Asia Cup

এশিয়া কাপে (Asia Cup 2025) আগুনে ফর্মে রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। গ্রুপ পর্বে তাঁর ব্যাটে একাধিক কার্যকরী ক্যামিও দেখা গিয়েছিলো। সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৭৪ রানের ধুন্ধুমার ইনিংস খেলেছিলেন। আজ বাংলাদেশের বিপক্ষেও (IND vs BAN) জ্বলে ওঠে তাঁর ব্যাট। ৩৫ বলে ৫টি ছক্কা ও ৬টি বাউন্ডারির সাহায্যে করেন ৭৫ রান। এই নিয়ে চলতি টুর্নামেন্টে (Asia Cup 2025) ৫ ম্যাচে ২৫০ রান হলো তাঁর। আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং-এর শীর্ষস্থানে নিজের জায়গা আরও একটু পাকাপোক্ত করে নিলেন পাঞ্জাবের বছর ২৫-এর তরুণ। পাক বধের ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন অভিষেক। বাংলাদেশের বিরুদ্ধেও ম্যাচের সেরার পুরষ্কার পেলেন তিনিই। খেলা শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় সাফল্যের নেপথ্যকাহিনী সামনে আনলেন বাম হাতি ওপেনার। আত্মবিশ্বাসী সুরে বললেন, “আমি কার্যসিদ্ধি ঠিকই করেছি আমার দলের জন্য।”

Read More: Asia Cup 2025: কাজে এলো না সইফ হাসানের লড়াই, বোলারদের দাপটে বাংলাদেশ বধ টিম ইন্ডিয়ার !!

আক্রমণ, আক্রমণ এবং আক্রমণ-অভিষেক শর্মা’র (Abhishek Sharma) ক্রিকেট দর্শন যেন এটাই। এই আগ্রাসনের কারণ কী? প্রশ্নের উত্তরে টি-২০’র দুনিয়ার নবতম হার্টথ্রবের স্বীকারোক্তি, “আমি তো আগেও বলেছি যে আমি পরিস্থিতি বুঝে এগোনোর চেষ্টা করি। যদি বল আমার রেঞ্জের মধ্যে আসে তাহলে প্রথম বল থেকেই আমি আক্রমণে যাই এবং পাওয়ার-প্লে’তে দলকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করি।” পাকিস্তানের বিরুদ্ধে দু’টি ম্যাচে যথাক্রমে বাউন্ডারি ও ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেছিলেন অভিষেক। আজ কিন্তু হাত খোলার আগে সময় নিয়েছিলেন কিছুটা। স্ট্র্যাটেজি পরিবর্তনের কারণও জানিয়েছেন তিনি। বলেন, “কিছু ম্যাচে প্রথম বলেই আক্রমণ করেছি কারণ ওরা প্রথম বলেই উইকেট নেওয়ার চেষ্টা করেছে। আজ উইকেট একদম তাজা ছিলো। তাই আমি আর শুভমান খানিক দেখেশুনে নিয়ে তারপর আক্রমণের করব বলে ভেবেছিলাম।”

অন্ধের মত ব্যাট চালানোতে বিশ্বাসী নন অভিষেক (Abhishek Sharma)। “আমি ফিল্ডাররা কোথায় রয়েছেন তা দেখে তারপর শট মারার কথা ভাবি। প্রতিপক্ষের ফিল্ডিং অনুযায়ী খেলার চেষ্টা করি,” মন্তব্য তাঁর। ২২টি টি-২০তে ৩৭.২৯ গড় ও ১৯৭.৭৩ স্ট্রাইক রেটে তাঁর ঝুলিতে এখন ৭৮৩ রান। অবিশ্বাস্য এই ধারাবাহিকতার পিছনে রয়েছে কঠোর অনুশীলন, মেনে নিয়েছেন বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার। “অনুশীলনে আমি প্রচুর খেটেছি। একমাত্র তখনই একজন ব্যাটার প্রচুর বলের মুখোমুখি হওয়ার সুযোগ পান। নেটে যখন আপনি অনেক শট খেলেন, তখন আপনি আউট হতে পারেন ঠিকই, কিন্তু আমি অনুশীলন করি নেটেও আউট না হওয়ার।” ২০২৫-এর এশিয়া কাপে (Asia Cup 2025) আরও দু’টি ম্যাচ খেলার সুযোগ সম্ভবত পাবেন অভিষেক। আগামী শুক্র ও রবিবার তাঁর ব্যাট থেকে শটের ফুলঝুড়ি দেখা যায় কিনা সেদিকেই এখন অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে ক্রিকেটজনতা।

দুবাইতে অভিষেক ঝড়, দেখুন ভিডিও-

Also Read: Asia Cup 2025: “রোজ এসব ফাটকা চলে না…” ব্যর্থ শিবম দুবে, নেটদুনিয়ায় তোপের মুখে কোচ গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *