Asia Cup 2025: ১৭তম এশিয়া কাপে (Asia Cup 2025) ফের একবার মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। দুই শিবিরের প্রথম সাক্ষাতে সহজেই জিতেছিলো ‘মেন ইন ব্লু।’ তবে ক্রিকেটকে ছাপিয়ে সেই ম্যাচে মুখ্য হয়ে দাঁড়িয়েছিলো অক্রিকেটীয় নানা বিষয়। পহলগাম হামলার প্রতিবাদ জানিয়ে যেভাবে পাক ক্রিকেটারদের সাথে হাত মেলাতে অসম্মত হয়েছে ভারত, তাতে ক্ষোভ সঞ্চারিত হয়েছে সলমন আলি আঘা (Salman Ali Agha), শাহীন শাহ আফ্রিদিদের (Shaheen Shah Afridi) মনে। আগামী রবিবার ‘জবাব’ দেওয়ার সংকল্প নিয়েই মাঠে নামবেন তাঁরা। টানা তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পরেও ওপেনিং-এ সাইম আইয়ুবকেই (Saim Ayub) সম্ভবত রাখবেন কোচ মাইক হেসন (Mike Hesson)। তাঁর সঙ্গী হতে চলেছেন সাহিবজাদা ফারহান। তিনে থাকছেন ফখর জামান।
চারে পাকিস্তানের ভরসা মহম্মদ হারিস (Mohammad Haris)। এশিয়া কাপের (Asia Cup 2025) শুরুটা অর্ধশতক দিয়ে করেছিলেন তিনি। কিন্তু পরবর্তী দুই ম্যাচে পান নি সাফল্য। ছন্দে ফিরতে চাইবেন উইকেটরক্ষক-ব্যাটার। অধিনায়ক সলমন আলি আঘা’কে (Salman Ali Agha) দেখা যাবে পাঁচে। দুই পিঞ্চ হিটার হিসেবে এরপর পাকিস্তান ব্যবহার করতে পারে হাসান নওয়াজ (Hassan Nawaz) ও খুশদিল শাহ’কে। ভারত ও আমিরশাহীর বিরুদ্ধে পরপর দু’টি ঝোড়ো ইনিংস খেলেছেন শাহীন শাহ আফ্রিদি। বোলিং-এর পাশাপাশি তাঁর ব্যাটিং’ও বোনাস হতে পারে পাক শিবিরের জন্য। দ্বিতীয় ফ্রন্টলাইন পেসার হিসেবে দেখা যেতে পারে হারিস রউফ’কে (Haris Rauf)। মহম্মদ নওয়াজকে সম্ভবত রবিবাসরীয় দ্বৈরথে রিজার্ভ বেঞ্চে রাখছে পাক দল। স্পিন বিভাগে থাকবেন আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম।
Read More: এশিয়া কাপের উত্তাপে আইসিসির চমক, বড় তারকা ক্রিকেটার নিষিদ্ধ !!
Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-
ভারত (IND) বনাম পাকিস্তান (PAK)
ম্যাচ নং- ১৪
তারিখ- ২১/০৯/২০২৫
ভেন্যু- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
সময়- রাত ৮টা (ভারতীয় সময়)
Dubai International Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথে কত বড় ভূমিকা নেবে বাইশ গজ? প্রশ্ন রয়েছে ক্রিকেটমহলে। চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) এখনও পর্যন্ত দুবাইতে মন্থর উইকেটই দেখা গিয়েছে। খানিক বাউন্স থাকলেও বল পিচে পড়ে থমকে ব্যাটে আসছে, ফলে বড় শট খেলতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ব্যাটারদের। কার্যকরী ভূমিকা নিতে দেখা গিয়েছে স্পিনারদেরই। রবিবারও তার অন্যথা হওয়ার সম্ভাবনা কম। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৩৯, দ্বিতীয় ইনিংসে তা ১২২। দুবাইতে আয়োজিত ১১৫টি টি-২০’র মধ্যে প্রথম ব্যাটিং করতে নাম দল জয় পেয়েছে ৫৩টিতে। আর রান তাড়া করে সাফল্য এসেছে ৬১ ম্যাচে। ১টি থেকেছে অমীমাংসিত। পরিসংখ্যানের দিকে তাকিয়ে প্রথম বোলিং করতে পারেন টসজয়ী অধিনায়ক।
IND vs PAK হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ১৪
- ভারতের জয়- ১১
- পাকিস্তানের জয়- ০৩
- অমীমাংসিত- ০০
- শেষ সাক্ষাতে ফলাফল- ভারত ৭ উইকেটের ব্যবধানে জয়ী
Key Players (সম্ভাব্য তারকা)-
সাইম আইয়ুব-
চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) এখনও অবধি সাইম আইয়ুবের (Saim Ayub) রান সংখ্যা শূন্য। একটানা তিন ম্যাচে খাতাই খুলতে পারেন নি তিনি। কিন্তু তা সত্ত্বেও আসন্ন ভারত-পাক ম্যাচে সকলের নজর থাকবে তাঁর দিকে। বাম হাতি ওপেনার যে প্রতিভাবান সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি দুবাইয়ের বাইশ গজে তাঁর ব্যাট চলে যায়, তাহলে বিপদে পড়বে ভারত। এছাড়া বল হাতেও ভালো ফর্মে রয়েছেন সাইম। ৩ ম্যাচে তাঁর ঝুলিতে ৬ উইকেট। নিঃসন্দেহে পাওয়ার প্লে’তে তাঁর হাতে আরও একবার সাদা কুকাবুরা তুলে দেবেন পাক অধিনায়ক।
আবরার আহমেদ-
এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের তুরুপের তাস হতে পারেন আবরার আহমেদ (Abrar Ahmed)। গ্রুপ পর্বে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন তিনি। ওমান ও আমিরশাহীর বিরুদ্ধে যথাক্রমে ১২ ও ১৩ রান খরচ করেছেন তিনি। ওমানের বিপক্ষে ১টি ও আমিরশাহীর বিপক্ষে ২টি উইকেটও নিয়েছেন। গত ১৪ সেপ্টেম্বর টিম ইন্ডিয়ার বিরুদ্ধে উইকেট হয়ত পান নি আবরার। কিন্তু ৪ ওভারে ১৬’র বেশী খরচও করেন নি। মাঝের ওভারগুলিতে সুর্য-তিলকদের রুখতে ২১ তারিখও পাক দলের ভরসা হতে পারেন আবরার।
ফখর জামান-
ছন্দে নেই পাক ব্যাটিং। কিন্তু তার মধ্যেও আশার আলো ফখর জামান (Fakhar Zaman)। অভিজ্ঞ তারকা গত রবিবার ভারতের বিরুদ্ধে খানিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সাহিবজাদা ফারহানের সাথে একটি জুটিও গড়েন তিনি। এমনকি গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আমিরশাহীর বিরুদ্ধে চমৎকার অর্ধশতকও করেছেন ফখর। ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ‘মেন ইন ব্লু’কে ডুবিয়েছিলো তাঁর শতরান। সেই স্মৃতিও নিঃসন্দেহে অমলিন থাকবে ফখরের মনে।
সম্ভাব্য একাদশ-

ওপেনার- সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব
মিডল অর্ডার- ফখর জামান, মহম্মদ হারিস, সলমন আলি আঘা
ফিনিশার- হাসান নওয়াজ, খুশদিল শাহ
বোলার- শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, হারিস রউফ
উইকেটরক্ষক- মহম্মদ হারিস
এক নজরে সম্ভাব্য একাদশ-
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, মহম্মদ হারিস (উইকেটরক্ষক), সলমন আলি আঘা (অধিনায়ক), হাসান নওয়াজ, খুশদিল শাহ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, হারিস রউফ।