Asia Cup 2025: আগুনে ফর্মে রয়েছে ভারতীয় দল। এশিয়া কাপে (Asia Cup 2025) একমাত্র দল হিসেবে এখনও অপরাজিত তারা। আজ বাংলাদেশের বিরুদ্ধেও সেই তকমা অটুট রাখার চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামছেন সূর্যকুমার যাদব, শুভমান গিল’রা। মাসকয়েক আগে ঘরের মাঠে টাইগারদের ৩-০ ফলে হোয়াইটওয়াশ করেছিলো ‘মেন ইন ব্লু।’ ক্রিকেটারদের থেকে আজ সেই পারফর্ম্যান্সের পুনরাবৃত্তিই চাইবেন কোচ গৌতম গম্ভীর। দুবাইয়ের পিচে অভিষেক, তিলকদের পাশাপাশি তাঁর তুরুপের তাস হওয়ার সম্ভাবনা কুলদীপ ও বরুণ চক্রবর্তীর। ‘আন্ডারডগ’ হিসেবে মাঠে নামলেও ‘অঘটন’ ঘটাতে পারে বাংলাদেশও। গত ম্যাচে শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করেছেন সইফ হাসান, তানজিদ হাসান তামিম’রা। আজও নজর থাকবে তাঁর দিকে। পাঁজরের চোটে ছিটকে গিয়েছেন লিটন দাস। তাঁর বদলে অধিনায়কত্ব সামলাবেন জাকের আলি অনীক।
Read More: দুরন্ত ফর্মে বাংলাদেশ, ২৮ তারিখ ভারতের সঙ্গে খেলবে এশিয়া কাপের ফাইনাল !!
Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-
ভারত (IND) বনাম বাংলাদেশ (BAN)
ম্যাচ নং- ১৬
তারিখ- ২৪/০৯/২০২৫
ভেন্যু- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
সময়- রাত ৮টা (ভারতীয় সময়)
Dubai International Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সম্মুখসমরে ভারত ও বাংলাদেশ (IND vs BAN)। একমাত্র সুপার ফোর পর্বের ভারত-পাক ম্যাচটি বাদ দিলে চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) যে কয়টি ম্যাচ দুবাইতে আয়োজিত হয়েছে, সবক’টিতেই মন্থর, ঘূর্ণি উইকেট দেখা গিয়েছে। বড় শট খেলতে সমস্যায় পড়েছেন ব্যাটাররা। ভারত-বাংলাদেশ ম্যাচেও বাইশ গজের চরিত্র তেমন হওয়ারই সম্ভাবনা। কার্যকরী ভূমিকা নিতে চলেছেন স্পিনাররা। এই মাঠের ‘রিং অফ ফায়ার’ ফ্লাডলাইটের কারণে ক্যাচ ধরতে অসুবিধা হয় ফিল্ডারদের। পরিসংখ্যান বলছে যে এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৩৯, দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১২২ আর দুবাইয়ের ইতিপূর্বে আয়োজিত ১১৬টি টি-২০’র মধ্যে প্রথম ব্যাট করে জয়ের সংখ্যা ৫৩। রান তাড়া করতে নামা দল জয় পেয়েছে ৬২টি ম্যাচে।
Dubai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

প্রচণ্ড গরমের মধ্যেই চলছে এশিয়া কাপ (Asia Cup 2025 Weather Forecast)। বুধবারের ভারত-বাংলাদেশ ম্যাচেও মনোরম আবহাওয়ার পূর্বাভাস দিতে পারছেন না বিশেষজ্ঞরা। হাওয়া অফিস সূত্রে খবর যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রী। গরমের দোসর হতে পারে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। তার পরিমাণ ৪৯ শতাংশ হওয়ার সম্ভাবনা, যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। ম্যাচের সময় হাওয়ার গতিবেগ ৩১ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদ্রা।
IND vs BAN হেড টু হেড-

- মোট ম্যাচ- ১৭
- ভারতের জয়- ১৬
- বাংলাদেশের জয়- ০১
- অমীমাংসিত- ০০
- শেষ সাক্ষাতে ফলাফল- ভারত ১৩৩ রানে জয়ী
টসের পর দুই অধিনায়কের মন্তব্য-
সূর্যকুমার যাদব-
হ্যাঁ পিচ দেখে বেশ ভালোই লাগছে। আমার মনে হয় এখানেই ১৪ তারিখ আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলেছি। দ্বিতীয় ইনিংসে বাইশ গজ অপেক্ষাকৃত মন্থর হয়ে পড়েছিলো। তাই প্রথমে ব্যাট করতে পেরে আমরা খুশি। পাশাপাশি গত কয়েকটি ম্যাচে যে ভালো কাজগুলি করে আসছি সেগুলো যা করে আসছি সেটাই অনুসরণ করতে হবে আমাদের। আমরা সেটাইতে ফোকাস করতে চাই। সেটা হলে ফলাফল নিজে থেকেই আপনাকে অনুসরণ করবে। আমার মতে দুই বিভাগই (ব্যাটিং ও বোলিং) নিজেদের কাজটা ঠিকঠাক করেছে। ক্যাচ ফস্কানোও খেলারই অঙ্গ। আমি নিশ্চিত সদ্দিচ্ছা আর উদ্যমই এই ম্যাচে তফাৎ গড়ে দেবে। আবহাওয়া বেশ মনোরম। আমাদের দল একই থাকছে।
জাকের আলি অনীক-
আমরা প্রথমে বোলিং করব। দুর্ভাগ্যজনক ভাবে লিটন দাস অনুশীলনের সময় আহত হয়েছেন। ফলে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না। আমি উত্তেজিত এবং এই ম্যাচের জন্য মুখিয়ে রয়েছি। দল হিসেবে আমরা বেশ ভালো করছি। এবং চেষ্টা করব সেরাটা দেওয়ার। আমরা ওদের (ভারতকে) অল্প রানের মধ্যে আটকে রাখতে চাই এবং সেই রান তাড়া করতে চাই। ব্যাটিং-এর জন্য পিচ ভালো বলেই মনে হচ্ছে। আমাদের দলে চারটি পরিবর্তন রয়েছে।
দুই দলের একাদশ-

ভারত (IND)-
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
বাংলাদেশ (BAN)-
সইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারি, জাকের আলি অনীক (অধিনায়ক/উইকেটরক্ষক), মহম্মদ শৈফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
IND vs BAN, টস রিপোর্ট-
টসে জিতে প্রথম বোলিং বেছে নিলো বাংলাদেশ।