asia-cup-2025-ind-vs-pak-final-indian-probable-xi

Asia Cup 2025: এশিয়া কাপের বিগত ১৬টি সংস্করণের মধ্যে ভারত জিতেছে ৮টি। তাদের সামনে হাতছানি রয়েছে নবম খেতাব জয়ের। রবিবারের ফাইনালে তাদের সামনে পাকিস্তান। মহাদেশীয় মেগা টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম ট্রফি জয়ের জন্য চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়তে হবে ‘মেন ইন ব্লু’কে। গ্রুপ পর্ব ও সুপার ফোরে পাক দল’কে মাঠে বিশেষ সুযোগ দেয় নি সূর্যকুমার বাহিনী। যথাক্রমে ৭ ও ৬ উইকেটের ব্যবধানে ছিনিয়ে নিয়েছিলো জয়। কিন্তু তা সত্ত্বেও ফাইনালে আত্মতুষ্টিকে দলের অন্দরে বাসা বাঁধতে দিতে রাজী নন কোচ গম্ভীর। ওপেনিং-এ দেখা যাবে অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুভমান গিল’কে (Shubman Gill)। ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করানোই লক্ষ্য হবে তাঁদের। গত দুই ম্যাচে রান নেই সূর্যকুমার যাদবের ব্যাটে। ফাইনালে ছন্দ খুঁজে নিতে চাইবেন তিনি। তিনে দেখা যাবে তাঁকে।

চার নম্বরে তিলক বর্মা’কে (Tilak Varma) খেলাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মাঝের ওভারগুলিতে রান-রেট বাড়ানোর গুরুদায়িত্ব চাপতে পারে তাঁর কাঁধে। সাধারণত টপ-অর্ডার ব্যাটার হলেও সঞ্জু স্যামসনকে এই এশিয়া কাপে পাঁচে খেলাচ্ছেন কোচ গৌতম গম্ভীর। ফাইনালেও সেখানেই দেখা যাবে কেরলের উইকেটরক্ষক-ব্যাটারকে। ছয়ে থাকবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। নতুন বল’ও তুলে দেওয়া হতে পারে তাঁর হাতেই। শিবম দুবের পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁকে ছেঁটে ফেলা হতে পারে ফাইনালে। বদলে ব্যাটিং গভীরতা বাড়াতে জায়গা দেওয়া হতে পারে রিঙ্কু সিং-কে। একমাত্র ফ্রন্টলাইন পেসার হিসেবে টিম ইন্ডিয়ার একাদশে (India XI vs Pakistan) থাকছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। পাওয়ার প্লে-তে তিন ওভার করবেন তিনি। তবে দুবাইতে ভারতের ‘তুরুপের তাস’ হতে পারেন তিন স্পিনার-কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল।

Read More: IND vs WI টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা পেসার, চিন্তায় দল !!

Asia Cup 2025, ম্যাচের সময়সূচি-

ভারত (IND) বনাম পাকিস্তান (PAK)

ম্যাচ নং- ১৯ (ফাইনাল)

তারিখ- ২৮/০৯/২০২৫

ভেন্যু- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

Dubai International Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Dubai International Cricket Stadium, Dubai | Image: Getty Images
Dubai International Cricket Stadium, Dubai | Image: Getty Images

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০২৫-এর এশিয়া কাপে (Asia Cup 2025) শেষবারের মত মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK Final Match)। গত দুই বারও এখানেই দেখা হয়েছিলো তাদের। গ্রুপ পর্বের ম্যাচে দেখা গিয়েছিলো মন্থর, স্পিন সহায়ক উইকেট। কিন্তু সুপার ফোর পর্বে যে ম্যাচটিতে সম্মুখসমরে নেমেছিলো উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তি, সেখানে পিচ থেকে সুবিধা পেয়েছিলেন ব্যাটাররাই। ফাইনালে কেমন থাকে বাইশ গজ তা নিয়ে তাই কৌতূহল রয়েছে ক্রিকেটজনতার মধ্যে। পরিসংখ্যান বলছে যে দুবাইতে প্রথম ইনিংসের গড় স্কোর ১৪০, দ্বিতীয় ইনিংসে ১২৩। এখনও অবধি ১১৯টি টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছে এখানে। এর মধ্যে ৫৫টিতে প্রথম ব্যাটিং করতে নামা দল জিতেছে। আর ৬৩ টি ম্যাচে জিতেছে রান তাড়া করতে নামা দল। ফাইনালে টসজয়ী অধিনায়ক সম্ভবত রান তাড়া করতেই চাইবেন।

