Asia Cup 2025: সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি টিম ইন্ডিয়া জিতেছিলো ৯ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকেও তারা রীতিমত উড়িয়ে দিয়েছিলো। দুবাইয়ের মাঠে জয়ের ব্যবধান ছিলো ৭ উইকেট। ধারে-ভারে অনেক পিছিয়ে থাকা ওমানের বিপক্ষেও তাই আগুনে পারফর্ম্যান্সই আশা করে ছিলো ক্রিকেটমহল। কিন্তু আজ আবু ধাবিতে দেখা গেলো উলটো ছবি। সীমিত ক্ষমতা নিয়েও প্রবল শক্তিশালী টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মরণপণ লড়াই চালালো মধ্যপ্রাচ্যের দেশ। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। ‘মেন ইন ব্লু’র ইনিংস থামে.৮ উইকেটের বিনিময়ে ১৮৮ রানে। জবাবে ১৬৭ তুলে ফেললো ওমান’ও। ৪টি’র বেশী উইকেট তুলতে পারে নি ভারত। ২১ রানের ব্যবধানে আজ ম্যাচ নিশ্চয়ই হেরেছে ওমান। কিন্তু ক্রিকেটপ্রেমীদের হৃদয় যে জিতে নিয়েছে তারা, তা বলাই যায়।
Read More: Asia Cup 2025: ক্যাচ ধরতে গিয়ে বিপত্তি, মাথায় চোট পেয়ে মাঠ ছাড়লেন অক্ষর প্যাটেল !!
চোখে চোখ রেখে লড়লো ওমান-

ব্যাটিং অর্ডার নিয়ে আজ বিস্তর কাটাছেঁড়া করেছিলো ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একমাত্র দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা (Abhishek Sharma) ছাড়া পছন্দের পজিশনে খেলেন নি কেউই। অধিনায়ক সূর্যকুমার যাদব তো ব্যাট করতে মাঠেই নামেন নি। তার পরও ১৮৮ নেহাৎ কম রান নয়। আবু ধাবি’র মন্থর উইকেট ও স্লো আউটফিল্ডের চ্যালেঞ্জ সামলে এই রানের ধারেকাছেও ওমান যে পৌঁছতে পারবে তা ইনিংসের বিরতিতে সম্ভবত কল্পনা করতে পারেন নি কোনো ক্রিকেট বিশেষজ্ঞই। কিন্তু ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা তা প্রমাণিত হলো আরও একবার। আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, হর্ষিত রাণা-ভারতীয় বোলিং লাইন-আপে তারকার অভাব ছিলো না আজ। কিন্তু সাবলীল দক্ষতায় তাঁদের সামলাতে দেখা গেলো ওমানি ব্যাটারদের। চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) প্রথমবার চ্যালেঞ্জের মুখে পড়লো টিম ইন্ডিয়া।
ওপেনিং জুটিতেই ৫৬ রান তুলে ফেলেছিলো ওমান। নতুন বল হাতে হার্দিক-আর্শদীপ’রা ব্যর্থ হওয়ার পর কুলদীপ’কে আক্রমণে আনেন সূর্যকুমার (Suryakumar Yadav)। অধিনায়কের আস্থার দাম দিতে দেরী করেন নি চায়নাম্যান তারকা। ৩২ রানের মাথায় ফেরান যতীন্দর সিং-কে। দ্বিতীয় উইকেটের জন্য বিস্তর কাঠখড় পোড়াতে হলো ‘মেন ইন ব্লু’কে। জোড়া অর্ধশতক করেন আমির কালীম ও হাম্মাদ মির্জা (Hammad Mirza)। কুলদীপ থেকে শিবম দুবে-কাউকেই রেয়াত করেন নি দু’জনে। শেষমেশ ৩৩ বলে ৫১ করে হাম্মাদ যখন আউট হন হার্দিক পান্ডিয়া’র বলে, তখন ড্রেসিংরুমে নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন কোচ গৌতম গম্ভীর। উইকেটরক্ষক-ব্যাটার বিনায়ক শুক্ল রান পান নি। তাঁকে ফিরিয়ে টি-২০ ক্রিকেটে ১০০ উইকেট সম্পূর্ণ করেন আর্শদীপ সিং। ওমানের হয়ে সর্বোচ্চ রান আজ আমির কালিমের। ৬৪ করেন তিনি। ১২* করলেন জিতেন রামানন্দী।
প্রশ্ন তুলে দিয়ে গেলো আজকের ম্যাচ-

জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী বাদে প্রথম একাদশের প্রত্যেকেই আজ নেমেছিলেন মাঠে। তা সত্ত্বেও ওমানের মত অ্যাসোসিয়েট দেশকে হারানোর জন্য অপেক্ষা করতে হলো ২০ ওভার? আজকের পারফর্ম্যান্স নিঃসন্দেহে মন ভরায় নি ক্রিকেটজনতার। তাঁদের মধ্যে অনেকেই আঙুল তুলেছেন শুভমান গিলের (Shubman Gill) দিকে। দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বছর কাটিয়ে ফেলেছেন তিনি। সাফল্যও নেহাত কম নয়। কিন্তু ভেতরের দিকে আসা বলের বিরুদ্ধে তাঁর দুর্বলতা যে এখনও রয়েছে তা স্পষ্ট আজকের ম্যাচে। ইনস্যুইং-এ পরাস্ত হয়েই বোল্ড হলেন তিনি। টপ-অর্ডারে সুযোগ পেয়ে আজও অর্ধশতক করেছেন সঞ্জু স্যামসন। এরপরও কি মিডল অর্ডারে ঠেলে দেওয়া হবে কেরলের তারকাকে? সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তার আগেই জবাব খুঁজে নিতে হবে কোচ গম্ভীরকে।