Asia Cup 2025 IND vs BAN Preview: জয়যাত্রা অব্যাহত রাখাই লক্ষ্য ভারতের, অধিনায়কের চোট চিন্তায় রাখছে বাংলাদেশকে !! 1

Asia Cup 2025: এশিয়া কাপের সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। প্রথম একাদশ নিয়ে সম্ভবত বিশেষ পরীক্ষানিরীক্ষার পথে হাঁটবে না তারা। শুরুতে অভিষেক-শুভমান (Shubman Gill) জুটিকেই দেখা যাবে বুধবার। দুবাইয়ের পিচে এক্স-ফ্যাক্টর হতে পারেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থতার পর বাংলাদেশ ম্যাচে নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন জসপ্রীত বুমরাহ’ও। ধারে-ভারে ভারতের চেয়ে নিঃসন্দেহে খানিক পিছিয়ে টাইগাররা। কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে যে আত্মবিশ্বাস পেয়েছে তারা তা বুধবারের ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারে বুধবার, মত বিশেষজ্ঞদের। পাঁজরে হাল্কা চোট রয়েছে অধিনায়ক লিটন দাসের (Litton Das)। তবে তিনি খেলবেন বলেই খবর সূত্র মারফত। অভিষেক শর্মা’র আগুনে ব্যাটিং রুখতে একাদশে ফেরানো হতে পারে তানজিম হাসান সাকিব’কে।

Read More: Asia Cup 2025 PAK vs SL Match Prediction: আবুধাবির মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের অগ্নিপরীক্ষা

Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-

ভারত (IND) বনাম বাংলাদেশ (BAN)

ম্যাচ নং- ১৬

তারিখ- ২৪/০৯/২০২৫

ভেন্যু- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

Dubai International Cricket Stadium (পিচ রিপোর্ট)-

Dubai International Cricket Stadium, Dubai | Image: Getty Images
Dubai International Cricket Stadium, Dubai | Image: Getty Images

দুবাইয়ের বাইশ গজে দিনকয়েক আগেই পাকিস্তানকে কার্যত খড়কুটোর মত উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। ২৪ তারিখ তারা নামছে বাংলাদেশের বিপক্ষে। চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) অন্যান্য ম্যাচগুলির মত বুধবারও খানিক মন্থর, চটচটে বাইশ গজ চোখে পড়ার সম্ভাবনা রয়েছে। শুরুর ওভারগুলিতে পেসাররা খানিক বাউন্স হয়ত পাবেন। কিন্তু খেলা যত এগোবে ততই কার্যকরী হবেন ঘূর্ণি বোলাররা। একাদশ নির্বাচনের ক্ষেত্রে নিঃসন্দেহে বিষয়টি মাথায় রাখবেন দুই দলের কোচই। প্রথম ইনিংসের গড় স্কোর ১৩৯, দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১২২। এখনও পর্যন্ত ১১৬টি টি-২০ আয়োজিত হয়েছে দুবাইতে। এর মধ্যে প্রথম ব্যাটিং করতে নামা দলের জয়ের সংখ্যা ৫৩। রান তাড়া করতে নামা দল জিতেছে ৬২ বার। টসজয়ী অধিনায়ক বুধবার প্রথম বোলিং করতে পারেন।

Dubai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Dubai Weather Forecast | Image: Twitter
Dubai Weather Forecast | Image: Twitter

প্রচণ্ড গরম আর আর্দ্রতার মধ্যেই মধ্যপ্রাচ্যে চলছে এশিয়া কাপ (Asia Cup 2025)। বুধবার অর্থাৎ ভারত বনাম বাংলাদেশের ম্যাচের দিন দুবাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৯ কিলোমিটার প্রতি ঘন্টা। যা অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। বৃষ্টিপাতের কোনোরকম পূর্বাভাস দেয় নি হাওয়া অফিস। খেলা চলাকালীন বায়ুপ্রবাহের বেগ হতে পারে ৩১ কিলোমিটার প্রতি ঘন্টা।

IND vs BAN হেড টু হেড-

IND vs BAN | Asia Cup | Image: Getty Images
IND vs BAN | Image: Getty Images
  • মোট ম্যাচ- ১৭
  • ভারতের জয়- ১৬
  • বাংলাদেশের জয়- ০১
  • অমীমাংসিত- ০০
  • শেষ সাক্ষাতে ফলাফল- ভারত ১৩৩ রানে জয়ী

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs BAN | Image: Getty Images
IND vs BAN | Image: Getty Images

ভারত (IND)-

অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

বাংলাদেশ (BAN)-

সইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক/উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারি, জাকের আলি অনীক, মেহদী হাসান, নাসুম আহমেদ, তাস্কিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

Also Read: Asia Cup 2025: অভিষেকের আক্রমণে দিশাহারা হারিস, মেজাজ হারিয়ে জড়িয়ে পড়লেন বাগ্‌বিতণ্ডায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *