Asia Cup 2025: গ্রুপ পর্বের পর এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোরেও ভারতের বিরুদ্ধে নাস্তানাবুদ পাকিস্তান। গত রবিবার ৭ উইকেটের ব্যবধানে জিতেছিলো ‘মেন ইন ব্লু।’ আজ জয়ের ব্যবধান ৬ উইকেট। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। ২০ ওভারে ১৭১ রান স্কোরবোর্ডে তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে রীতিমত ঝড় তোলেন ভারতের দুই ওপেনার। শুভমান (Shubman Gill) দশম ওভারে ফিরলেও আক্রমণ চালিয়ে যান অভিষেক (Abhishek Sharma)। এই মুহূর্তে কেন তিনি টি-২০ র্যাঙ্কিং-এর শীর্ষস্থানে রয়েছেন তা পড়শি দেশকে যেন বুঝিয়ে দিলেন তিনি। আবরার আহমেদের শিকার হওয়ার আগে ৩৯ বলে করেন ৭৪। তিনি ফেরার পর বাকি কাজটুকু সারেন সঞ্জু, হার্দিক, তিলক বর্মা’রা। সাত বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ‘মেন ইন ব্লু।’
Read More: Asia Cup 2025: পাত্তাই পেলো না পাকিস্তান, অভিষেকের তাণ্ডবে আরও একবার দাপুটে জয় ভারতের !!
ম্যাচের সেরা অভিষেক শর্মা-

পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে বাউন্ডারি হাঁকিয়ে ইনিংসের সূচনা করেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। আজ প্রথম ওভারের প্রথম বলটি তিনি উড়িয়ে দিলেন মাঠের বাইরে। চোখ চোখ রেখে লড়াইতে তিনি যে পিছপা হবেন না তা যেন বুঝিয়ে দিয়েছিলেন শুরুতেই। হারিস রউফ, ফাহিম আশরাফ, সাইম আইয়ুব-তূনের যাবতীয় অস্ত্র’ই তাঁর বিরুদ্ধে ব্যবহার করেছিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha)। কিন্তু কাজে আসে নি কিছুই। দেখতে দেখতে মাত্র ২৪ বলে অর্ধশতক সম্পূর্ণ করে ফেলেন তিনি। ভারত-পাক দ্বৈরথে দ্বিতীয় দ্রুততম অর্ধশতকটির মালিক আজ থেকে অভিষেক। এছাড়া আন্তর্জাতিক টি-২০’র ইতিহাসে সবচেয়ে কম বল খেলে ৫০টি ছক্কা হাঁকানোর নজিরও আজ গড়েন বাম হাতি ওপেনার। কোন মন্ত্রে আজ উড়িয়ে দিলেন পাকিস্তানকে? খেলা শেষে জানিয়েছেন তরুণ তুর্কি।
“কাজটা সহজই ছিলো,” ম্যাচের সেরার পুরষ্কার হাতে জানিয়েছেন অভিষেক (Abhishek Sharma)। একবার শাহীন ও একবার হারিস রউফের সাথে কথা কাটাকটি হয় তাঁর। ঠিক কী হয়েছিলো? বিশদে না জানালেও অভিষেক আঙুল তুলেছেন প্রতিপক্ষের দিকেই। বলেন, “ওরাই অকারণে তেড়ে আসছিলো। আমার মোটেও সেটা পছন্দ হয় নি। তাই আমিও পালটা দিয়েছি।” তবে ক্রিকেটীয় লড়াইকেই তিনি যে অগ্রাধিকার দিয়েছেন, তা স্বীকার করে নেন অভিষেক। “আমি দলের সাফল্যে অবদান রাখতে চেয়েছিলাম,” মন্তব্য তাঁর। শুভমানের সাথে ১০৫ রানের জুটি গড়ে ভারতীয় ইনিংসের ভিত গড়েছিলেন বাম হাতি ওপেনার। সতীর্থকে নিয়ে উচ্ছ্বসিত তিনি। বলেন, “আমরা স্কুলের দিনগুলো থেকে একসাথে খেলছি। একে অপরের সান্নিধ্য উপভোগ করি। ভেবেছিলাম এমনটা করব। আর আজই হয়ে গেলো।”
দল’কে কৃতিত্ব দিচ্ছেন অভিষেক-

৪৮ করে আউট হয়েছেন শুভমান (Shubman Gill)। প্রিয় বন্ধু অর্ধশতকের মাইলস্টোন ছুঁতে না পারলেও তাঁর পারফর্ম্যান্সে মোহিত অভিষেক (Abhishek Sharma)। সাক্ষাৎকারে জানিয়েছেন, “যেভাবে ও প্রত্যাঘাত করছিলো আমি সেগুলো বেশ উপভোগ করছিলাম।” এখনও অবধি তাঁর কেরিয়ার স্ট্রাইক রেট প্রায় ১৯৭। কুড়ি-বিশের ইতিহাসে এহেন স্ট্রাইক রেট অন্য কারও আছে কিনা সে প্রশ্নের উত্তর খুঁজতে হিমশিম খেতে হবে পরিসংখ্যানবিদদেরও। এই আগ্রাসনের রহস্য’ও ফাঁস করেছেন অভিষেক। বলেন, “আমি এভাবে খেলতে পারি তার কারণ আমার দল আমায় সমর্থন যোগায়, পাশে দাঁড়ায়। এর ফলেই আমি (ঝোড়ো ইনিংস খেলার) সদিচ্ছা দেখায়। আর যদি দিনটা আমার হয়, তাহলে আমি আমার দলের হয়ে জয় ছিনিয়ে নিয়ে আসি।”
Also Read: Asia Cup 2025: অভিষেকের আক্রমণে দিশাহারা হারিস, মেজাজ হারিয়ে জড়িয়ে পড়লেন বাগ্বিতণ্ডায় !!