২০২৩-এ যখন শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজিত হয়েছিলো, তখন বৃষ্টি মাঝেমধ্যেই বাধা সৃষ্টি করেছিলো ক্রিকেটের পথে। এমনকি গ্রুপ পর্বের ভারত-পাক ম্যাচটি ভেস্তে যায়। সুপার ফোর পর্বেও যখন মুখোমুখি হয়েছিলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী, তখনও পথের কাঁটা হয়েছিলো আবহাওয়া। রিজার্ভ ডে থাকার দরুণ সেই ম্যাচ যদিও পরে শেষ করা গিয়েছিলো। ফাইনালেও ভ্রুকূটি ছিলো বৃষ্টির। তেমনটাই যদি ২০২৫-এর খেতাবী দ্বৈরথেও হয় সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)? প্রশ্ন রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। স্বস্তি পেতে পারেন তাঁরা। এসিসি’র নিয়ম অনুযায়ী বহুদলীয় টুর্নামেন্টের ফাইনালে বাধ্যতামূলক ভাবে রাখা হয় একটি রিজার্ভ ডে। অর্থাৎ যদি ২৮ তারিখ ফাইনালের ফলাফল জানা না যায়, তখন ২৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার ফের আয়োজিত হবে ম্যাচ।
Read More: IND vs WI টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা পেসার, চিন্তায় দল !!
যুগ্মজয়ী হতে পারে ভারত-পাক-

যদি রিজার্ভ ডে’র দিনেও প্রশমিত না হয় বরুণ দেবের ক্রোধ? সেই ভাবনাও রয়েছে মহসীন নকভি’দের। সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান-দুই দলকেই যুগ্মজয়ী হিসেবে ঘোষণা করা হবে। ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2002) দেখা গিয়েছে এহেন দৃশ্যই। সেবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে ট্রফি ভাগ করে নিতে হয়েছিলো সনৎ জয়সূর্যের শ্রীলঙ্কার সাথে। যদিও এশিয়া কাপে (Asia Cup) কখনও আবহাওয়ার কারণে ফাইনাল ভেস্তে যাওয়ার মত ঘটনা ঘটে নি আগে। আসন্ন রবিবারও মধ্যপ্রাচ্যের মাঠে তা ঘটার সম্ভাবনা খুবই ক্ষীণ। জমজমাট ম্যাচের মধ্য দিয়েই যবনিকা পড়ুক ১৭তম এশিয়া কাপের (Asia Cup 2025), চাইছেন সকলে। গ্রুপ পর্ব ও সুপার ফোর পর্বের পর ফাইনালেও পাকিস্তানকে হারাবে ভারত? নাকি শেষমেশ ঘুরে দাঁড়াবে পাক শিবির? উত্তরের অপেক্ষায় প্রহর গুণছেন দুই দলের সমর্থকেরাই।
মধ্যপ্রাচ্যের মাঠে চলছে এশিয়া কাপ (Asia Cup 2025)। এখনও পর্যন্ত একটি ম্যাচেও বাধা সৃষ্টি করে নি বৃষ্টি। ফাইনালেও বর্ষণের কোনো পূর্বাভাস দিচ্ছেন না আবহাওয়াবিদেরা। নির্বিঘ্নেই মিটতে পারে ভারত-পাক (IND vs PAK) খেতাবী দ্বৈরথ। তবে গরম ও আর্দ্রতা যে চ্যালেঞ্জের মুখে ফেলবে ক্রিকেটারদের তা মেনে নিচ্ছেন সকলে। হাওয়া অফিস জানিয়েছে যে রবিবার অর্থাৎ ফাইনালের দিন দুবাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩০ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৪ শতাংশ। সন্ধ্যে ছয়টার পর থেকে মৃদুমন্দ বাতাস বইতে পারে দুবাইতে যার গতিবেগ থাকবে ঘন্টার ১৬ কিলোমিটারের আশেপাশে। প্রচণ্ড গরমের মধ্যে তা সাময়িক স্বস্তি যোগাতে পারে ক্রিকেটারদের।
প্রথমবার ফাইনালে এল-ক্লাসিকো-

এশিয়া কাপের (Asia Cup) বিগত ১৬ সংস্করণের মধ্যে ৮টিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। পক্ষান্তরে পাকিস্তানের মাথায় সেরার শিরোপা উঠেছে ২ বার। কিন্তু কখনও ফাইনালে দেখা হয় নি দুই দলের। টিম ইন্ডিয়া খেতাবী দ্বৈরথে ইতিপূর্বে মুখোমুখি হয়েছিলো কেবল শ্রীলঙ্কা ও বাংলাদেশের। পাকিস্তানের ক্ষেত্রেও ছবিটা ছিলো একই। কিন্তু এবার মিটতে চলেছে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা। গত বুধবারই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলো ভারত। গতকাল একই পথে হাঁটলো পাকিস্তানও। সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪১ রানের ব্যবধানে হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিলো শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi), হারিস রউফদের। কিন্তু শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে পরপর দু’ই ম্যাচে জিতে দারুণ ভাবে লড়াইতে ফিরলেন তাঁরা।