Asia Cup 2025: আবারও প্রত্যাশা পূরণে ব্যর্থ ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ। রবিবার দুবাইয়ের বাইশ গজে ‘মেন ইন ব্লু’র বিরুদ্ধে কার্যত অসহায় আত্মসমর্পণই করতে দেখা গেলো সবুজ জার্সিধারীদের। এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো পাকিস্তান। নূন্যতম প্রতিরোধটুকু গড়ে তুলতে দেখা গেলো সাইম আইয়ুব, ফাহিম আশরাফদের। কোনোক্রমে ৯ উইকেট খুইয়ে ১২৭ স্কোরবোর্ডে তোলে তারা। জবাবে ১৫.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক শর্মা। ৪৭ করে অপরাজিত থাকেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। উপমহাদেশের দুই সর্ববৃহৎ ক্রিকেটীয় শক্তির মধ্যে মানের ফারাকটা যে গত কয়েক বছরে বেড়েই চলেছে, এমন অভিযোগ প্রায়শই করে থাকেন বিশেষজ্ঞরা। রবিবারের ম্যাচ যেন সেই সত্যিটাই ফের দেখিয়ে গেলো চোখে আঙুল দিয়ে।
Read More: “এটা পাকিস্তান দলই নয়…” পড়শি দেশকে চরম কটাক্ষ গাওস্করের, করমর্দন কাণ্ড নিয়েও মুখ খুললেন কিংবদন্তি !!
পাকিস্তানকে কটাক্ষ অশ্বিনের-

গত ২৪ জুলাই যে সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল তা অনুযায়ী সর্বোচ্চ তিন বার চলতি টুর্নামেন্টে (Asia Cup 2025) মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। বর্তমানে তাদের মধ্যে ক্রিকেটীয় মানে যা ফারাক তাতে বারতিনেক দুই দলের দ্বৈরথ আদৌ চিত্তাকর্ষক হবে না বলেই মনে করছেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন টেস্টে টিম ইন্ডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। সেখানে তিনি বলেছেন, “এশিয়া কাপের আয়োজকরা তিনবার ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ আয়োজন করার কথা ভাবতে পারেন পরের বার। আমার মনে হয় ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে অনেক বেশী হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।” রবিবার যে পারফর্ম্যান্স করেছে পাকিস্তান দল, তাতে চূড়ান্ত হতাশ অশ্বিন (Ravichandran Ashwin)। পাক খেলোয়াড়দের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ভারতীয় কিংবদন্তি।
“আমার পাকিস্তান ক্রিকেট দলের জন্য খারাপই লাগে। ওদের বিশ্বের সব লীগে খেলার সুযোগ নেই। অধিকাংশ লীগেই সুযোগ পায় না ওরা। আমি রাজনৈতিক আলোচনায় বেশী ঢুকবো না কিন্তু পাকিস্তানের সাইম আইয়ুবকে দেখে মনে হলো একমাত্র ওরই সহজাত দক্ষতা রয়েছে। ও ভালো একটা স্পেলে বোলিং-ও করলো। বিশেষ করে যেভাবে শুভমান গিল ও তিলক বর্মা’র উইকেট পেলো। তবে গুণমানের তফাৎ রয়েছেই কারণ অভিষেক শর্মা রীতিমত ছেলেখেলা করলো ওকে নিয়েও।” বলেছেন অশ্বিন (Ravichandran Ashwin)। পাক দলের বাকিদের মধ্যে প্রতিভার অভাব’ই চোখে পড়েছে তাঁর। “সাইম আইয়ুব ছাড়া পাকিস্তান দলে উঁচু মানের ক্রিকেটার কেউ রয়েছেন বলে আমার তো মনে হয় না,“ সংযোজন তাঁর। ভারত-পাক তুলনাতেই রাজী নন তিনি। “ভারত অনেক এগিয়ে। ব্যবহারিক, প্রযুক্তিগত, কৌশলগত- সবদিক থেকেই,” মন্তব্য অশ্বিনের।
ত্রুটি কোথায় পাকিস্তানের? বললেন অশ্বিন-

কেন ভারতের সাথে প্রতিদ্বন্দ্বীতায় ক্রমেই পিছিয়ে পড়ছে পাকিস্তান? ইউটিউব ভিডিওতে সেই সম্পর্কেও ধারণা দিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। তিনি বলেছেন, “অভিষেক শর্মা সম্পর্কে আমি খুব উচ্চধারণা পোষন করি। আজ ব্যাটিংয়ের সময় প্রথম বলেই শাহীন শাহ আফ্রিদি’র বিরুদ্ধে পায়ের ব্যবহার করলো ও। পক্ষান্তরে মহম্মদ হারিস একই জায়গায় দাঁড়িয়ে জসপ্রীত বুমরাহকে মারতে গেলো আর বল সোজা আকাশে উঠে গেলো। বুমরাহ’র বিরুদ্ধে এমন শট খেলা যায় না। এটা ওমান দল নয়।” “প্রিভিউতে কি বলেছিলাম? ১০ ওভারে যদি ৭৫/১ ও করতে পারত পাকিস্তান তাহলেও ১৫০ বা ১৬০ এমনকি ১৬৫ পৌঁছানো সম্ভব ছিলো। শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশও ১৪০ তুলতে পেরেছিলো জাকির আলি ও শামিম (হোসেন পাটোয়ারি)-র জুটির সৌজন্যে। কিন্তু পাকিস্তান সত্যি বলতে খুবই খারাপ খেলছে। সর্বস্ব দিতে গিয়ে আবার মুখ থুবড়ে পড়লো,” মূল্যায়ন তাঁর।
দেখে নিন অশ্বিনের বিশ্লেষণ-
Also Read: Asia Cup 2025: কাজে এলো না হংকং-এর মরণপণ লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি শ্রীলঙ্কার !!