IND vs PAK, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs PAK | Asia Cup 2025 | Image: Getty Images
IND vs PAK | Asia Cup 2025 | Image: Getty Images
  • মোট ম্যাচ- ১৫
  • ভারতের জয়- ১২
  • পাকিস্তানের জয়- ০৩
  • অমীমাংসিত- ০০
  • শেষ সাক্ষাতে ফলাফল- ভারত ৬ উইকেটের ব্যবধানে জয়ী

Key Players (সম্ভাব্য তারকা)-

কুলদীপ যাদব-

২০২৩-এর এশিয়া কাপে (Asia Cup 2023) সেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এবারও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন  চায়নাম্যান স্পিনার। সংযুক্ত আরব আমিরশাহীর সাথে ৪ উইকেট নিয়ে দৌড় শুরু করেছিলেন তিনি। এরপর প্রায় প্রত্যেকটি ম্যাচেই জ্বলে উঠতে দেখা গিয়েছে তাঁকে। দিনকয়েক আগে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচেও সাফল্য পেয়েছিলেন উত্তরপ্রদেশের তারকা। ফাইনালে পাকিস্তানকে নিঃসন্দেহে ব্যাকফুটে ঠেলে দিতে পারেন তিনি।

অভিষেক শর্মা-

এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) ঝড় তুলেছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। চার-ছক্কার ফোয়ারা দেখা গিয়েছে তাঁর ব্যাটে। পাঞ্জাবের তরুণকে রীতিমত ভয় পাচ্ছেন প্রতিপক্ষেরা। পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোর পর্বে পরপর দুই ম্যাচে দুর্দান্ত অর্ধশতক করেছেন বাম হাতি ওপেনার। ফাইনালেও যদি ফর্ম ধরে রাখতে পারেন তিনি, তাহলে হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদিদের কপালে যে অশেষ দুঃখ রয়েছে তা এখন থেকেই বলা যায়।

জসপ্রীত বুমরাহ-

চলতি টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলিতে চেনা ছন্দে দেখা যায় নি জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। কিন্তু ফাইনাল যত এগিয়ে আসছে ততই যেন ফর্ম খুঁজে নিচ্ছেন তিনি। গত ২৪ তারিখ বাংলাদেশের বিপক্ষে অসামান্য স্পেল করেছেন তিনি। ফাইনালেও তাঁর দিকে তাকিয়ে থাকবে ভারতীয় শিবির। রবিবারের ম্যাচ বুমরাহ’র জন্য ব্যক্তিগত চ্যালেঞ্জও হতে পারে। ২১ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ছন্নছাড়া বোলিং করেছিলেন তিনি। স্বভাববিরুদ্ধ ভাবে ৪ ওভারে খরচ করেছিলেন ৪৫ রান। সেই হতাশা ভুলতে জ্বলে উঠতে চাইবেন ডান হাতি ফাস্ট বোলার।

সম্ভাব্য একাদশ-

Indian Cricket Team | Asia Cup 2025 | Image: Getty Images
Indian Cricket Team | Asia Cup 2025 | Image: Getty Images

ওপেনার- শুভমান গিল, অভিষেক শর্মা

মিডল অর্ডার- সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া

ফিনিশার- রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল

বোলার- কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী

উইকেটরক্ষক- সঞ্জু স্যামসন

এক নজরে সম্ভাব্য একাদশ-

শুভমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

Also Read: Asia Cup 2025: ব্যাটিং বিপর্যয়ে ডুবলো বাংলাদেশ, এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাক দ্বৈরথ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *