Asia Cup 2025: যত গর্জায়, তত বর্ষায় না -সাম্প্রতিক অতীতের ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচগুলিতে ব্যাখ্যা করার জন্য সম্ভবত বলতে হবে এমনটাই। ‘এল-ক্লাসিকো’, ‘মহারণ’-এর মত শব্দ এই ভারত-পাক প্রতিদ্বন্দ্বীতাকে ব্যাখ্যা করতে ব্যবহৃত হয় ঠিকই, কিন্তু বাইশ গজে অধিকাংশ ক্ষেত্রেই একপেশে দাপট থাকে টিম ইন্ডিয়ারই (Team India)। আজও ব্যতিক্রম হলো না তার। এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ-এ’র ম্যাচে হাসতে হাসতেই জিতে মাঠ ছাড়লেন সূর্যকুমার যাদব’রা (Suryakumar Yadav)। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। ভারতীয় বোলিং-এর বিরুদ্ধে রীতিমত থরথরিকম্প দেখা গেলো ওয়াঘার ওপারের ব্যাটিং লাইন-আপে। সাহিবজাদা ফারহানের মন্থর ৪০ ও শাহীন শাহ আফ্রিদির ৩৩* রানের ক্যামিও ১২৭-এ পৌঁছে দেয় তাদের। তিন উইকেট খুইয়েই লক্ষ্যে পৌঁছে যায় ‘মেন ইন ব্লু।’
Read More: IND vs PAK ASIA CUP 2025 HIGHLIGHTS: অলরাউন্ড দাপটে কুপোকাত পাকিস্তান, সুপার ফোরের টিকিট পাকা টিম ইন্ডিয়ার !!
একচ্ছত্র আধিপত্য ভারতের-

সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে অভিষেক শর্মা (Abhishek Sharma) ইনিংসের শুরুটা করেছিলেন ছক্কা হাঁকিয়ে। আজ প্রথম বলে তাঁর ব্যাট থেকে এলো চোখধাঁধানো বাউন্ডারি। পরের বলটিকেই তিনি উড়িয়ে দেন মাঠের বাইরে। ম্যাচের ফলাফল কি হতে চলেছে তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিলো তখনই। অভিষেকের ওপেনিং পার্টনার শুভমান গিলের (Shubman Gill) জন্য অবশ্য আজ দিনটা বিশেষ ভালো ছিলো না। জোড়া বাউন্ডারি হাঁকানোর পরেই সাইম আইয়ুবের (Saim Ayub) বলে স্টাম্পড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ৭ বলে ১০-এর বেশী এগোতে পারেন নি ভারতের সহ-অধিনায়ক। পাকিস্তানকে দ্বিতীয় সাফল্যও এনে দেন সাইম’ই। ব্যক্তিগত ৩১ রানের মাথায় ফেরেন অভিষেক শর্মা। ১৩ বলের ইনিংসে ছিলো ৪টি চার ও ২টি ছক্কা। পাওয়ার-প্লে’র মধ্যেই জোড়া ধাক্কা খেলেও বেলাইন হয় নি ভারতীয় ইনিংস। সামলে নেন সূর্য ও তিলক।
অন্যান্য প্রতিপক্ষের বিরুদ্ধে বড় স্কোর থাকলেও পাকিস্তানের বিপক্ষে (IND vs PAK) নেই কোনো উল্লেখযোগ্য সাফল্য-এই ‘অপবাদ’ আজ দুবাইয়ের বাইশ গজে মুছে দিলেন সূর্যকুমার। শুরু থেকেই ধুন্ধুমার মেজাজে দেখা যায় নি তাঁকে। বরং পরিস্থিতি বুঝে ব্যাটিং করেন তিনি। প্রথমে তিলক বর্মা’র সাথে মিলে ইনিংসের ভিত শক্ত করেন। ক্রিজে ‘সেট’ হওয়ার পর বড় শটের ফুলঝুড়ি অবশ্য দেখা গেলো তাঁর ব্যাট থেকে। তাঁর ছক্কাতেই জয় নিশ্চিত করে ‘মেন ইন ব্লু।’ ৩৭ বলে অপরাজিত রইলেন ৪৭ রান করে। কার্যকরী ইনিংস খেলেন তিলক বর্মা’ও (Tilak Varma)। আইসিসি র্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে থাকা তরুণ তুর্কির ব্যাটে আজ এলো ৩১ বলে ৩১ রান। অধিনায়কের সাথে মিলে ৫৬ রান স্কোরবোর্ডে যোগ করেন তিনি। সাইম আইয়ুবের তৃতীয় শিকার হয়ে তিনি ফেরার পর নেমেছিলেন শিবম দুবে। ১০ করে অপরাজিত থাকেন তিনি।
অন্ধকারে ডুবলো পাকিস্তান-

পহলগাম সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের পর ভারতের অধিকাংশ ক্রিকেটপ্রেমীই চান নি যে পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) মাঠে নামুক ‘মেন ইন ব্লু।’ কিন্তু কেন্দ্রীয় সরকার ও বিসিসিআই সেই দাবী না মানায় তৈরি হয়েছিলো চূড়ান্ত ক্ষোভ। ৭ উইকেটের ব্যবধানে আজকের বিরাট জয় সেই আগুনে জল ঢালতে পারে কিনা সেদিকেই নজর থাকবে সকলের। তবে টি-২০ বিশ্বকাপের আগে কুলদীপ, অক্ষর, অভিষেকদের পারফর্ম্যান্স যে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি যোগাবে তা বলাই যায়। অন্যদিকে পাকিস্তান’কে একরাশ হতাশা ছাড়া এই ম্যাচ উপহার দিলো না কিছুই। দুর্বল ওমানের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিলো তাদের টপ-অর্ডার। তা যে নেহাতই কাকতালীয় ছিলো না তা বোঝা গেলো আজকের ব্যর্থতায়। প্রশ্ন উঠে গেলো শাহীন-নওয়াজ-ফাহিমদের বোলিং নিয়েও। ঘুরে দাঁড়ানোর রাস্তা কি? দ্রুত খুঁজে বের করতে হবে কোচ মাইক হেসনকে।