Asia Cup 2025: এশিয়া কাপে ছুটছে ভারতের অশ্বমেধের ঘোড়া। প্রথম ম্যাচে আমিরশাহীকে ৯ উইকেটে হারিয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় এসেছে ৭ উইকেটের ব্যবধানে। ইতিমধ্যেই সুপার ফোরের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav)। ফলে শুক্রবার ওমানের বিরুদ্ধে অনেক চাপমুক্ত হয়ে নামবেন তাঁরা। নক-আউট পর্বের আগে একাদশ নিয়ে খানিক পরীক্ষানিরীক্ষাও সেরে নিতে পারেন কোচ গৌতম গম্ভীর। ওপেনিং-এ আপাতত অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুভমান গিলের জুটিকে বদলানো হচ্ছে না। ‘দুর্বল’ প্রতিপক্ষের বিরুদ্ধে বড় রান পাওয়ার দিকে নজর থাকবে তাঁদের। তিন ও চার নম্বরে প্রত্যাশামতই দেখা যাবে সূর্যকুমার যাদব ও তিলক বর্মা’কে। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জায়গা ধরে রাখছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি খেলবেন পাঁচ নম্বরে।
শিবম দুবে’কে রিজার্ভ বেঞ্চে রেখে রিঙ্কু সিং-কে (Rinku Singh) ওমানের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা করে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকবেন হার্দিক পান্ডিয়া। অপরিবর্তিত থাকছে টিম ইন্ডিয়ার স্পিন বিভাগ। অলরাউন্ডার অক্ষর প্যাটেলের (Axar Patel) সাথে দুই ফ্রন্টলাইন স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে রেখেই একাদশ সাজাচ্ছেন কোচ গম্ভীর। ইংল্যান্ড সফরের মত এশিয়া কাপেও (Asia Cup 2025) জোর দেওয়া হচ্ছে জসপ্রীত বুমরাহ’র ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর। আমিরশাহী ও পাকিস্তানের বিরুদ্ধে খেলেছেন ডান হাতি পেসার। তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে ওমানের বিপক্ষে। বদলি হিসেবে জায়গা পাওয়ার সম্ভাবনা আর্শদীপ সিং-এর। পাঞ্জাবের তরুণ ফাস্ট বোলারের সামনে সুযোগ থাকবে প্রথম ভারতীয় হিসেবে টি-২০তে ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করার।
Read More: Asia Cup 2025: ভারতের পর নক-আউটে পাকিস্তান’ও, সুপার ফোরের দৌড়ে গ্রুপ-বি’র তিন দল !!
Asia Cup 2025, ম্যাচের সময়সূচি-
ভারত (IND) বনাম ওমান (OMN)
ম্যাচ নং- ১২
তারিখ- ১৯/০৯/২০২৫
ভেন্যু- শেখ জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি
সময়- রাত ৮টা (ভারতীয় সময়)
Sheikh Zayed Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) নিজেদের প্রথম দু’টি ম্যাচ ভারত খেলেছে দুবাইয়ের মাঠে। ওমানের বিপক্ষে তৃতীয় ম্যাচটি (IND vs OMN) তাদের খেলতে হবে আবু ধাবি’তে। বড় বাউন্ডারি ও মন্থর আউটফিল্ডের কারণে এখানে বড় রান তোলা অপেক্ষাকৃত কঠিন হয়। ইনিংসের শুরুতে ব্যাটিং অপেক্ষাকৃত সহজ হলেও খেলা যত গড়ায় ততই মন্থর হয়ে পড়ে বাইশ গজ। বল থমকে ব্যাটে আসে। কার্যকরী হতে পারে স্পিনাররা। পরিসংখ্যান বলছে যে সবধরণের টুর্নামেন্ট মিলিয়ে শেখ জায়েদ স্টেডিয়ামে আয়োজিত টি-২০ ম্যাচের সংখ্যা এখনও পর্যন্ত ৯৫। এর মধ্যে প্রথম ব্যাটিং করতে নামা দল জিতেছে ৪৪টি। আর রান তাড়া করতে নামা দলের জয়ের সংখ্যা ৫১। প্রথম ও দ্বিতীয় ইনিংসের গড় স্কোর যথাক্রমে ১৩৭ ও ১২৩। টসজয়ী দল প্রথম বোলিং করতে পারে।
IND vs OMN হেড টু হেড পরিসংখ্যান-

ভারতীয় সিনিয়র দল এর আগে কখনও ওমানের বিরুদ্ধে কোনো টি-২০ ম্যাচ খেলে নি (IND vs OMN)। তবে ভারত-এ দল গত বছরের ইমার্জিং এশিয়া কাপে (Emerging Asia Cup 2024) ওমানের মুখোমুখি হয়েছিলো। ‘বয়েজ ইন ব্লু’ সেই ম্যাচে জেতে ৬ উইকেটের ব্যবধানে।
Key Players (সম্ভাব্য তারকা)-
কুলদীপ যাদব-
চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) আগুনে ফর্মে রয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। প্রথম ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও তাঁর ঝুলিতে জমা পড়েছিলো ৩টি সাফল্য। ওমানের বিরুদ্ধেও জ্বলে উঠতে পারেন তিনি। গতকাল ভারতীয় তারকাকে সরিয়ে চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকার শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন আমিরশাহীর জুনেইদ সিদ্দিকি। শুক্রবার মুকুট ফিরে পেতে চাইবেন কুলদীপ।
বরুণ চক্রবর্তী-
২০২১-এ আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। শুরুতেই সাফল্য পান নি তিনি। বাদ পড়েছিলেন দল থেকে। ২০২৪-এ তাঁকে ফেরান গম্ভীর। জাতীয় দলে তাঁর দ্বিতীয় অধ্যায়টি কিন্তু সুপারহিট। গত বুধবারই পুরুষদের টি-২০ র্যাঙ্কিং-এ শীর্ষস্থানে পা রেখেছেন তামিলনাড়ুর রহস্য স্পিনার। ওমান ম্যাচে দুর্দান্ত বোলিং করে সেই মাইলস্টোন উদ্যাপন করতে চাইবেন তিনি।
তিলক বর্মা-
যত সময় যাচ্ছে ততই ভারতীয় ব্যাটিং-এর স্তম্ভ হয়ে উঠছেন তিলক বর্মা (Tilak Varma)। আমিরশাহীর বিরুদ্ধে চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম ম্যাচটিতে তাঁর মাঠে নামারই প্রয়োজন হয় নি ব্যাট হাতে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে পরপর দুই উইকেট পড়ার পর দারুণ ভাবে ইনিংসের হাল ধরেছিলেন হায়দ্রাবাদের তরুণ। ওমানের বিরুদ্ধেও যদি সুযোগ আসে তাহলে নিঃসন্দেহে দলকে ভরসা যোগাবেন তিনি।
সম্ভাব্য একাদশ-

ওপেনার- অভিষেক শর্মা, শুভমান গিল
মিডল অর্ডার- সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন,
ফিনিশার- হার্দিক পান্ডিয়া্, রিঙ্কু সিং
বোলার- অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী
উইকেটরক্ষক- সঞ্জু স্যামসন
এক নজরে সম্ভাব্য একাদশ-
অভিষেক শর্মা শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক) হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।