Asia Cup 2025: সংযুক্ত আরব আমিরশাহীকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ (Asia Cup 2025) অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। ক্রিকেটের এল-ক্লাসিকো ঘিরে এমনিতেই উত্তেজনার চরমে থাকে। এবার পহলগাম জঙ্গী হামলা ও অপারেশন সিঁদুর আলাদা মাত্রা যোগ করেছে তাতে। দুই দেশের কাছেই রবিবারের ম্যাচ মানরক্ষার লড়াই। সূচাগ্র মেদিনীও প্রতিপক্ষকে ছাড়তে তাই রাজী নয় কোনো দলই। আমিরশাহীর বিরুদ্ধে ভারতের জার্সিতে ওপেন করেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুভমান গিল (Shubman Gill)। পাকিস্তান ম্যাচেও পাঞ্জাবের দুই তরুণের কাঁধেই ইনিংস শুরু করার দায়িত্ব চাপাতে চলেছেন কোচ গৌতম গম্ভীর। তিন নম্বরে থাকবেন সূর্যকুমার যাদব। পড়শি দেশের বিরুদ্ধে পরিসংখ্যান আহামরি নয় তাঁর। সেই আক্ষেপ দুবাইয়ের বাইশ গজে মিটিয়ে নিতে চাইবেন অধিনায়ক।
চারে দেখা যাবে তিলক বর্মা’কে (Tilak Varma)। মিডল অর্ডারে ঝড় তুলতে পারেন তিনিও। শুভমানের প্রত্যাবর্তনে ওপেনিং স্লটে নিজের জায়গা হারিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। উইকেটরক্ষক-ব্যাটার নামতে পারেন পাঁচ নম্বরে। এরপর ছয় ও সাতে ফিনিশারের ভূমিকায় থাকবেন যথাক্রমে হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। আমিরশাহীর বিপক্ষে ৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেওয়া সত্ত্বেও একাদশ থেকে বাদ পড়তে পারেন শিবম দুবে। মুম্বইয়ের অলরাউন্ডারের বদলে সুযোগ পাওয়ার সম্ভাবনা আর্শদীপ সিং-এর (Arshdeep Singh)। জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া’র পাশাপাশি পেস ব্যাটারির দায়িত্ব সামলাবেন বাম হাতি ফাস্ট বোলার। দুবাইয়ের পিচ সাধারণত মন্থর, স্পিন সহায়ক হয়। তাই ঘূর্ণি বোলিং-এ বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারত। ফ্রন্টলাইন স্পিনার হিসেবে দেখা যাবে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে। তৃতীয় স্পিন বিকল্প হতে পারেন অক্ষর।
Read More: “যবে থেকে জন্মেছে…” ভারত-পাক ম্যাচের আগেই শুরু বাগ্যুদ্ধ, ধাওয়ান-যুবরাজদের অশালীন আক্রমণ শাহীদ আফ্রিদির !!
Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-
ভারত (IND) বনাম পাকিস্তান (PAK)
ম্যাচ নং- ০৬
তারিখ- ১৪/০৯/২০২৫
ভেন্যু- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
সময়- রাত ৮টা (ভারতীয় সময়)
Dubai International Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup 2025) মহারণে নামতে চলেছে ভারত ও পাকিস্তান। এই মাঠে সাধারণত মন্থর বাইশ গজই চোখে পড়ে। ইনিংসের শুরুতে রান তোলা অপেক্ষাকৃত সহজতর হয় ঠিকই। কিন্তু ম্যাচ যত এগোয়, ততই কার্যকরী হয়ে ওঠেন স্পিনাররা। রবিবার একাদশ সাজানোর সময় বিষয়টি নিঃসন্দেহে মাথায় রাখবেন দুই দলের কোচ’ই। পরিসংখ্যান বলছে যে দুবাইয়ের মাঠে এখনও অবধি সবধরণের টুর্নামেন্ট মিলিয়ে খেলা হয়েছে মোট ১১১টি টি-২০ ম্যাচ। প্রথম ব্যাটিং করতে নামা দল জিতেছে তার মধ্যে ৫১টি। আর ৫৯টি ম্যাচে জিতেছে রান তাড়া করতে নামা দল। ১টি ম্যাচ থেকেছে অমীমাংসিত। দুবাইতে প্রথম ইনিংসের গড় স্কোর ১৩৯। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১২২। বিশেষজ্ঞদের ধারণা টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন রবিবার।
IND vs PAK হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ১৩
- ভারতের জয়- ১০
- পাকিস্তানের জয়- ০৩
- অমীমাংসিত- ০০
- শেষ সাক্ষাতে ফলাফল- ভারত ৬ রানের ব্যবধানে জয়ী
Key Players (সম্ভাব্য তারকা)-
অভিষেক শর্মা-
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জার্সিতে জ্বলে উঠতে পারেন অভিষেক শর্মা। পাঞ্জাবের তরুণ রয়েছেন স্বপ্নের ফর্মে। দিনকয়েক আগে আমিরশাহীর বিরুদ্ধে (IND vs UAE) মাত্র ৫৮ রান তাড়া করতে নেমেও ছক্কা হাঁকিয়ে ইনিংসের সূচনা করেছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধেও তাঁর ব্যাটে সহজাত আগ্রাসন আশা করতে পারেন ভারতীয় সমর্থকেরা। এই মুহূর্তে অভিষেকের কেরিয়ার স্ট্রাইক রেট প্রায় ১৯৩। রবিবারের ম্যাচে যদি প্রথম ১০ ওভারও ক্রিজে টিকে যান তিনি, তাহলে নিঃসন্দেহে চাপে পড়বে প্রতিপক্ষ।
কুলদীপ যাদব-
আগুনে ফর্মে রয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এক ওভারেই ম্যাচের রং বদলে দিয়েছিলেন উত্তরপ্রদেশের চায়নাম্যান স্পিনার। ২.১ ওভারে মাত্র ৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচের সেরা। পাকিস্তানের বিরুদ্ধেও তিনিই হতে পারেন টিম ইন্ডিয়ার তুরুপের তাস। পড়শি দেশের বিরুদ্ধে ৫ ম্যাচে ১৩.৫০ গড়ে ১০ উইকেট রয়েছে কুলদীপের। সেই পরিসংখ্যানও নিঃসন্দেহে স্বস্তি যোগাবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
জসপ্রীত বুমরাহ-
বিশ্বের যে কোনো মাঠে, যে কোনো পরিস্থিতি জ্বলে ওঠার ক্ষমতা রয়েছে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah)। আমিরশাহীর বিরুদ্ধে স্পেলের শুরুতে খানিক জড়সড় দেখালেও পরে ছন্দে ফিরেছিলেন টিম ইন্ডিয়ার সেরা পেস অস্ত্র। দুর্দান্ত ইয়র্কারে আলিশান শরাফুর অফস্টাম্প উড়িয়ে তিনিই প্রথম ভাঙন ধরিয়েছিলেন প্রতিপক্ষ ব্যাটিং লাইন-আপে। ভারতীয় একাদশে বুমরাহ’র উপস্থিতি নিঃসন্দেহে চাপে রাখবে পাকিস্তান ব্যাটারদের।
ভারতের সম্ভাব্য একাদশ-

ওপেনার- অভিষেক শর্মা, শুভমান গিল
মিডল অর্ডার- সূর্যকুমার যাদব, তিলক বর্মা
উইকেটরক্ষক- সঞ্জু স্যামসন
অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল
বোলার- কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী
এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ-
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।