করেই থামতে হয় তাঁকে।

চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) ব্যাটিং অর্ডার নিয়ে বারবারই পরীক্ষানিরীক্ষা করছে ভারতীয় দল। ওমানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে এগারো নম্বরে রাখা হয়েছিলো সূর্যকুমারকে। মিডল অর্ডারে তুলে আনা হয়েছিলো অক্ষর প্যাটেলদের। আজও সেই পন্থাই কেন নিলেন কোচ গৌতম গম্ভীর? জবাবদিহি চেয়েছেন নেটিজেনদের একাংশ। ‘স্বাভাবিক ভাবনাচিন্তা সম্ভবত নেই কোচের মাথায়,’ কটাক্ষের তীর ছুঁড়েছেন এক ক্রিকেটপ্রেমী। ‘শিবমকে আগে নামিয়ে লাভটা কি হলো? শুধুমাত্র একটা উইকেট খোয়ানোয় ছন্দপতন হলো দলের,’ লিখেছেন আরও একজন। ‘প্রতিপক্ষের নাম বাংলাদেশ হলেও এতটা দুঃসাহস দেখানো উচিৎ নয়,’ টিম ইন্ডিয়াকে সতর্ক করে দিয়েছেন অন্য এক নেটনাগরিক। ‘অভিষেক ছাড়া কেউই আহামরি ফর্মে নেই,’ এখনও অবধি খেলা দেখে এমনটাই মতামত ভারত সমর্থকদের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: TOP 3: শুভমানের ‘পথের কাঁটা’ হতে পারেন ‘বন্ধু’ অভিষেক, এই তিন কারণেই দল থেকে করবেন আউট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *